For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিভোর সঙ্গে কি সত্যিই সম্পর্ক ছেদ করতে পারবে সৌরভের বিসিসিআই? কী বলছেন বিশেষজ্ঞরা

ভিভোর সঙ্গে কি সত্যিই সম্পর্ক ছেদ করতে পারবে সৌরভের বিসিসিআই? কী বলছেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

বন্ধুত্বের নামে চিনের সেনা যেভাবে ভারতীয় জওয়ানদের বিশ্বাসভঙ্গ করে চলেছেন, তা মেনে নেওয়া হবে না বলে গর্জে উঠেছে দেশ। একই সঙ্গে ভারত জুড়ে চিনা দ্রব্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে চিনা সংস্থার ভিভোর সঙ্গে চুক্তি অটুঁট রাখার কথা জানিয়ে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিটিআই-এর রোষের মুখে পড়েছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএল বয়কটেরও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু তা বলে ভিভোর সঙ্গে কী সত্যিই সম্পর্ক ছেদ করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড? কী বলছেন বিশেষজ্ঞরা।

আইপিএল ২০২০

আইপিএল ২০২০

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট কবে শুরু হবে, তা এখনই বলতে পারছে না বিসিসিআই। তবে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে বলে জানিয়েছেন মহারাজ।

চিন বিরোধিতা

চিন বিরোধিতা

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই লাদাখ সীমান্তে চিনা সেনার হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। ঘটনার নিন্দায় সরব হয়েছেন দেশবাসী। একই সঙ্গে দেশে চিনা দ্রব্য বয়কটের জিগিরও তৈরি হয়েছে। যদিও এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ঘোষণা দেওয়া হয়নি।

আইপিএল এবং ভিভো

আইপিএল এবং ভিভো

আইপিএলের টাইটেল স্পনসর ভিভো একটি চিনা সংস্থা। লাদাখ সীমান্তে হওয়া হিংসার প্রতিবাদে গোটা দেশ যখন এককাট্টা, তখন বিসিসিআই ভিভোর সঙ্গে সম্পর্কে ইতি টানবে, তা ভেবেছিল ক্রিকেটমহল। যদিও এই ইস্যুতে কোনও হঠকারি সিদ্ধান্ত নিতে অস্বীকার করে দেয় ভারতীয় বোর্ড। জানিয়ে দেয়, সরকারের তরফে নির্দেশ না আসা পর্যন্ত ওই চিনা সংস্থার সঙ্গে চুক্তি ভঙ্গ করা হবে না।

সৌরভকে চিঠিতে হুমকি

সৌরভকে চিঠিতে হুমকি

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএল বয়কটের হুমকি দিয়ে বসেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিটিআই। মহারাজকে লেখা এক চিঠিতে বণিক সমাজ সাফ জানিয়েছে, চিনা সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ না হলে তারা আইপিএলের সঙ্গে যুক্ত হবে না।

বাস্তব কী বলছে

বাস্তব কী বলছে

বিশেষজ্ঞরা বলছেন, ইচ্ছে থাকলেও চিনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি শেষ করতে পারবে না বিসিসিআই। করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। তাতেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বোর্ড। তার ওপর মাথার ওপর থেকে চিনা সংস্থার ছাতা উঠে গেলে বিসিসিআই বড়সড় বিপদের মুখে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কী বলছে হিসেব

কী বলছে হিসেব

আইপিএলের টাইটেল স্পনসর ভিভোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট বাবদ প্রতি বছর ভারতীয় বোর্ডকে ৪৪০ কোটি টাকা দেয় এই চিনা সংস্থা। পাঁচ বছরের হিসেবে তা ২২০০ কোটি টাকা। এছাড়া আলিবাবা, পেটিএমের মতো চিনা সংস্থাগুলিও বিসিসিআই-তে বড় অঙ্কের টাকা ঢালে। তাই হুট করে সেই সব সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করা সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ অল্প সময়ে ওই বিপুল অঙ্কের স্পনসরশিপ বিসিসিআই-এর পক্ষে জোগাড় করা সম্ভব নয় বলেও মনে করা হচ্ছে।

ছেলেকে 'কালো' বলে কটাক্ষ, গর্জে উঠেও পোস্ট মুছলেন ধাওয়ান-পত্নী আয়েশাছেলেকে 'কালো' বলে কটাক্ষ, গর্জে উঠেও পোস্ট মুছলেন ধাওয়ান-পত্নী আয়েশা

English summary
Is BCCI able to break partnership with chinse company VIVO, what is the fact
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X