For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের আন্তর্জাতিকে অভিষেকের প্রথম বলেই ছক্কা মারার রহস্যভেদ ঈশান কিষাণের

Google Oneindia Bengali News

আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের পর কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেকেও ঝোড়ো অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ। তবে চর্চায় তাঁর প্রথম বলে ছক্কা। এই ছক্কা মারার নেপথ্য রহস্য চাহাল টিভি-তে জানালেন ঈশান কিষাণ।

চাহাল টিভিতে

চাহাল টিভি সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। যুজবেন্দ্র চাহাল এর মাধ্যমে কখনও সতীর্থদের ইন্টারভিউ নেন, কখনও বা তুলে ধরেন শিবিরের অন্দরমহলের নানা ঘটনা। গতকাল ম্যাচের শেষে তিনি ইন্টারভিউ নিলেন ঈশান কিষাণের। আর সেখানেই প্রথম বলে ছক্কা মারার রহস্য উদ্ঘাটন করলেন ঈশান।

ছক্কার রহস্যভেদ

জোহান লৌউ (২০০৮), জাওয়াদ দাউদ (২০১০), ক্রেগ ওয়ালেস (২০১৬) ও রিচার্ড নাগারভা (২০১৭) তাঁদের কেরিয়ারে একদিনের আন্তর্জাতিকে প্রথম বলে ছক্কা হাঁকানোর নজির গড়েছেন। সেই তালিকায় এবার এলেন ঈশান। অভিষেকে প্রথম বলে ছক্কা মারার নজির অবশ্য বাকিদের নেই। পৃথ্বী শ আউট হওয়ার পর ম্যাচের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তিনে ব্যাট করতে নামেন ঈশান। প্রথম বলেই ছক্কা, দ্বিতীয় বলে চার। ঈশান জানিয়েছেন, খেলা গড়াতেই বুঝেছিলেন এই উইকেটে স্পিনারদের জন্য কিছুই নেই। তাই যে-ই বল করুন না কেন, যেখানেই বল ফেলুন না কেন প্রথম বলেই ছক্কা হাঁকাবেন। নিজের এই মনস্থির করে ফেলার কথা সতীর্থদের ড্রেসিংরুমেও জানিয়েছিলেন এবং ক্রিজে গিয়ে অক্ষরে অক্ষরে তা মিলিয়ে দেন।

গর্বিত ঈশান

আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ অভিষেকে তিনি করেছিলেন ৩২ বলে ৫৬। একদিনের আন্তর্জাতিক অভিষেকে করলেন ৪২ বলে ৫৯। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে। ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ম্যাচের শেষে তিনি টুইটে লেখেন, যেভাবে জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ হয়েছে তাতে এই অনুভূতির চেয়ে ভালো কিছু হতে পারে না। দেশের জার্সি পরতে পারা বিশাল গৌরবের। কঠোর পরিশ্রম চালিয়ে দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয়ের কথাও উঠে এসেছে ঈশান কিষাণের লেখায়।

English summary
Ishan Kishan Has Told Teammates About His Plan To Start With A Six Against Sri Lanka In Colombo. He Made His ODI Debut On Birthday And Scored Blazing Half Century Yesterday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X