For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকৃতির খামখেয়ালি আচরণে বড় অঘটন টি-২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড

প্রকৃতির খামখেয়ালি আচরণে বড় অঘটন টি-২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড

Google Oneindia Bengali News

চলতি টি-২০ বিশ্বকাপে আরও এক অঘটনের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। সুপার ১২-এর ম্যাচে ক্রিকেট বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে পরাজিত করল আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ১৫৭ রানের জবাবে বৃষ্টির কারণে ম্যাচ যখন স্তব্ধ হয় তখন ইংল্যান্ডের রান ১৪.৩ ওভারে ১০৫/৫। এর পর আর ম্যাচে একটা বলও গড়ায়নি।

প্রকৃতির খামখেয়ালি আচরণে বড় অঘটন টি-২০ বিশ্বকাপে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড

এই ম্যাচে শুরু থেকে বাধা সৃষ্টি করে এসেছে বৃষ্টি। প্রথমে ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছু পরে শুরু হয় ম্যাচ। এরপর আয়ারল্যান্ডের ইনিংসের মাঝপথে আবারও দেখা দেয় বৃষ্টি। এর পর মাঝে মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি হলেও তা আবার খেলার মধ্যা বাধা সৃষ্টি করে ইংল্যান্ডের ইনিংসের শেষে দিকে। এক কথায় এই ম্যাচের ভাগ্য বৃষ্টিই গড়ে দিল।

বৃষ্টির কথা মাথায় রেখে ডিআরএস-এর সুবিধা পাওয়ার জন্য টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। কিন্তু সেই বৃষ্টিই যে তাঁদের হারের কারণ হয়ে দাঁড়াবে তা হয়তো ভাবতে পারেননি বাটলার।

এ দিন ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। সীমিত ক্ষমতার মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই চলানোর মতো রান তোলে তারা। যদিও পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৯.২ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৫৭ রানে। এই ম্যাচের সেরা নির্বাচিত হওয়া আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি করেন ৬২ রান, ৩৪ রান করেন লোকান টাকার এবং ১৪ রান করেন পল স্টার্লিং। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট পান মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন, দু'টি উইকেট পান স্যাম কুরান এবং একটি উইকেট পান বেন স্টোকস। একটি উইকেটন রান আউটের সৌজন্য়ে পেয়েছে ইংল্যান্ড।

১৫৮ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার অপ্রত্যাশিত ভাবে চাপে পড়ে যায়। দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস করেন যথাক্রমে ০ এবং ৭ রান। ব্যর্থ হয়েছে বেন স্টোকস (৬)। ইংল্যান্ডের হয়ে ৩৫ রান করেন ডেভিড মালান। বিস্ফোরক টি-২০ ব্যাটার হ্যারি ব্রুকস করেন ১৮ রান। বৃষ্টির কারণে যখন ম্যাচ বন্ধ হয় তখন ২৪ রানে ক্রিজে অপরাজিত ছিলেন মঈন আলি এবং ১ রানে অপরাজিক ছিলেন লিয়াম লিভিংস্টোন। আয়ারল্যান্ডের হয়ে দু'টি উইকেট পান জসুয়া লিটল। একটি করে উইকেট পান ব্যারি ম্যাকার্থি, ফিয়ন হ্যান্ড এবং জর্জ ডকরেল।

English summary
Ireland won by 5 runs against England with the effect of DLS Method in ICC T20 World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X