For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক'দিন বাদেই বিরাট টেস্ট, তার আগে অ্যান্ডারসন বললেন কোহলি মিথ্যাবাদী

বিরাট কোহলি বলেছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেলেন কিনা সেটা বড় কথা নয়, দল জিতলেই হল। কিন্তু অ্যান্ডারসন তা মানছেন না, তাঁর মতে রান করতে মুখিয়ে আছেন বিরাট।

Google Oneindia Bengali News

২০১৪ সালের ইংল্যান্ড সফরে রান পাননি বিরাট কোহলি। এখনও অবধি ঝকঝকে কেরিয়ারে সেই সফরটা একটা ময়লা দাগের মতো। এবার কি হবে? বিরাট নিজে বলছেন তিনি রান পান না পান সেটা বড় কথা নয়, দল জিতলেই হল। সিরিজে তাঁর কড়া প্রতিদ্বন্দ্বী জেমস অ্যান্ডারসন অবশ্য তা বিশ্বাস করতে রাজি নন।

মিথ্যে বলছে বিরাট

মিথ্যে বলছে বিরাট

জেমস অ্যান্ডারসন বলেছেন, 'আমার মনে হয় বিরাট মিথ্যে বলছে।' তাঁর মতে ইংল্যান্জের মাটিতে ভারতের জিততে গেলে বিরাটের ভাল খেলা তো অবশ্যই দরকারি। সেই সঙ্গে তিনি মনে করেন, বিরাটের মতো দুর্দান্ত ব্যাটসম্য়ান ও ক্যাপ্টেন অবশ্যই ইংল্যান্ডে রান করতে চাইবেন।

২০১৪-য় কতটা খারাপ ছিল বিরাটের পরিসংখ্যান

২০১৪-য় কতটা খারাপ ছিল বিরাটের পরিসংখ্যান

২০১৪ ইংল্যান্ড সফর বিরাটের কেরিয়ারে একটা কালোদাগ অবশ্যই। একেবারেই রান পাননি সেই টেস্ট সিরিজে। ৬ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৪ রান। ২০১৬-১৭-র ফিরতি সিরিজে ঘরের মাঠে অবশ্য ওই ইংল্যান্ডের বিরুদ্ধেই ৫ ম্যাচে করেছিলেন ৬৫৫ রান। কিন্তু তাতে ২০১৪-র কলঙ্ক মোছেনি।

বিরাটের বিরুদ্ধে অ্যান্ডারসন

বিরাটের বিরুদ্ধে অ্যান্ডারসন

বিরাটের বিরুদ্ধে জেম্স অ্যান্ডারসন কিন্তু যথেষ্ঠ সফল। ২০১৪ সফরে তো বিরাটকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। বিরাটের ৬ ইনিংসের মধ্যে অ্যান্ডারসনই তাঁকে তুলে নিয়েছিলেন ৪ বার। ২০১২ সালেও বিরাটকে তিনি আউট করেছিলেন ৫ বার। তবে ২০১৬-র বারত সফরে থমকে গিয়েছিল তাঁর এই সাফল্য। তিন টেস্টে মাত্র ৪ উইকেচ পান এই ব্রিটিশ পেসার।

এবারের সফরে কি বিরাট পারবেন?

এবারের সফরে কি বিরাট পারবেন?

এই সফরে বিরাটের সফল হওয়ার যতেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করছেন অ্যান্ডারসন। তিনি জানিয়েছেন, এখনকার দিনে ক্রিকেটাররা ম্য়াচের ফুটেজ ও নিজেদের অতীত অভিজ্ঞতা দুই থেকেই নিজেদের তৈরি করেন। বিরাটও ২০১৪ সাল থেকে অনেক কিছুই ভুল ধরতে পেরেছেন, সেব্যাপারে জেমস নিশ্চিত। অ্যান্ডারসনের ধারণা প্রয়োজনীয় বদলটার জন্য তিনি ভালই খাটছেন।

ইংল্যান্ডে এবার সীমিত ওভারে কেমন করেছেন বিরাট?

ইংল্যান্ডে এবার সীমিত ওভারে কেমন করেছেন বিরাট?

সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু বিরাটের সফল হওয়ার ইঙ্গিতই পাওয়া গিয়েছে। ৬ টি সীমিত ওভারের খেলায় তিনি ৩০১ রান করেছেন। ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে। নটিংহামে করেন ৭৫ ও লিডস-এ করেন ৭১।

আবহাওয়া ভারতের পক্ষে

আবহাওয়া ভারতের পক্ষে

এই গ্রীষ্মে মাত্রাতিরিক্ত গরম পড়েছে ব্রিটিশ আইল্যান্ডে। গত কয়েক দশকে এতটা গরম পায়নি ব্রিটেন। ফলে এখন সেখানকার আবহাওয়া অনেকটাই ভারতের মতোই। অ্যান্ডারসনও সেটা মানছেন, তবে সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছেন পিচে কিন্তু অন্যান্যবারের মতোই গতি ও সুইং থাকবে, যার মোকাবিলা করতে হবে বিরাট-বাহিনীকে।

English summary
Virat Kohli said it would not matter if he won't get runs against England, as far his team gets the win. But Anderson does not believe it, he thinks Virat is hungry to score.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X