For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনজরে আমিরশাহীর আবু ধাবি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের অতীত পরিসংখ্যান

একনজরে আমিরশাহীর আবু ধাবি ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের অতীত পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

করোনা কাঁটায় ১৯ সেপ্টেম্বর থেকে বিদেশের মাটিতে আইপিএল। আমিরশাহীর তিন স্টেডিয়ামে এবছরের আইপিএল হবে। যার মধ্যে অন্যতম আবু ধাবি স্টেডিয়াম। ২০১৪ সালে অতীতে আমিরশাহী আইপিএলে আবু ধাবিতে একাধিক ম্যাচ হয়েছিল। সেই সব ম্যাচের কিছু পরিসংখ্যান একনজরে দেখে নেওয়া যাক।

আবু ধাবিতে এখনও পর্যন্ত আইপিএলের কটি ম্যাচ খেলা হয়েছে

আবু ধাবিতে এখনও পর্যন্ত আইপিএলের কটি ম্যাচ খেলা হয়েছে

আমিরশাহীর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এখনও পর্যন্ত ২০১৪ আইপিএলের সাতটি ম্যাচ খেলা হয়েছিল।

আবু ধাবিতে ছক্কার পরিসংখ্যান

আবু ধাবিতে ছক্কার পরিসংখ্যান

এখনও পর্যন্ত আবু ধাবি স্টেডিয়ামে হওয়া আইপিএল ম্যাচগুলিতে ৩৯টি ছক্কা দেখা গিয়েছে।

আবু ধাবিতে সবচেয়ে কম দলগত স্কোর

আবু ধাবিতে সবচেয়ে কম দলগত স্কোর

আবু ধাবিতে সবচেয়ে কম দলগত স্কোর ৭০ রান। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭০ রান অলআউট হয়েছিল।

ব্য়ক্তিগত সর্বাধিক স্কোর

ব্য়ক্তিগত সর্বাধিক স্কোর

আবু ধাবিতে ব্য়ক্তিগত সর্বাধিক স্কোর ৯৫। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকওয়েল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই রান করেছিল।

আবু ধাবিতে কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান

আবু ধাবিতে কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান

রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিঙ্ক রাহানে আবু ধাবিতে খেলা ম্যাচগুলি মিলিয়ে সবচেয়ে বেশি ১৫৪ রান হাঁকিয়েছেন।

দলগত সর্বোচ্চ স্কোর

দলগত সর্বোচ্চ স্কোর

আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ২০৬ রান হাঁকিয়েছিল। এটাই আমিরশাহীর এই স্টেডিয়ামে কোনও ফ্র্যাঞ্চাইজির করা সর্বোচ্চ স্কোর।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

আবু ধাবিতে সবমিলিয়ে এখনও পর্যন্ত কেকেআরের সুনীল নারিন সবচেয়ে বেশি ৭টি উইকেটে পেয়েছেন। ব্য়ক্তিগত সেরা বোলিংয়েও সুনীল নারিন সবার চেয়ে এগিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মাঠে ২০ রান খরচে নারিন ৪ উইকেট তুলে নেন।

সিপিএল ২০২০ : সেন্ট লুসিয়া স্টারসের শক্তি ও দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাকসিপিএল ২০২০ : সেন্ট লুসিয়া স্টারসের শক্তি ও দুর্বলতা এক নজরে দেখে নেওয়া যাক

English summary
IPL key stats from matches played in Abu Dhabi in UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X