For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দুর্দশায় ব্যথিত কার্টলে আম্ব্রোস, দিলেন দাওয়াই

ওয়েস্ট ইন্ডিজ দলের এই ভরাডুবি কিছুতেই মেনে নিতে পারছেন না সে দেশের প্রাক্তন পেস লেজেন্ড কার্টলে আম্ব্রোস।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। প্রথম ম্যাচে পাকিস্তানকে প্রায় শুইয়ে দিয়েছিলেন জেসন হোল্ডার, ওসেন থমাসরা। কিন্তু তারপরেই যেন সব ছত্রভঙ্গ হয়ে যায়। অস্ট্রলিয়া, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে পর পর হারের জেরে বিশ্বকাপের লিগ টেবিলের তলানিতে এসে ঠেকেছেন ক্যারিবিয়ানরা।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের স্ট্রাগেলে ব্যথিত কার্টলে আম্ব্রোস, দিলেন দাওয়াই

ওয়েস্ট ইন্ডিজ দলের এই ভরাডুবি কিছুতেই মেনে নিতে পারছেন না সে দেশের প্রাক্তন পেস লেজেন্ড কার্টলে আম্ব্রোস। তাঁর কথায়, যে ওয়েস্ট ইন্ডিজ এক সময় ক্রিকেটে বিশ্ব শাসন করতো, যে দেশ স্যর ভিভিয়ান রিচার্ডস, ব্রায়ান লারাদের মতো গ্রেটদের জম্মভূমি, তাঁদের উত্তরাধিকারীরা বিশ্বকাপের মতো মঞ্চে ভাঙতে থাকায় কার্যত হতাশ হয়েছেন আম্ব্রোস।

এক সময় কোর্টনি ওয়ালসের সঙ্গে তাঁর জুটি তাবড় তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ১৯৯২, ১৯৯৬ এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে রীতিমতো আগুন ঝরিয়েছিলেন দুই ক্যারিবিয়ান গ্রেট। সেই দিনগুলির কথা স্মরণ করে আম্ব্রোসের দাবি, এখনকার ওয়েস্ট ইন্ডিয়ান দলে তখনকার মতো আগুন নজরে পড়ছে না।

তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন বছর ৫৫-র এই প্রাক্তন ক্যারিবিয়ান পেস ব্যাটারি। আম্ব্রোসের কথায়, এখনও নক-আউট স্টেজে পৌঁছনোর সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজের। তবে কাজটা বেশ কঠিন, তা স্বীকার করে নিচ্ছেন আম্ব্রোস।

টনটনে যে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, সেই দলের বোলিং কোচ এখন তাঁর এক সময়ের জুড়িদার কোর্টনি ওয়ালস। ওই বোলিং লেজেন্ডের অভিজ্ঞতা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পুরোপুরি ব্যবহার করেছেন বলেই মনে করেন কার্টলে আম্ব্রোস।

English summary
It hurts me to see the West Indies performance, Curtly Ambrose on Carribean defeat against Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X