For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে উদ্বেগজনক করোনা পরিস্থিতি মোকাবিলায় ইরফানের মানবিক উদ্যোগ

Google Oneindia Bengali News

ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দিল্লিতে পরিস্থিতি উদ্বেগজনক। হাসপাতালে বেড নেই। অক্সিজেনের হাহাকার। এই কঠিন সময়ে ফের মানবিক উদ্যোগ নিলেন ইরফান পাঠান।

দিল্লিতে উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে ইরফানের মানবিক উদ্যোগ

দক্ষিণ দিল্লিতে করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন বহু মানুষ। সেইসব দুঃস্থ ও বিপন্ন মানুষের জন্য জন্য অন্নসংস্থানের ব্যবস্থা করছে ইরফান পাঠানের ক্রিকেট আকাদেমি। ইরফান পাঠান এদিন টুইটে সে কথা জানিয়েছেন।

টুইটে ইরফান লিখেছেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছে তাতে এই সঙ্কটের সময় বিপন্ন মানুষেক পাশে আমাদের একজোট হয়ে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে। দক্ষিণ দিল্লিতে যাঁরা খুবই অসুবিধার মধ্যে পড়েছেন তাঁদের জন্য বিনামূল্যে অন্নসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আকাদেমি অব পাঠানস। উল্লেখ্য, গত মার্চ মাসে রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলে ফেরার পর ইরফান ও দাদা ইউসুফ পাঠান দুজনেই করোনা আক্রান্ত হন। ইউসুফ পাঠান ইতিমধ্যেই তাঁর টুইটারে করোনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরছেন সকলের সুবিধার্থে। একইভাবে তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় গৌতম গম্ভীরের উদ্যোগেরও প্রশংসা করেছেন। দাদার টুইটগুলি ইরফান রিটুইটও করছেন।

দিল্লিতে উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে ইরফানের মানবিক উদ্যোগ

তবে করোনা পরিস্থিতিতে পাঠানদের এমন মানবিক উদ্যোগ এবারই প্রথম নয়। গত বছর দুঃস্থ ও বিপন্ন মানুষের মধ্যে চার হাজার মাস্ক বিতরণ করেছিলেন পাঠান ভাইয়েরা। চলতি বছরের গোড়ার দিকে নিজের চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কোভিড রোগীদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ইরফান ও ইউসুফের বাবা মেহমুদ খান।

English summary
Irfan Pathan's cricket academy will provide free meals to people affected by COVID-19 pandemic. Irfan and Yusuf had donated 4,000 masks to the needy amid the rapidly-spreading COVID-19 pandemic last year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X