For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবেন কি বিরাট? কী মত পাঠানের


 কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবেন কি বিরাট? কী মত পাঠানের
 

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারলে বিরাট কোহলিই পারবেন, এমনটাই মনে করছেন ইরফান পাঠান। বিশ্বকাপ জেতা প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, কোহলির ফিটনেস দারুণ, সেই কারণে বিরাটই একমাত্র দীর্ঘদিন ২২ গজ কাঁপিয়ে লিটল মাস্টারের রেকর্ড ভাঙার দৌড়ে সবার আগে রয়েছেন।

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারবেন কি বিরাট? কী মত পাঠানের

বিরাটকে নিয়ে পাঠান আরও বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছরেই কোহলি ৭০ টি সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। সত্যিই ও যে গতিতে ছুটছে তাতে কোথায় শেষ করবে বলা কঠিন। বিরাটের ফিটনেস ঈর্ষনীয়। সেই কারণেই কোহলি চাইলে দীর্ঘদিন ব্যাটিং চালিয়ে যেতে পারবে। আগামী কয়েক বছরেই বিরাট সচিনের ১০০ টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারে।'

প্রসঙ্গত বিরাটের বয়স এখন ৩১ বছর। ২০০৮ সালের ১৮ অগাস্ট বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব ক্রিকেটকে এখন কার্যত শাসন করছেন কিং কোহলি। একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ১২ বছরে ৮৬ টেস্ট খেলে ২৭ টি ও ২৪৮ টি ওডিআই খেলে ৪৩টি শতরান হাঁকিয়েছেন বিরাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একশোটি সেঞ্চুরি থেকে আর মাত্র ৩০ সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি।

English summary
Irfan Pathan backs Virat Kohli, says Indian Captain Can break Sachin tendulkar's 100 century record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X