For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-শেহওয়াগ-গেইলের মতো তারকাকে পিছনে ফেলে একাধিক বিশ্ব রেকর্ড গড়লেন ঈশান কিষান

বিধ্বংসী ঈশান কিষান, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে করলেন অনবদ্য দ্বি-শতরান

Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম দ্বি-শতরান করলেন ঝাড়খন্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান। চট্টোগ্রামের জাহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৩১ বলে ২১০ রানের ইনিংস খেললেন এই তরুণ ব্যাটসম্যান। ঈশানের ঝড়ের সামনে খড়কুটোর মতো ভেসে যায় বাংলাদেশের বোলিং।

দ্রুততম ওডিআই দ্বি-শতরান ঈষানের:

দ্রুততম ওডিআই দ্বি-শতরান ঈষানের:

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে প্রথম শতরানকে দ্বি-শতরানে পরিণত করলেন ঈষান। পাশাপাশি চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে দ্বি-শতরান করলেন ঈশান। চোট পাওয়া রোহিত শর্মার জায়গায় সুযোগ পাওয়া ঈশান কিষান ১২৬ বলে এই মাইলস্টোন তৈরি করেন। বিশ্ব ক্রিকেটে ঈশানের এই দ্বি-শতরানই দ্রুততম। চট্টোগ্রামে স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে এ দিন বলকে পাঠিয়েছেন ঈশান।

৪৯ বলে ৫০ রান করেন ঈশান, ৮৫ বলে তিনি পৌঁছন ১০০ রানে এবং ১০৩ বলে পৌঁছন ১৫০ রানে। ভারতের ইনিংসের ৩৬তম ওভারে ঈশান কিষান দ্বি-শতরান পূর্ণ করেন। তাঁর ২১০ রানের ইনিংস সাজানো ছিল ২৪টি চার এবং ১০টি ছয় দিয়ে।

সচিন-শেহওয়াগ-রোহিতদের সঙ্গে একই সারিতে ঈশান:

প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। এর পর বীরেন্দ্র শেহওয়াগ এবং রোহিত শর্মা ভারতের জার্সিতে নির্ধারিত ওভারের ক্রিকেটে ্বি-শতরান করেন। রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে তিনটি দ্বি-শতরান করেছেন।

বিশ্ব ক্রিকেটে ওডিআই ফরম্যাটে দ্বি-শতরানকারীব্যাটসম্যানরা:

সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ এবং রোহিত শর্মা ছাড়া ওডিআই ক্রিকেটে দ্বি-শতরান করেছেন পাকিস্তানের ফকর জামান, ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল এবং মার্টিন গাপ্তিল। তবে, এঁদের প্রত্যেককেই দ্রুততার দিক থেকে মাত দিয়েছেন ঈশান কিষান। ১২৬ বলে নিজের দ্বি-শতরান পূর্ণ করেন ঝাড়খন্ডের ব্যাটসম্যান।

রোহিতের চোটে সুযোগ আসে ঈশানের কাছে:

বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও প্রথম দুইটি ওডিআই ম্যাচে সুযোগ পাননি বারবার পারফর্ম করেও বঞ্চিত হওয়া ঈশান কিষান। রোহিত শর্মা আঙুলে চোট তাঁকে সুযোগ করে দেয় প্রথম একাদশে জায়গা করে নেওয়ার। প্রাপ্ত সুযোগ দারুণ ভাবে কাজে লাগালেন তিনি। সামনেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। তার আগে ঈশানের এই ইনিংস টিম ম্যানেজমেন্টকে বাধ্য করাবে তাঁর কথা ভাবার জন্য। ঈশানের দ্বি-শতরানকে কুর্নিশ জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। ঈশানের সতীর্থ সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়াও তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন।

English summary
Ishan Kishan scored first ODI double century of his career against Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X