For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ২০০-র বেশি রান তুলে প্রথমবার হারের কারণ খুঁজছে! রোহিত বা রাহুলকে কী বলতে পারবেন না ঈশান কিষাণ?

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিক হেরে বিশ্বরেকর্ড গড়তে পারেনি ভারত। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেনের বিস্ফোরক জুটিতে ভর করে প্রোটিয়ারা ৫ বল বাকি থাকতেই পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে কাঙ্ক্ষিত জয়। ভারতের বোলিং ও ফিল্ডিং প্রত্যাশিত মানে পৌঁছায়নি। তবে ওপেন করতে নেমে ভরসা দিয়েছেন ঈশান কিষাণ।

ভরসা দিলেন কিষাণ

ভরসা দিলেন কিষাণ

টি ২০ বিশ্বকাপে রোহিত শর্মা ও লোকেশ রাহুলই ওপেন করবেন। তাঁদের অনুপস্থিতিতে বিকল্প ওপেনারের দৌড়ে কিছুটা এগিয়েই গেলেন কিষাণ। ভারতীয় দলের যা কম্বিনেশন তাতে সকলে ফিট ও খেলার জন্য প্রস্তুত থাকলে ওপেনার কিষাণের প্রথম একাদশে থাকা কঠিন। সেটা তিনি নিজেও উপলব্ধি করছেন। ম্যাচের শেষে ঈশান কিষাণ বলেন, রোহিত ও রাহুল বিশ্বমানের ক্রিকেটার। তাঁরা দলে থাকলে আমার পক্ষে প্রথম একাদশে থাকার দাবি জানানো সম্ভব নয়। তাঁরা দেশের জন্য এত রান করেছেন তাতে আমাকে সুযোগ দিতে তাঁদের ব্যাটিং অর্ডারে নেমে আসতে কখনওই বলতে পারি না।

ঈশানের লক্ষ্য

ঈশান কিষাণ বলেন, আমার কাজ হলো প্র্যাকটিস সেশনে সেরাটা দেওয়া। যখনই সুযোগ পাই, তখনই দেশের জন্য ভালো খেলে নিজেকে প্রমাণ করাই আমার লক্ষ্য থাকে। আমার কী করা উচিত তাতেই আমার যাবতীয় ফোকাস থাকে। আমাকে নির্বাচক বা কোচেরা কীভাবে দেখতে চান সেটা নিশ্চিতভাবেই তাঁদের ভাবনা। তাঁদের আস্থার মর্যাদা দিতে আমার যা যা করা উচিত সেদিকেই আমি মনোনিবেশ করি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে আমি সব সময়ই প্রস্তুত।

পরিকল্পনামাফিক ব্য়াটিং

গতকাল প্রথম থেকেই তিনি যে খুব স্বস্তিতে ছিলেন তা নয়। কিন্তু আগ্রাসী ব্য়াটিংয়েই এসেছে সাফল্য। কিষাণ বলেন, জানতাম এই উইকেট প্রথম থেকে ব্যাটারদের পক্ষে সহজ হবে না। তাই লুজ বলগুলিকে টার্গেট করি। বোলারদের উপর পাল্টা চাপ তৈরির জন্য। আমার লক্ষ্য ছিল যাতে বোলারদের উপর চাপ তৈরি করলে তাঁরা লাইন ও লেংথ বদলের পথে হাঁটেন। রাসি ভ্যান ডার ডুসেন যখন ২৯ রানে ব্যাট করছিলেন তখন তাঁর সহজ ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার। এরপর অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে ডুসেন দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছে দেন। তবে একা কাউকে কাঠগড়ায় তুলছে না ভারতীয় শিবির। কিষাণ বলেন, বোলিং বা ফিল্ডিং বিভাগে কোথায় ভুল বা খামতি রয়েছে তা খতিয়ে দেখা হবে। কিন্তু একা কোনও ক্রিকেটার ম্যাচ হারাতে পারেন না। দলগতভাবেই ত্রুটি খুঁজে বের করে সেইমতো প্রস্তুতি নেওয়া হবে।

দুশোর বেশি তুলে প্রথম পরাজয়

দুশোর বেশি তুলে প্রথম পরাজয়

দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করে জিতেছিল। সেই নিরিখে গতকাল রান তাড়া করে তারা নিজেদের সেরা জয় ছিনিয়ে নিয়েছে। ভারত ২০০-র বেশি রান তুলে এই প্রথমবার হারল টি ২০ আন্তর্জাতিকে। এর আগে, ১১ বার দুশোর বেশি রান তুলে সব ম্যাচেই জিতেছিল মেন ইন ব্লু। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে ২০০ রানের টার্গেটে পৌঁছেছিল প্রোটিয়ারাই।

English summary
Ishan Kishan Says Can't Ask Rohit Sharma And KL Rahul To Drop Themselves For Me. He Also Says We Need To Address What Mistakes We Did With The Bowling Department Or If It's The Fielding Department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X