For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE আইপিএল নিলাম ২০২২: আইপিএল নিলামে কোন দলে কাকে নিল? কেকেআরে অনেক নতুন মুখ

Google Oneindia Bengali News

আইপিএল মেগা নিলামের আজ দ্বিতীয় দিন। প্রথম দিনে সবচেয়ে বেশি দর উঠল ঈশান কিষাণের। তার পিছনেই রইলেন দীপক চাহার ও শ্রেয়স আইয়ার। প্রথম দিনে ভাগ্য-পরীক্ষা হলো ৯৭ জন ক্রিকেটারের। আজ নিলামে উঠবে ৯৮ থেকে ১৬১ নম্বরে থাকা ক্রিকেটারদের নাম। তারপর অ্যাক্সিলারেটেড অকশন। এ জন্য ২০ জন করে ক্রিকেটারের নাম জমা দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই সংক্রান্ত সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE আইপিএল নিলাম ২০২২: কোন দল কাকে ঘরে তুলবে দেখুন একনজরে

Newest First Oldest First
09:04 PM

আইপিএল মেগা নিলামের শেষ দিনে যে দল যে ক্রিকেটারদের নিল-

চেন্নাই সুপার কিংস: শিবম দুবে (৪ কোটি), মহীশ থিক্ষাণা (৭০ লক্ষ), রাজবর্ধন হাঙ্গরগেকর (১ কোটি ৫০ লক্ষ), সিমরজিৎ সিং (২০ লক্ষ), ডেভন কনওয়ে (১ কোটি), ডোয়েইন প্রিটোরিয়াস (৫০ লক্ষ), মিচেল স্যান্টনার (১ কোটি ৯০ লক্ষ), অ্যাডাম মিলনে (১ কোটি ৯০ লক্ষ), শুভ্রাংশু সেনাপতি (২০ লক্ষ), মুকেশ চৌধুরী (২০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (১ কোটি ২০ লক্ষ), সি হরি নিশান্ত (২০ লক্ষ), এন জগদীশান (২০ লক্ষ), ক্রিস জর্ডন (৩ কোটি ৬০ লক্ষ), কে ভগত বর্মা (২০ লক্ষ), দিল্লি ক্যাপিটালস: মনদীপ সিং (১ কোটি ১০ লক্ষ), সৈয়দ খলিল আহমেদ (৫ কোটি ২৫ লক্ষ), চেতন সাকারিয়া (৪ কোটি ২০ লক্ষ), ললিত যাদব (৬৫ লক্ষ), রিপল প্যাটেল (২০ লক্ষ), যশ ঢুল (৫০ লক্ষ), রভম্যান পাওয়েল (২ কোটি ৮০ লক্ষ), প্রবীণ দুবে (৫০ লক্ষ), লুঙ্গি এনগিডি (৫০ লক্ষ), টিম সেইফার্ট (৫০ লক্ষ), টিম সাউদি (১ কোটি ৫০ লক্ষ), ভিকি অস্টওয়াল (২০ লক্ষ), কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্ক রাহানে (১ কোটি), রিঙ্কু সিং (৫৫ লক্ষ), অনুকূল রায় (২০ লক্ষ), রশিখ দার (২০ লক্ষ), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ), চামিকা করুণারত্নে (৫০ লক্ষ), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ), অশোক শর্মা (৫৫ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), অ্যালেক্স হেলস (১ কোটি ৫০), রমেশ কুমার (২০ লক্ষ), মহম্মদ নবি (১ কোটি), উমেশ যাদব (২ কোটি), আমন খান (২০ লক্ষ) লখনউ সুপার জায়ান্টস: কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লক্ষ), দুষ্মন্ত চামিরা (২ কোটি), শাহবাজ নাদিম (৫০ লক্ষ),মনন ভোরা (২০ লক্ষ), মহসীন খান (২০ লক্ষ), আয়ূশ বাদোনি (২০ লক্ষ), কাইল মেয়ার্স (৫০ লক্ষ), করণ শর্মা (২০ লক্ষ`), এভান লুইস (২ কোটি), ময়াঙ্ক যাদব (২০ লক্ষ), বি সাই সুদর্শন (২০ লক্ষ), মুম্বই ইন্ডিয়ান্স: জয়দেব উনাদকাট (১ কোটি ৩০ লক্ষ), ময়াঙ্ক মার্কণ্ডে (৬৫ লক্ষ), এন তিলক বর্মা (১ কোটি ৭০ লক্ষ), সঞ্জয় যাদব (৫০ লক্ষ), জোফ্রা আর্চার (৮ কোটি), ড্যানিয়েল স্যামস (২ কোটি ৬০ লক্ষ), টাইমাল মিলস (১ কোটি ৫০ লক্ষ), টিম ডেভিড (৮ কোটি ২৫ লক্ষ), রাইলে মেয়ারডিথ (১ কোটি), মহম্মদ আরশাদ খান (২০ লক্ষ), আনমোলপ্রীত সিং (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), রাহুল বুদ্ধি (২০ লক্ষ), হৃতিক শোকিন (২০ লক্ষ), অর্জুন তেন্ডুলকর (৩০ লক্ষ), আরিয়ান জুয়াল (২০ লক্ষ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ) পাঞ্জাব কিংস: লিয়াম লিভিংস্টোন (১১ কোটি ৫০ লক্ষ), ওডিন স্মিথ (৬ কোটি), সন্দীপ শর্মা (৫০ লক্ষ), রাজ অঙ্গদ বাওয়া (২ কোটি), ঋষি ধাওয়ানকে (৫৫ লক্ষ), প্রেরক মানকড় (২০ লক্ষ), বৈভব অরোরা (২ কোটি), ঋত্ত্বিক চট্টোপাধ্যায় (২০ লক্ষ), বলতেজ ধান্ডা (২০ লক্ষ), অংশ প্যাটেল (২০ লক্ষ), নাথান এলিস (৭৫ লক্ষ), অথর্ব টাইড়ে (২০ লক্ষ), ভানুকা রাজাপক্ষ (৫০ লক্ষ), বেনি হাওয়েল (৪০ লক্ষ), রাজস্থান রয়্যালস: নভদীপ সাইনি (২ কোটি ৬০ লক্ষ), ওবেদ ম্যাককয় (৭৫ লক্ষ), অনুনয় সিং (২০ লক্ষ), কুলদীপ সেন (২০ লক্ষ), করুণ নায়ার (১ কোটি ৪০ লক্ষ), ধ্রুব জুরেল (২০ লক্ষ), তেজস বরোকা (২০ লক্ষ), কুলদীপ যাদব (২০ লক্ষ), শুভম গাড়োয়াল (২০ লক্ষ), জিমি নিশাম (১ কোটি ৫০ লক্ষ), নাথান কুল্টার-নাইল (২ কোটি), রাসি ভ্যান ডার ডুসেন (১ কোটি), ড্যারিল মিচেল (৭৫ লক্ষ) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: মহীপাল লোমরর (৯৫ লক্ষ), ফিন অ্যালেন (৮০ লক্ষ), শেরফেন রাদারফোর্ড (১ কোটি), জেসন বেহরেনডর্ফ (৭৫ লক্ষ), সুযশ প্রভুদেশাই (৩০ লক্ষ), চামা মিলিন্দ (২৫ লক্ষ), অনীশ্বর গৌতম (২০ লক্ষ), কর্ণ শর্মা (৫০ লক্ষ), সিদ্ধার্থ কৌল (৭৫ লক্ষ), লাভনীথ সিসোদিয়া (২০ লক্ষ), ডেভিড উইলি (২ কোটি) সানরাইজার্স হায়দরাবাদ: এইডেন মার্করাম (২ কোটি ৬০ লক্ষ), মার্কো জানসেন (৪ কোটি ২০ লক্ষ), রোমারিও শেফার্ড (৭ কোটি ৭৫ লক্ষ), সিন অ্যাবট (২ কোটি ৪০ লক্ষ), আর সমর্থ (২০ লক্ষ), শশাঙ্ক সিং (২০ লক্ষ), সৌরভ দুবে (২০ লক্ষ), বিষ্ণু বিনোদ (৫০ লক্ষ), গ্লেন ফিলিপস (১ কোটি ৫০ লক্ষ), ফজল হক ফারুকি (৫০ লক্ষ), গুজরাত টাইটান্স: ডমিনিক ড্রেকস (১ কোটি ১০ লক্ষ), জয়ন্ত যাদব (১ কোটি ৭০ লক্ষ), বিজয় শঙ্কর (১ কোটি ৪০ লক্ষ), দর্শন নালকণ্ডে (২০ লক্ষ), যশ দয়াল (৩ কোটি ২০ লক্ষ), আলজারি জোসেফ (২ কোটি ৪০ লক্ষ), প্রদীপ সাঙ্গোয়ান (২০ লক্ষ), ডেভিড মিলার (৩ কোটি), ঋদ্ধিমান সাহা (১ কোটি ৯০ লক্ষ ), ম্যাথু ওয়েড (২ কোটি ৪০ লক্ষ), গুরকীরত সিং (৫০ লক্ষ), বরুণ অ্যারন (৫০ লক্ষ),
09:04 PM

রাহুল চান্দরোল, আকাশ মাধয়াল অবিক্রিত
09:03 PM

শিবাঙ্ক বশিষ্ঠ অবিক্রিত
09:03 PM

আমন খান ২০ লক্ষে কেকেআরে
09:02 PM

ডেভিড উইলি ২ কোটিতে আরসিবিতে
09:01 PM

ফ্যাবিয়ান অ্যালেন ৭৫ লক্ষে মুম্বইয়ে
09:01 PM

লাভনীথ সিসোদিয়া ২০ লক্ষে আরসিবিতে
09:00 PM

আরিয়ান জুয়ালকে ২০ লক্ষে নিল মুম্বই
08:59 PM

বি সাই সুদর্শনকে ২০ লক্ষে নিল লখনউয়ে
08:59 PM

সমীর রিজভি ফের অবিক্রিত
08:58 PM

রোহন কদম অবিক্রিত
08:58 PM

অ্যান্ড্রু টাই ফের অবিক্রিত
08:57 PM

সিদ্ধার্থ কৌলকে ৭৫ লক্ষ টাকায় নিল আরসিবি
08:57 PM

ড্যারিল মিচেলকে ৭৫ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস
08:56 PM

রাসি ভ্যান ডার ডুসেনকে ১ কোটিতে নিল রাজস্থান
08:56 PM

ভিকি অস্টওয়ালকে ২০ লক্ষ টাকায় নিল দিল্লি
08:55 PM

কায়েস আহমেদ অবিক্রিত
08:55 PM

ইশান্ত শর্মা ফের অবিক্রিত
08:54 PM

নাথান কুল্টার-নাইলকে ২ কোটিতে নিল রাজস্থান
08:54 PM

জিমি নিশামকে ১ কোটি ৫০ লক্ষে নিল রাজস্থান রয়্যালস
08:53 PM

উমেশ যাদবকে ২ কোটি টাকায় নিল কেকেআর
08:53 PM

মহম্মদ নবি ১ কোটি টাকায় নিল কেকেআর
08:47 PM

আইপিএল নিলামের শেষ পর্বে ২৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ
08:24 PM

প্রতি দলকে ২ জন করে ক্রিকেটারের নাম জমা দিতে বলা হলো
08:24 PM

রোহন রানা অবিক্রিত
08:23 PM

খিজার দফাদার অবিক্রিত
08:23 PM

ডুয়ান জানসেন অবিক্রিত
08:22 PM

শুভন গাড়োয়াল ২০ লক্ষে রাজস্থানে
08:22 PM

অর্জুন তেন্ডুলকরকে ৩০ লক্ষ টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স
08:19 PM

নিলামের শেষ লগ্নে পরিচালনায় হিউ এডমিডস। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
READ MORE

English summary
IPL Auction 2022 Live Updates In Bengali: Know The KKR, CSK, MI, RCB, SRH, DC, RR, PK, Ahmedabad, Lucknow Players Picked in Auction and News, Pics, Videos and Latest Updates in Bengali Oneindia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X