আইসিসি ক্রম তালিকার সেরা স্থানে হোল্ডার, স্মিথ-বিরাট অপরিবর্তিত
জীবনের অন্যতম সেরা ফর্মে রয়েছেন অল-রাউন্ডার জেসন হোল্ডার। তার প্রতিদানও পেলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। আইসিসি টেস্ট ক্রম তালিকার বোলিং বিভাগের প্রথম তিনে প্রবেশ করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। অল-রাউন্ডার হিসেবেও করলেন বাজিমাত। অন্যদিকে ব্যাটিং বিভাগে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয় তারকা স্টিভ স্মিথের স্থান অপরিবর্তিতই রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের জয়
করোনা ভাইরাসের আবহে সাউদাম্পটনের রোজবলে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় স্থানে হোল্ডার
ওই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ১ উইকেট। এই দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদানও পেয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। আইসিসি টেস্ট ক্রম তালিকার বোলিং বিভাগের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৮৬২ পয়েন্ট। ৯০৪ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানেই অবস্থান করছেন প্যাট কমিন্স।

অল-রাউন্ডারদের তালিকা
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে টপকে আইসিসি টেস্ট ক্রম তালিকার বোলিং বিভাগের শীর্ষ স্থানেই অবস্থান করছেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ঝুলিতে রয়েছে ৪৮৫ পয়েন্ট। স্টোকসের পয়েন্ট ৪৩১। ৩৯৭ পয়েন্ট নিয়ে ভারতের রবীন্দ্র জাদেজা রয়েছেন তৃতীয় স্থানে। পঞ্চম স্থানে অবস্থান করা রবিচন্দ্রণ অশ্বিনের পয়েন্ট ২৮১।

ব্যাটসম্যানদের তালিকা
আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থানেই অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৯১১। দ্বিতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির পয়েন্ট ৮৮৬। ৮২৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ায় মারনাস লাবুশানে।
জোহরির পর বিসিসিআইয়ের সিইও পদের দায়িত্বভার কার কাঁধে?