For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১ : মিনি নিলামের আগে কোয়ারেন্টাইন নয়, তবে পরীক্ষা বাধ্যতামূলক!

আইপিএল ২০২১ : মিনি নিলামের আগে কোয়ারেন্টাইন নয়, তবে পরীক্ষা বাধ্যতামূলক!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে চেন্নাইতে ক্রিকেটারদের রেয়াত করা না হলেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের ছাড় দেওয়া হচ্ছে বলে খবর। ২০২১ সালের আইপিএল নিলামের আগে প্রতি দলের মালিক পক্ষের প্রতিনিধিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। তবে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আইপিএল নিলাম

আইপিএল নিলাম

আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২১ সালের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। চেন্নাইতে বসবে এই ইভেন্টের আসর। সেই মতো তোড়জোর শুরু করে দিয়েছে বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে ঝুঁকিহীন ভাবে আইপিএল নিলাম আয়োজন করতে বদ্ধপরিকর তামিলনাড়ু প্রশাসনও।

কোয়ারেন্টাইনে রাখা হবে না

কোয়ারেন্টাইনে রাখা হবে না

বুধবার চেন্নাইতে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলবে জো রুট শিবির। তার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশে শ্রীলঙ্কা সফর সেরে চেন্নাই পৌঁছনো ব্রিটিশ ক্রিকেটারদের ছয় দিনের হোটেল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হয়েছে। তবে রিপোর্ট বলছে যে আইপিএলের আগামী মিনি নিলামে অংশ নিতে যে ফ্র্যাঞ্চাইজি কর্তারা চেন্নাই পৌঁছবেন, তাঁদের আইসোলেশনে থাকতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।

নিলামের জন্য অন্য নিয়ম

নিলামের জন্য অন্য নিয়ম

কোয়ারেন্টাইনে থাকতে না হলেও ২০২১ সালের আইপিএল নিলামের আগে চেন্নাই পৌঁছনো ফ্র্যাঞ্চাইজি কর্তাদেরও যে পরীক্ষা দিতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী নিলাম শুরুর আগের ৭২ ঘণ্টায় তাঁদের দুটি কোভিড ১৯ (আরটি-পিসিআর) টেস্ট করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। ফ্র্যাঞ্চাইজি কর্তাদের আরও একটি কোভিড ১৯ টেস্টে নিলামের স্থলে পৌঁছে করতে হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

কোথায় হবে আইপিএল

কোথায় হবে আইপিএল

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের সালের আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। সংযুক্ত আরন আমিরশাহীতে সফলভাবে টু্র্নামেন্ট আয়োজন করেছিল বিসিসিআই। তা বলে এবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতের বাইরে হোক, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির তা চায় না বলেই সূত্রের খবর।

কোন পথে উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বিরাটের ভারতকোন পথে উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বিরাটের ভারত

English summary
IPL franchise wouldn't have to quarantine themselves before auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X