For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে ওয়ার্নারের নেতৃত্বে হায়দরাবাদের পারফরম্যান্স ও সাফল্যের গ্রাফ দেখে নেওয়া যাক

আইপিএলে ওয়ার্নারের নেতৃত্বে হায়দরাবাদের পারফরম্যান্স ও সাফল্যের গ্রাফ দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে পাঁচটি ম্যাচ তাঁদের হারতে হয়েছে। ব্যর্থতার দায় ডেভিড ওয়ার্নারের ঘাড়ে চাপিয়ে তাঁর হাত থেকে দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। পরিবর্তে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব তুলে দিয়েছে মালিকপক্ষ। তা বলে ওয়ার্নার যে দক্ষ অধিনায়ক নন, তেমনটা ভাবার কোনও কারণ নেই। এ সংক্রান্ত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

অপসারিত ওয়ার্নার, সানরাইজার্স হায়দরাবাদকে বাকি আইপিএলে নেতৃত্ব দেবেন কেনঅপসারিত ওয়ার্নার, সানরাইজার্স হায়দরাবাদকে বাকি আইপিএলে নেতৃত্ব দেবেন কেন

২০১৫ সাল

২০১৫ সাল

২০১৫ সালে প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব হাতে তুলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেবার আইপিএল তালিকার ষষ্ঠ স্থানে শেষ করেছিল দক্ষিণি দল। ১৪টি ম্যাচের মধ্যে সাতটি জিতেছিল ডেভিড ওয়ার্নারের দল।

২০১৬ সালে চ্যাম্পিয়ন

২০১৬ সালে চ্যাম্পিয়ন

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০১৬ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কমলা শিবির। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার সেবার ৮৪৮ রান করেছিলেন।

২০১৭ সালের লড়াই

২০১৭ সালের লড়াই

২০১৬ সালের রেশ নিয়ে ২০১৭ সালের আইপিএলে বেশ ভালই পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৪টি ম্যাচের মধ্যে আটটি জিতে সেবার প্লে-অফ খেলেছিল ডেভিড ওয়ার্নারের দল। শেষ পর্যন্ত তৃতীয় স্থান দখল করেছিল সানরাইজার্স। বল বিকৃতি কাণ্ডে জড়িত থাকার কারণে এক বছরের নির্বাসন থাকায় ২০১৮ সালের আইপিএল খেলতে পারেননি ওয়ার্নার। ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেবার টুর্নামেন্টের এলিমিনেটর পর্যন্ত পৌঁছেছিল হায়দরাবাদ।

২০২০ সালের সফলতা

২০২০ সালের সফলতা

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে ২০২০ সালের আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ ম্যাচের মধ্যে সাতটি জিতে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছেছিল দক্ষিণি দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছিল কমলা শিবিরকে।

English summary
IPL performances of Sunrisers Hyderabad under David Warner's captaincy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X