For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএলে ফের করোনা-থাবার পর কড়া নির্দেশ বিসিসিআইয়ের, বোর্ডের কাজে কেন অখুশি দলগুলি?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের দ্বিতীয়ার্ধেও করোনা-কাঁটা পিছু ছাড়ছে না। সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজনের করোনা ধরা পড়েছে। তাঁর সংস্পর্শে আসা ৬ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। গত বছর করোনা পরিস্থিতির মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহীতে নির্বিঘ্নে আইপিএল হয়েছিল। তবে দেশের মাটিতে ফিরতেই বিভিন্ন দলে করোনা সংক্রমণের জন্য স্থগিত হয়ে গিয়েছিল চলতি আইপিএল। বায়ো বাবলে নটরাজন করোনা পজিটিভ ধরা পড়তেই উঠছে একাধিক প্রশ্ন।

আইপিএলে ফের করোনা-থাবার পর কড়া নির্দেশ বিসিসিআইয়ের

জানা গিয়েছে, মঙ্গলবার নিয়মমাফিক আরটি-পিসিআর পরীক্ষার সময় করোনা পজিটিভ ধরা পড়ে। যদিও আগে করোনা পরীক্ষার ফলস পজিটিভ রিপোর্ট আসার অভিজ্ঞতা থেকে নটরাজনের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গহীন নটরাজনকে এরপরই আইসোলেশনে পাঠানো হয়। নটরাজনের সংস্পর্শে আসা অলরাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর জে, দলের চিকিৎসক অঞ্জনা ভান্নান, লজিস্টিক্স ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পেরিয়াসামি গণেশনকেও আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়। সানরাইজার্স হায়দরাবাদ দলের সূত্রে জানা গিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাননি নটরাজন। ফলে বিমানে ওঠার আগে বা বিমানে যাতায়াতের সময় কোনওভাবে নটরাজন ভাইরাসের কবলে পড়েন।

নটরাজনের এই ঘটনায় চিন্তা বাড়ছে অন্য দলগুলির। ইতিমধ্যেই বিসিসিআই সব দলকে নির্দেশ দিয়েছে, অনুশীলনে যাওয়ার সময় বাসে সকলকে মাস্ক পরে থাকতে হবে। সকলকে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়মও মেনে চলতে বলা হয়েছে। কীভাবে নটরাজন করোনা আক্রান্ত হলেন তা বিসিসিআইও খতিয়ে দেখছে। তবে যেহেতু নটরাজন সংযুক্ত আরব আমিরশাহীতে দলের সঙ্গে যোগ দেওয়ার পর ৬ দিনের নিভৃতবাসেও ছিলেন, ফলে তাঁর শরীরে সংক্রমণের কারণ খুঁজতে গিয়ে বেশ বেগই পেতে হচ্ছে। এবারের আইপিএলে দুটি ম্যাচ খেলে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন নটরাজন। আইপিএলে দ্বিতীয়ার্ধে খেলার আগেই ফের করোনার-ধাক্কায় আপাতত তিনি বেশ কয়েকটি ম্যাচে নেই।

তবে করোনা মোকাবিলায় বিসিসিআইয়ের ব্যবস্থাপনায় আশ্বস্ত নয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কেন আগেরবারের মতো কনটাক্ট ট্রেসিং অ্যাপ ব্যবহার করা হচ্ছে না তা নিয়েও অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি প্রশ্ন তুলেছে। খরচ কমাতে গিয়ে বিসিসিআইয়ের এই ব্যবস্থা বন্ধ করাকেও তাই অনেকে সমর্থন করছেন না। তাঁদের কথায়, এতে খরচ এমন কিছু না হলেও সকলে নিশ্চিন্তে থাকতে পারতেন। এখন যা পরিস্থিতি, তাতে আরও কেউ করোনা আক্রান্ত হলে ফের আইপিএল আয়োজন নিশ্চিতভাবেই ধাক্কা খাবে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিসিসিআইকে করোনা মোকাবিলায় দ্রুত যথাযোগ্য পদক্ষেপ করার পক্ষেও সওয়াল করছে আইপিএলের বিভিন্ন দল।

English summary
IPL Franchises Unhappy With BCCI's Measures To Combat Covid-19 Challenges In UAE. BCCI Has Informed All Teams That Players And Support Staff Must Wear Masks While Travelling In The Team Bus For Practice Sessions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X