For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরের পর অ্যাকশন সিনেমায় আসছেন ইরফান পাঠান!

শনিবার সব ধরনের ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে নিলেন ইরফান পাঠান। বিদায়ী বার্তায় পাঠান বারবার বলেছেন, কেরিয়ারের একটা সময় সকলকেই থামতে হয়। এটাই আমার সঠিক সময়।

  • |
Google Oneindia Bengali News

শনিবার সব ধরনের ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে নিলেন ইরফান পাঠান। বিদায়ী বার্তায় পাঠান বারবার বলেছেন, কেরিয়ারের একটা সময় সকলকেই থামতে হয়। এটাই আমার সঠিক সময়। বাইশ গজে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নপূরণ হয়েছে। পাশাপাশি ক্রিকেটকে আঁকড়ে ধরে ফ্যানেদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা ভোলার নয়।

অবসরের পর কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে

অবসরের পর কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে

ক্রিকেট থেকে অবসরের অনেক আগে থেকেই ইরফান পাঠান একজন সফল ধারাভাষ্যকার। স্পোর্টস চ্যানেলের হিন্দি কমেন্ট্রি ও বিশ্লেষণে পাঠান অন্যতম পরিচিত মুখ। সেই ভূমিকায় আগামী দিনে তাঁকে আরও বেশি সময় দিতে দেখা যাবে।

অবসরের পর এই ভূমিকায় থাকছে চমক

নভেম্বরের এক সাক্ষাৎকারে পাঠান জানিয়েছেন, সম্প্রতি নতুন ভূমিকায় তাঁকে দেখা যেতে চলেছে। সাক্ষাৎকারেই পাঠান জানান তাঁকে তামিল সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার জন্য অফার করা হয়েছিল। একটি অ্যাকশন সিনেমায় ইন্টার পোল অফিসারের চরিত্রে ইরফান পাঠানকে দেখা যাবে। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় ও সেরা অভিনেতা বিক্রমের সঙ্গে ইরফানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যেতে পারে। গল্প নিয়ে মুখ না খুললেও ইরফান জানিয়েছেন,'লোকে আমাকে তামিল বলতে দেখে চমকে যাবে। আমি চ্যালেঞ্জের সঙ্গে এই কাজটা করেছি। '

বলিউডের অফার এলে ভেবে দেখবেন

বলিউডের অফার এলে ভেবে দেখবেন

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ঐ সাক্ষাৎকারেই ইরফান আরও বলেছিলেন, 'যদি বলিউড থেকেও অফার আসে অবশ্যই ভেবে দেখব। কিন্তু প্রথম প্রোজেক্টে কাজ করে বেশ ভালো লেগেছে। আরও শিখতে চাই। সবার উপরে আমি কিন্তু খেলার দুনিয়ার মানুষ। তাই সারা জীবন কোনও না কোনওভাবে খেলার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে চাই।'

English summary
Irfan Pathan retires: Set To Make Acting Debut In Tamil Movie Starring Vikram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X