For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈশান-শ্রেয়সের ব্যাটিং ঝড়! লখনউয়ে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ২০০ রানের টার্গেট রাখল ভারত

  • |
Google Oneindia Bengali News

লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং ভারতের প্রথম তিন ব্যাটারের। রোহিত শর্মা বিশ্বরেকর্ড গড়ার দিনে ৬ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও ঝোড়়ো হাফ সেঞ্চুরি এলো ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে। ভারত টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে তুলল ২ উইকেটে ১৯৯। শেষ ৫ ওভারে উঠল ৬৯।

ঈশান-শ্রেয়সের ব্যাটিং ঝড়! লখনউয়ে শ্রীলঙ্কার টার্গেট ২০০

আইপিএলের নিলামে ঈশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ রানে আউট হন। তৃতীয় তথা শেষ ম্যাচে তিনি ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন, উইকেটের পিছনে তিনটি ক্যাচও নেন। আজকের ম্যাচ শুরুর আগে কব্জিতে চোটের কারণে ছিটকে যান ঋতুরাজ গায়কোয়াড়। ফলে রোহিত শর্মা ও ঈশান কিষাণই ওপেন করেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের যে রোহিত-ঈশান বিধ্বংসী জুটি বড় অস্ত্র হতে চলেছে, তার ইঙ্গিত এদিন মিলল লখনউয়ে।

ঈশান-শ্রেয়সের ব্যাটিং ঝড়! লখনউয়ে শ্রীলঙ্কার টার্গেট ২০০

ওপেনিং জুটিতেই ওঠে ১১১ রান। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হওয়ার পর ব্যক্তিগত ৪৪ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হন রোহিত শর্মা। ৩২ বলের ইনিংসে রয়েছে ২টি চার ও একটি ছয়। ওপেনিং জুটিতে প্রথম ৫০ রান আসে ৩২ বলে। পরের ৫০ আসে মাত্র ৩০ বলে। তার আগে ঈশান ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রোহিত আউট হওয়ার পর ভারত ১৬.২ ওভারে ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের জুটিতে ভর করে দেড়শোর গণ্ডি স্পর্শ করে।

ঈশান-শ্রেয়সের ব্যাটিং ঝড়! লখনউয়ে শ্রীলঙ্কার টার্গেট ২০০

১৭তম ওভারের শেষ বলে দলের ১৫৫ রানের মাথায় ঈশান থামেন শতরান থেকে ১১ রান দূরে। টি ২০ ক্রিকেটে তাঁর দুটি শতরান। এদিন আন্তর্জাতিক কেরিয়ারের সেরা স্কোর করলেও শতরান অধরাই রইল। ঈশান কিষাণ করেন ৫৬ বলে ৮৯। দশটি চার ও তিনটি ছয় মেরেছেন। ১০ ওভারে ভারতের স্কোর ছিল ৯৮। তারপর ভারত ১৯৯ রানে পৌঁছে গেল মূলত শ্রেয়স আইয়ারের ঝোড়ো ব্যাটিংয়ে। তিনে নেমে ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত অধিনায়ক। তিনি ম্যাচ শুরুর আগেই বলেছিলেন তিনে নামাই পছন্দ করেন। এতে ওপেনাররা কেউ ব্যর্থ হলে যেমন দলের ভিত গড়া যায়, তেমনই প্রয়োজনে ফিনিশারের ভূমিকাও পালন করা যায়। আজ দ্বিতীয়টিই করলেন শ্রেয়স।

টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিটি এদিন শ্রেয়স পেলেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন তিনি, স্ট্রাইক রেট ২০৩.৫৭! চারে নেমে রবীন্দ্র জাদেজা তিন রানে অপরাজিত থাকেন। লাহিরু কুমারা ও দাসুন শনকা নেন একটি করে উইকেট।

English summary
India Set The Target Of 200 Runs For Sri Lanka In Lucknow. Ishan Kishan Top Scorer With His 89 Off 56 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X