For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস আয়ারল্যান্ডের! পোলার্ডদের পরাজয়ে উদ্বেগ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে খেতাব দখলে রাখার লড়াইয়ে একরাশ হতাশা সঙ্গী হয়েছিল কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের। সুপার টুয়েলভ থেকেই ছিটকে যেতে হয়েছিল। এবার দেশের মাটিতে দুর্বল আয়ারল্যান্ডও যেভাবে মাথা নুইয়ে দিল, সেক্ষেত্রে সিনিয়র তারকাদের বাইরে রাখার সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রশ্নের মুখে দাঁড়াল। একদিনের সিরিজে পোলার্ডদের হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস আয়ারল্যান্ডের! পোলার্ডদের পরাজয়ে উদ্বেগ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে

(ছবি- ক্রিকেট আয়ারল্যান্ড টুইটার)

টি ২০ বিশ্বকাপের পর পাকিস্তান সফরে গিয়েও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিংস্টনে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি পোলার্ডের দল জেতে ২৪ দল। কিন্তু পরের দুটি একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বধ সেরে সিরিজ পকেটে পুরে ফেলল আইরিশরা। জিম্বাবোয়ে বা আফগানিস্তানকে বাদ দিলে টেস্টখেলিয়ে বড় দেশগুলির বিরুদ্ধে যে কোনও ফরম্যাটে এটিই আয়ারল্যান্ডের প্রথম সিরিজ জয়।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। ৪৪.৪ ওভারে ২১২ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ওপেনার শাই হোপ ৩৯ বলে ৫৩ রান করেন। ওপেনিং জুটিতে উঠেছিল ৭২। কিন্তু তারপর মিডল অর্ডারের ব্যর্থতায় ৯৯ রানে ৫ উইকেট পড়ে যায়। ১০১ রানের মাথায় ষষ্ঠ ও ১১৯ রানে সপ্তম উইকেট পড়ে যায়। জেসন হোল্ডারের ৪৪, আকিল হোসেনের ২৩ ও ওডিয়ান স্মিথের ১০ বলে অপরাজিত ২০ রানের দৌলতে দুশো পেরোতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্ডি ম্য়াকব্রাইন ২৮ রানে চারটি ও ক্রেগ ইয়ং তিনটি উইকেট পেয়েছেন।

জবাবে খেলতে নেমে প্রথম বলেই উইলিয়াম পর্টারফিল্ডের উইকেট হারায় আইরিশরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রাইন ৭৩ রান যোগ করেন। ১৫২ রানে তৃতীয় উইকেট পড়ার পর ১৯৭ রানে ষষ্ঠ উইকেট পড়ে যায়। ৪৩তম ওভারের চতুর্থ ও শেষ বলে ২০৮ রানের মাথায় পড়ে সপ্তম ও অষ্টম উইকেট। যদিও শেষ অবধি ৩১ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ তথা সিরিজ জিতে নেয় আয়ারল্যান্ড। ম্যাকব্রাইন সর্বাধিক ৫৯ ও হ্যারি টেক্টর ৫২ রান করেন। সটার্লিংয়ের সংগ্রহ ৪৪। আকিল হোসেন ও রস্টন চেজ ৩টি করে উইকেট দখল করেন। ম্যাচ তথা সিরিজ-সেরা হয়েছেন ম্যাকব্রাইন। এই সিরিজে ব্যাট হাতে ১২৮ রান করার পাশাপাশি ১০টি উইকেট নেন তিনি।

English summary
Ireland Have Recorded Their First-Ever Series Win In West Indies Across Formats. It's Their First Bilateral ODI Series Win Against A Test-Playing Nation Other Than Zimbabwe And Afghanistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X