For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজিদের বৈঠকে কোনও সিদ্ধান্ত বেরোল কি?

করোনা নিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজিদের বৈঠকে কোনও সিদ্ধান্ত বেরোল কি?

  • |
Google Oneindia Bengali News

করোনা না আইপিএল ফ্রাঞ্চাইজিদের বৈঠক কার্যত বিফলে গেল। টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে তারা কোনও সিদ্ধান্তে উপনিত হতে পারেনি বলেই জানানো হয়েছে। পরিস্থিতি বুঝে পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই মত দিয়েছে আইপিএলে অংশ নিতে চলা আট দলের মালিক পক্ষ।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত বিশ্বের ১৬২টি দেশ। মারণ ভাইরাসে বিশ্বব্যাপী ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ। করোনার প্রভাব থেকে বাদ যায়নি ভারতও। মারণ ভাইরাসে এদেশে এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১২৩ জন।

আইপিএল পিছিয়ে গিয়েছে

আইপিএল পিছিয়ে গিয়েছে

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এ বছরের আইপিএল। বিসিসিআই নির্ধারিত সূচি মেনে টুর্নামেন্ট আয়োজনে পক্ষপাতি থাকলেও প্রশাসনিক চাপে ও ফ্রাঞ্চাইজিদের অনুরোধে তা ১৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়।

ভিসা নিয়ে কড়াকড়ি

ভিসা নিয়ে কড়াকড়ি

করোনার ভয়াবহ প্রভাব থেকে বাঁচতে গত ১৩ মার্চ থেকে নতুন ভিসা অনুমোদন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সেই গোরোয় আইপিএলে অংশ নিতে চলা বিদেশি ক্রিকেটাররা আটকা পড়ছেন। ১৫ এপ্রিল পরিস্থিতি বুঝে ভিসা নীতি শিথিল করতে পারে কেন্দ্র। তবে করোনার প্রভাব না কমলে এর উল্টোটাও হতে পারে।

ফ্রাঞ্চাইজিদের বৈঠক

ফ্রাঞ্চাইজিদের বৈঠক

উদ্ভুত পরিস্থিতিতে আদৌ আইপিএলে দল নামানো উচিত কাজ হবে কিনা, তা ঠিক করতে সোমবার কলফারেন্স কলের মাধ্যমে নিজেদের মধ্যে বৈঠক সারে ফ্রাঞ্চাইজিগুলি। তবে তারা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বলেই জানানো হয়েছে। আপাতত তারা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন আইপিএলে অংশ নিতে চলা আট দলের মালিকপক্ষ।

আর্থিক ক্ষতি মাপার সময় নয়

আর্থিক ক্ষতি মাপার সময় নয়

আইপিএল না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ফ্রাঞ্চাইজিগুলি। খেলোয়াড়দের বেতন, স্পনসরারদের সঙ্গে চুক্তি, টিকিট থেকে লাভ সহ কমপক্ষে ২০ কোটি টাকা ক্ষতি হতে পারে শাহরুখ খান, প্রীতি জিন্টাদের। কিন্তু মানুষের জীবনের থেকে তা দামী নয় বলেই মনে করছে আইপিএলে অংশ নিতে চলা আট দলের মালিক পক্ষ।

English summary
IPL franchises has decided to wait and watch on tournament possibilities amid coronavirus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X