For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশে ভারতের তিন, রয়েছেন কে কে?

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশে ভারতের তিন, রয়েছেন কে কে?

  • |
Google Oneindia Bengali News

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা একাদশের তালিকা প্রকাশ করল আইসিসি। সেই তালিকায় টুর্নামেন্টের রানার্স-আপ ভারতীয় ক্রিকেট দলের তিন তারকার নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। বিশ্বকাপে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়ালের পাশাপাশি রবি বিষ্ণোই ও কার্তিক ত্যাগীকেও সেই দলে জায়গা দেওয়া হয়েছে।

মানুষ কি প্লাস্টিক মানি খাবে, ফের মোদিকে তোপ মমতার

মানুষ কি প্লাস্টিক মানি খাবে, ফের মোদিকে তোপ মমতার

নোট ইস্যুতে মোদি সরকারকে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকারকে জনস্বার্থবিরোধী বলে ব্যাখ্যা করে মমতা বললেন, ‘মানুষের হাতে টাকা নেই, মানুষ কি প্লাস্টিক মানি খাবে? এসব চলবে না। কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত মানব না।'

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ

যশস্বী জয়সওয়াল (ভারত), ইব্রাহিম জারদান (আফগানিস্তান), রবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহদাত হোসেন (বাংলাদেশ), নিম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), অধিনায়ক তথা উইকেটরক্ষক আকবর আলি (বাংলাদেশ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণোই (ভারত), কার্তিক ত্যাগী (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ), বারোতম অকিল কুমার (কানাডা)।

পুলিশ লক-আপে বন্দির রহসমৃত্যু

পুলিশ লক-আপে বন্দির রহসমৃত্যু

ফের কাঠগড়ায় পুলিশ। পুলিশ লক-আপে বন্দির রহসমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার একবালপুরে। পুলিশের প্রহারেই বন্দির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলল মৃতের পরিবার। এসএসকেএমে ওই বন্দির মৃত্যুর পরই অভিযোগ ওঠে, পরিবারকে না জানিয়েই এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছিল। এমনভাবেই প্রহার করা হয়েছিল যে, বন্দির দু'টি কিডনিই নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় ইনসাফ চায় মৃতের পরিবার।

যশস্বী জয়সওয়াল

যশস্বী জয়সওয়াল

দক্ষিণ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়া ভারতেরই বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে ৪০০ রান আসে। এই বিশ্বকাপে ৩টি উইকেটও নেন তিনি।

আজ ব্যাঙ্কে প্রবীন নাগরিকদেরই টাকা বদলানো হবে।

আজ ব্যাঙ্কে প্রবীন নাগরিকদেরই টাকা বদলানো হবে।

আজ, শনিবার শুধুমাত্র নিজেদের ব্যাঙ্কের গ্রাহকের জমে থাকা কাজ করবে ব্যাঙ্কগুলি। অন্য ব্যাঙ্কের গ্রাহকদের ৫০০ ও ১০০০ টাকা বদলানোর কাজ আজ বন্ধ থাকছে। যদিও এক্ষেত্রে ছাড় রয়েছে প্রবীন নাগরিক তথা সিনিয়র সিটিজেনদের জন্য। প্রবীন নাগরিকরা যে কোনও ব্যাঙ্ক থেকে আজও ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে পারবেন। তবে, রবিবারদিন সব ব্যাঙ্ক বন্ধ থাকছে।

রবি বিষ্ণোই

রবি বিষ্ণোই

ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৭টি উইকেট নেন। টুর্নামেন্টের ফাইনালে চার উইকেট নিয়ে লো-স্কোরিং ম্যাচও জমিয়ে দিয়েছিলেন তিনি।

জাকির নায়েকের বিরুদ্ধে FIR

জাকির নায়েকের বিরুদ্ধে FIR

নতুন করে বিপাকে পড়লেন ইসলাম ধর্মপ্রচারক ডঃ জাকির নায়েক। শুক্রবার রাতে এনআইএ- তার নামে এফআইআর দায়েক করে। শনিবার সকাল থেকে জাকির নায়েরের ইসলামির রিসার্চ ফাউন্ডেশন (IRF)-র ১০টি অফিসে রেড করে পুলিশ।

কার্তিক ত্যাগী

কার্তিক ত্যাগী

ভারতীয় ফাস্ট বোলার কার্তিক ত্যাগী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ বোলিং করেন। টুর্নামেন্টে তাঁর নামের পাশে ১১টি উইকেট রয়েছে।

মৃত ৩ জওয়ান

মৃত ৩ জওয়ান

অসমের তিনসুকিয়া দজেলার দিগবইয়ে সেনাবাহিনীর গাড়ি শক্তিশালী বিস্ফোরণের কবলে পড়লে কমপক্ষে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪ জন আহত হয়েছেন। প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটানেন্ট কর্নেল সুনীত নিউটব জানিয়েছেন, সকাল সাড়ে পাঁচটা নাগাদ পেংরি এলাকায় এই ঘটনাটি ঘটে।

সেরা একাদশে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড

সেরা একাদশে নেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা একাদশের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি তাতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তানি ক্রিকেটারদের নাম না থাকায় অবাকই হয়েছে ক্রিকেট বিশ্ব। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে এই দেশের ক্রিকেটার সেভাবে দাগ কাটতে পারেনি বলেই জানানো হয়েছে।

রাস্তায় নামছে তৃণমূল

রাস্তায় নামছে তৃণমূল

নোট বাতিলের প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল। শনিবার তৃণমূলের সহ সভাপতি মুকুল রায় জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর কলকাতায় মিছিল করেব তৃণমূল। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল হবে। মিছিল শুরু হবে বেলা ১টায়। পরদিন ২৪ নভেম্বর ও ২৫ নভেম্বর যথাক্রমে জেলায় ও ব্লকে ব্লকে নোট বাতিলের প্রতিবাদে মিছিল হবে।

English summary
Jaiswal, Bishnoi and Tyagi named in ICC under 19 World Cup team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X