For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওভালে কিংবদন্তি সচিনকে টপকে গেলেন দুর্ধর্ষ অ্যান্ডারসন, কোন পরিসংখ্যানে তা সম্ভব হল

ওভালে কিংবদন্তি সচিনকে টপকে গেলেন দুর্ধর্ষ অ্যান্ডারসন, কোন পরিসংখ্যানে তা সম্ভব হল

  • |
Google Oneindia Bengali News

ওভাল টেস্টে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদর ব্যর্থতা ঢাকার মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। একবার জীবনদান পেয়ে অর্ধশতরানও পূর্ণ করে আউট হয়েছেন ভারত অধিনায়ক। সে সবের মধ্যে ওভালেও নিজেকে প্র্রমাণ করেছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের স্ট্রাইক বোলার একই সঙ্গে টপকে গিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের এক অজানা রেকর্ডকে। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

সচিনকে টপকে গেলেন অ্যান্ডারসন

সচিনকে টপকে গেলেন অ্যান্ডারসন

ওভালে খেলতে নেমে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে ঘরের মাঠে ৯৫টি টেস্ট খেলে এই অজানা অফ বিট তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন গ্রেট জিমি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকর তাঁর কেরিয়ারে ভারতের মাটিতে ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ৯২টি টেস্ট খেলা সে দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে যুগ্মভাবে অবস্থান করছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক যথাক্রমে অ্যালেস্টার কুক ও স্টিভ ওয়া। তাঁরা নিজেদের দেশের মাটিতে ৮৯টি টেস্ট ম্যাচ খেলেছেন।

অ্যান্ডারসনের কেরিয়ার

অ্যান্ডারসনের কেরিয়ার

এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৬৫টি টেস্ট ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। ৬৩০টি উইকেট নিয়েছেন তিনি। টেস্টের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ৩১ বার নিয়েছেন জিমি। ৪২ রান দিয়ে নেওয়া ৭ উইকেট টেস্টে তাঁর সেরা স্পেল। ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে এবং টি২০তে যথাক্রমে ১৯৪টি ও ১৯টি ম্যাচ খেলে ২৬৯ ও ১৮টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। ওয়ান ডে ক্রিকেটের এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট ২ বার নিয়েছেন অ্যান্ডারসন। ২৩ রান দিয়ে নেওয়া ৫ উইকেট ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর সেরা স্পেল। টি২০-র এক ম্যাচে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

সচিন তেন্ডুলকরের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। ১৫৯২১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ৫১টি শতরান করেছেন মাস্টার ব্লাস্টার। যা এখনও পর্যন্ত সর্বাধিক। এই ফর্ম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৪৮। টেস্টে ভারতের হয়ে ৪৬টি উইকেটও নিয়েছেন মাস্টার ব্লাস্টার। তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে ৬৬৪টি ম্যাচ খেলেছেন ক্রিকেটের ঈশ্বর। তাঁর মোট রান ৩৪,৩৫৭। যা এখনও পর্যন্ত বিশ্বে সর্বাধিক। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১০০টি শতরানের মালিক সচিন ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার দ্বিশতরান করা ব্যাটসম্যান। কেরিয়ারে একটি মাত্র টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ১০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।

সচিন বনাম অ্যান্ডারসন

সচিন বনাম অ্যান্ডারসন

জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে টেস্টে ৩৫০ বল খেলে ২০৮ রান করেছেন সচিন তেন্ডুলকর। ৩৪টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে অ্যান্ডারসন টেস্টে সচিনকে ৯ বার আউট করেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বাধিক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলিকে টেস্টে সাত বার আউট করেছেন জেমস অ্যান্ডারসন।

English summary
James Anderdon surpassed legend Sachin Tendulkar in Oval test against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X