For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আহমেদাবাদ কাঁপিয়ে ম্যাকগ্রা, আক্রম, কুম্বলে-কে ধরলেন ইংল্যান্ডের জিমি

আহমেদাবাদ কাঁপিয়ে ম্য়াকগ্রা, আক্রম, কুম্বলে-কে ধরলেন ইংল্যান্ডের জিমি

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে দারুণ ছন্দে রয়েছেন জেমস অ্যান্ডারসন। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এক অনন্য ক্লাবে প্রবেশ করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। যে ক্লাবের পুরনো সদস্য অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার যথাক্রমে গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আক্রম।

আহমেদাবাদে দুর্দান্ত অ্যান্ডারসন

আহমেদাবাদে দুর্দান্ত অ্যান্ডারসন

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জেমস অ্যান্ডরসন। ম্যাচের দ্বিতীয় দিনের চা পানের বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে সাজঘরের রাস্তা দেখিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। ভারতীয় ওপেনার শুভমান গিল (০) ও অজিঙ্ক রাহানের (২৭) উইকেট নেন জিমি।

কুম্বলের আরও কাছে অ্যান্ডারসন

কুম্বলের আরও কাছে অ্যান্ডারসন

ভারতের হয়ে নিজের টেস্ট কেরিয়ারে ৬১৯টি উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। বর্তমানে জেমস অ্যান্ডারসনের টেস্ট উইকেট সংখ্যা ৬১৩। আর সাত উইকেট নিলেই টেস্ট উইকেটের সংখ্যার নিরিখে কুম্বলেকে টপকে যাবেন জিমি।

৯০০-এর ক্লাবে অ্যান্ডারসন

৯০০-এর ক্লাবে অ্যান্ডারসন

আহমেদাবাদে অজিঙ্ক রাহানের উইকেট নিয়ে এক অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৯০০তম উইকেট। যে ক্লাবে আগে থেকেই বসে রয়েছেন মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আক্রম।

কে কোথায় দাঁড়িয়ে

কে কোথায় দাঁড়িয়ে

টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে শ্রীলঙ্কার হয়ে মোট ১৩৪৭টি উইকেট নিয়েছেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। তাঁর মধ্যে টেস্টেই ৮০০ উইকেটের মালিক মুরলী। তালিকার দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয় কিংবদন্তি শেন ওয়ার্নের মোট আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১০০১। ভারতের অনিল কুম্বলে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। তাঁর উইকেট সংখ্যা ৯৫৬। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কিংবদন্তি যথাক্রমে গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আক্রমের ঝুলিতে রয়েছে ৯৪৯ ও ৯১৬টি আন্তর্জাতিক উইকেট।

প্রিমিয়ার লিগে নেমেই চলেছে লিভারপুল, হাড্ডাহাড্ডি ডার্বিতে চেলসির জয়প্রিমিয়ার লিগে নেমেই চলেছে লিভারপুল, হাড্ডাহাড্ডি ডার্বিতে চেলসির জয়

English summary
James Anderson claimed 900th international wickets and joins Glenn McGrath and Wasim Akram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X