For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে ODI সিরিজের আগে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের পর দলে রদবদল

Google Oneindia Bengali News

ভারতে এসে একদিনের সিরিজ ও টি ২০ আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত ফেব্রুয়ারির বদলা নেওয়ার সুযোগ এবার দেশের মাটিতে পাচ্ছেন নিকোলাস পুরাণরা। তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত পূর্ণশক্তির দল পাঠায়নি। একঝাঁক তারকাকে বিশ্রাম দিয়েছে। তাতেও স্বস্তিতে নেই ক্যারিবিয়ান শিবির।

ভারতের বিরুদ্ধে ODI সিরিজের আগে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। তার ঠিক আগে বাংলাদেশের কাছে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও টি ২০ আন্তর্জাতিক সিরিজে ক্যারিবিয়ান ব্রিগেড জেতে। কিন্তু একদিনের সিরিজে ০-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে নিকোলাস পুরাণের দল। সবচেয়ে বড় কথা একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম একদিনের আন্তর্জাতিকটিতে বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪১ করা হয়েছিল। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে ম্যাচ হারে ৬ উইকেটে, ৫৫ বল বাকি থাকতেই। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজ ১০৮ রানে অল আউট হয়, বাংলাদেশ ২০.৪ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজ ১৭৮ রান তোলে, ৯ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের বিরুদ্ধে এমন বেকায়দায় পড়া দল ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কেমন খেলবে তা বোধগম্য হচ্ছে সকলেরই। ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ইংল্যান্ডকে টি ২০ ও একদিনের সিরিজে হারিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বিশ্রামে থাকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে ভারতের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরানো হয়েছে। জোরে বোলার অ্যান্ডারসন ফিলিপ ও বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে দলে রাখা হয়নি। ফিলিপ একটি ম্যাচে খেলেন, শেফার্ড তিনটিতে, তবে উইকেট পাননি। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্রধান ডেসমন্ড হেইন্স বলেন, জেসন বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। বিশ্রামের পর তরতাজা হয়ে এবং নতুন প্রাণশক্তি নিয়ে মাঠে ও মাঠের বাইরে দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। গায়ানায় ভারতের বিরুদ্ধে ব্যর্থতা ঝেড়ে ফেলে ত্রিনিদাদে দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী হেইন্স।

ওয়েস্ট ইন্ডিজ চলতি বছরে ১৫টি একদিনের আন্তর্জাতিক খেলে জিতেছে মাত্র চারটিতে। তিনটি জয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে, একটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। টানা ৬টি ম্যাচ হেরে ভারতের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে পুরাণ-বাহিনী। ভারত অবশ্য এই সিরিজে খেলাচ্ছে না রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াকে। চলতি মাসের ২২, ২৪ ও ২৭ তারিখ ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে তিনটি একদিনের ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের দল- নিকোলাস পুরাণ (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফষ ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলেস।

English summary
Jason Holder Makes A Return To West Indies' ODI Squad For The 3-Match Series Against India. The First Match Of The ODI Series Will Be Played On July 22.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X