For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ ফাইনালের আগে ভারতকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর! ঘায়েল হলেন ইরফান পাঠানের মোক্ষম জবাবে

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ফাইনালে কাল মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। তার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটে খোঁচা দিতে গিয়েছিলেন ভারতকে। যার যোগ্য জবাব তিনি পেলেন টুইটারের মাধ্যমেই। শেহবাজ শরিফ ভারতকে খোঁচা দিতে এসে ইরফান পাঠানের বাউন্সারে রীতিমতো ঘায়েল! পাঠানের জবাব ইতিমধ্যেই প্রশংসিতও হয়েছে।

পাক প্রধানমন্ত্রীকে শিক্ষা দিলেন ইরফান পাঠান

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান চলতি টি ২০ বিশ্বকাপের ফাইনালে গিয়েছে। ভারতের কাছে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পরাস্ত হওয়ার পর জিম্বাবোয়েও হারিয়ে দিয়েছিল বাবর আজমদের। গ্রুপ ২-এর শীর্ষে থেকেই ভারত পৌঁছেছিল সেমিফাইনালে। পাকিস্তান ওঠে দ্বিতীয় দল হিসেবে। যদিও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের সম্মুখীন হয় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের কাছে ভারত ১০ উইকেটে হেরেছে। গত বছরের টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে পাকিস্তান ভারতকে হারিয়েছিল ১০ উইকেটেই।

সেই প্রসঙ্গে টেনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতীয় দলকে কটাক্ষে বিদ্ধ করে লেখেন, তাহলে রবিবার খেলা হচ্ছে বিনা উইকেটে ১৫২-র সঙ্গে বিনা উইকেটে ১৭০-এর সঙ্গে। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপে ভারতের ১০ উইকেটে পরাস্ত হওয়ার ম্যাচে প্রথমটি ছিল পাকিস্তানের স্কোর, দ্বিতীয়টি নিউজিল্যান্ডের। পাকিস্তান ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপ জেতে, ২০১০ সালে জিতেছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর এই প্রথম কোনও দেশ দুবার টি ২০ বিশ্বজয় করতে চলেছে। অবশ্য বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে ট্রফি ভাগাভাগি হবে।

ইরফান পাঠান পাক প্রধানমন্ত্রীকে পাল্টা দিয়ে টুইটে লিখেছেন, আপনার আর আমাদের মধ্যে ভাবনার তফাত রয়েছে। আমরা নিজেদের ভালোয় খুশি হই। আর আপনি অন্যদের সমস্যাক্লিষ্ট দেখে খুশি হন! সে কারণেই নিজের দেশকে উন্নত করা, দেশবাসীকে ভালো রাখার কাজে মনোনিবেশ করতে পারছেন না। এর আগে চলতি সপ্তাহেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সমালোচনায় সরব হয়েছিলেন ইরফান পাঠান। ইরফান পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ধারাভাষ্যের জন্য সিডনিতে ছিলেন। তাঁর থেকে অটোগ্রাফ চেয়েছিলেন পাক ক্রিকেট ভক্তরা। ইরফান তাঁদের অনুরোধ রক্ষা করার ফাঁকেই গ্যালারি থেকে পাক সমর্থকরাই তাঁকে আপত্তিসূচক মন্তব্য করছিলেন। এরপরই পাকিস্তানের ঘৃণ্য মানসিকতার কথা জনসমক্ষে তুলে ধরেন পাঠান। আজ শেহবাজ শরিফের টুইটের প্রত্যুত্তরে জবাব দেওয়ায় পাকিস্তানের অনেকেই ইরফান পাঠানকে সোশ্যাল মিডিয়ায় কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। যদিও সেসবে বিন্দুমাত্র বিচলিত নন ভারতের প্রাক্তন ডাকাবুকো অলরাউন্ডার। পাকিস্তানের অনেকেও শরিফের বক্তব্যকে ভালোভাবে যে নেননি তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যুদ্ধেও।

English summary
Irfan Pathan Gives Fitting Reply After Pak PM Sharif Attempted To Troll India Ahead Of T20 WC Final. Sharif Tweeted: "So, this Sunday, it’s: 152/0 vs 170/0."
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X