For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction: শাকিব, স্মিথ, মর্গ্যান ইশান্ত, পূজারা, রায়না থেকে মনোজ-সহ বাংলার একঝাঁক ক্রিকেটার ব্রাত্য আইপিএলে

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম থেকে একঝাঁক নতুন মুখকে দলে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। অথচ ভারত তথা আইপিএলের তারকা একাধিক তারকা এবার দলই পেলেন না। এদিনই ফিল্ডিং করার সময় মাথায় চোট লাগায় কনকাসনের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক যেমন দল পেলেন না, তেমনই আইপিএলে ব্রাত্য রইলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কলকাতা নাইট রাইডার্স তথা ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মর্গ্যানও রইলেন ব্রাত্য।

আইপিএলে ব্রাত্য শাকিব, স্মিথ, মর্গ্যান ইশান্ত, পূজারা, রায়না

মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের আর কেউ আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন না। শাকিব আল হাসানের নাম দুবার অবিক্রিত থেকে যায়। শাকিবর আল হাসান এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর টি ২০ অলরাউন্ডার। ২ কোটি টাকার বেস প্রাইসের যে ক্রিকেটাররা অবিক্রিত রইলেন তাঁরা হলেন সুরেশ রায়না, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, আদিল রশিদ, ইমরান তাহির, মুজিব জাদরান, অ্যাডাম জাম্পা, জেমস ভিন্স, মার্চেন্ট ডি লাঞ্জ, সাকিব মাহমুদ, অ্যাস্টন অ্যাগর, ক্রেগ ওভার্টন।

দেড় কোটি টাকার বেস প্রাইসের অমিত মিশ্র, অ্যারন ফিঞ্চ, ডেভিড মালান, ইয়ন মর্গ্যান, ইশান্ত শর্মা, ক্রিস লিন, উসমান খাওয়াজা, লুইস গ্রেগরি, কেন রিচার্ডসন, কলিন মুনরো কোনও দল পাননি। ১ কোটি টাকার বেস প্রাইসের জেমস ফকনার, মার্নাস লাবুশানে, অমিত মিশ্রদের পাশাপাশি আইপিএলে দল পেলেন না টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর বোলার তাবরেজ শামসি। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের তিন নম্বর বোলার আদিল রশিদও ব্রাত্যই থেকে গিয়েছেন। ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসের মার্টিন গাপটিল, বেন কাটিং, ড্যারেন ব্র্যাভো, কার্লোস ব্রেথওয়েট, শেল্ডন কটরেলরাও অবিক্রিত থেকে গেলেন। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের চেতেশ্বর পূজারা, মনোজ তিওয়ারি, এস শ্রীসন্থদের নিতেও আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে ব্রাত্য শাকিব, স্মিথ, মর্গ্যান ইশান্ত, পূজারা, রায়না

২০ লক্ষ টাকার বেস প্রাইসে থাকা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হার্নূর সিং, বাসু বৎসরা যেমন দল পেলেন না তেমনই বাংলার সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন, শ্রীবৎস গোস্বামী, কাইফ আহমেদ, ঋত্ত্বিক রায়চৌধুরীরাও অবিক্রিতই থেকে গিয়েছেন। দল পাননি মহম্মদ আজহারউদ্দিনও। আইপিএল নিলামে যে ২০৪ জন ক্রিকেটার দল পেলেন তাঁদের মধ্যে ১০৭ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। ৯৭ জন এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। ১৩৭ জন ভারতীয় ও ৬৭ জন বিদেশি এবার আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন।

English summary
IPL Auction 2022: Raina, Smith, Ishant, Pujara, Finch, Shakib Feature In The List Of Unsold Cricketers. Tabraiz Shamsi, Piyush Chawla Also Did Not Get Any Team In IPL Auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X