For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস গড়লেন মরিস, আইপিএল নিলামে কে পেলেন কোন দল

ইতিহাস গড়লেন মরিস, আইপিএল নিলামে কে পেলেন কোন দল

  • |
Google Oneindia Bengali News

আইপিএল মিনি অকশন শেষ হল চেন্নাইয়ে। ৬১ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ ছিল। শেষ অবধি সুযোগ পেলেন ৫৭ জন। সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে আইপিএলে ইতিহাস গড়লেন ক্রিস মরিস। সব দলেই আট বিদেশির জায়গা ভরাট। একমাত্র রাজস্থান রয়্যালস (২৪) ও রয়্যাল চ্যালেঞ্জার্স (২২) ২৫ জন ক্রিকেটার নিতে পারল না।

সবচেয়ে দামি প্রথম পাঁচ

সবচেয়ে দামি প্রথম পাঁচ

আইপিএল নিলামে সবচেয়ে বেশি রেকর্ড দামে ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালস। তাঁর দর উঠল ১৬.২৫ কোটি টাকা। ১৫ কোটিতে কাইল জেমিসনকে নিয়েছে আরসিবি। আরসিবি ১৪.২৫ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকেও নিয়েছে। ঝাই রিচার্ডসনকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব কিংস। জাতীয় দলে না খেলেও এই তালিকায় প্রথম পাঁচে থেকে চমকে দিলেন কৃষ্ণাপ্পা গৌতম। ভারতীয়দের মধ্যেও এই নিলামে তিনিই সবচেয়ে দামি। ১৪৫.৩ কোটি টাকা খরচের সুযোগ ছিল আট দলের কাছে। এই পাঁচজনের পিছনেই খরচ হল প্রায় ৫০ শতাংশ। বাকি অর্ধেক ভাগ হলো ৫২ জনের জন্য।

ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে মঈন-গৌতম

ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে মঈন-গৌতম

চেন্নাই সুপার কিংস যাঁদের কিনল তাঁরা হলেন কৃষ্ণাপ্পা গৌতম (৯.২৫ কোটি), মঈন আলি (৭ কোটি), চেতেশ্বর পূজারা (৫০ লক্ষ), কে ভগৎ ভার্মা (২০ লক্ষ), সি হরি নিশান্থ (২০ লক্ষ), এম হরিশংকর রেড্ডি (২০ লক্ষ)। আইপিএলে বিশাল দর পেয়ে খুশি মঈন মুখিয়ে ধোনির অধিনায়কত্বে খেলার জন্য। গৌতমের তেমনই লক্ষ্য। তবে তিনি এত বেশি দর পেয়ে যে কিছুটা নার্ভাস তা জানিয়েছেন।

দিল্লির দল

দিল্লির দল

দিল্লি ক্যাপিটালস নিয়েছে টম কুরান (৫.২৫ কোটি), স্টিভ স্মিথ (২.২ কোটি), স্যাম বিলিংস (২ কোটি), উমেশ যাদব (১ কোটি), রিপল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকমান মেরিওয়ালা ও এম সিদ্ধার্থ (২০ লক্ষ)-র মতো ক্রিকেটারদের।

মুম্বইয়ে অর্জুন

মুম্বইয়ে অর্জুন

প্রত্যাশামতোই সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, বেস প্রাইসেই। এবারের নিলামে অর্জুনই শেষ ক্রিকেটার যিনি আইপিএল দল পেলেন। মুম্বই যাঁদের নিয়েছে তাঁরা হলেন নাথান কুল্টার-নাইল (৫ কোটি), অ্যাডাম মিলনে (৩.২ কোটি), পীয়ূষ চাওলা (২.৪ কোটি), জেমস নিশাম (৫০ লক্ষ), য়ুধবীর চরক, মার্কো জেনসেন ও অর্জুন তেন্ডুলকর (২০ লক্ষ)।

প্রীতি-শাহরুখ জুটি

প্রীতি-শাহরুখ জুটি

এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে গিয়ে শক্তিশালী দল গড়ল পঞ্জাব কিংস। দলের নাম বদলেছে, বদলেছে লোগোও। প্রীতি জিন্টার দল যাঁদের নিয়েছে তাঁরা হলেন ঝাই রিচার্ডসন (১৪ কোটি), রিলে মেয়ারডিথ (৮ কোটি), শাহরুখ খান (৫.২৫ কোটি), মোজেস অনরিক্স (৪.২ কোটি), ডেভিড মালান (১.৫ কোটি), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ), জলজ সাক্সেনা (৩০ লক্ষ), সৌরভ কুমার ও উৎকর্ষ সিং (২০ লক্ষ)। তামিলনাড়ুর শাহরুখ খান সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে দারুণ পারফরম্যান্স করে নজরে পড়েন। প্রথমবার কোটিপতি ক্লাবে ঢুকে তিনি বলেন, অনিল কুম্বলের কোচিংয়ে লোকেশ রাহুলের অধিনায়কত্বে খেলে শিক্ষা নিয়ে নিজেকে উজাড় করে দিতে মুখিয়ে এসআরকে। ঝাই, মালান, অ্যালেন, শাহরুখদের নিয়ে দলের ভারসাম্য বাড়ায় অনিল কুম্বলে।

রাজস্থান রয়্যালসের চমক

রাজস্থান রয়্যালসের চমক

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে নিয়ে সেরা চমক দিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে ক্রিস মরিস (১৬.২৫ কোটি), শিবম দুবে (৪.৪ কোটি), চেতন সাকারিয়া (১.২ কোটি), মুস্তাফিজুর রহমান (১ কোটি), লিয়াম লিভিংস্টোন (৭৫ লক্ষ), আকাশ সিং, কে সি কারিয়াপ্পা, ও কুলদীপ যাদব (২০ লক্ষ)।

তারকাখচিত আরসিবি

তারকাখচিত আরসিবি

আইপিএলে ভাগ্যের চাকা ঘোরাতে এবারও তারকাখচিত দল গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কাইল জেমিসনকে তারা নিয়েছে ১৫ কোটি টাকায়। ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় নিয়েছে আরসিবি। এ ছাড়াও যাঁদের নেওয়া হয়েছে তাঁরা হলেন ড্য়ান ক্রিশ্চিয়ান (৪.৮ কোটি), সচিন বেবি, রজত পাতিদার, মহম্মদ আজহারউদ্দিন, সুয়াশ প্রভুদেশাই ও কে এস ভরত (২০ লক্ষ)।

সানরাইজার্স হায়দরাবাদে যাঁরা

সানরাইজার্স হায়দরাবাদে যাঁরা

কেদার যাদবকে ২ কোটি টাকায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ ছাড়া মুজিব উর রহমানকে দেড় কোটি ও জে সূচিতকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে সানরাইজার্স।

ছবি সৌজন্য টুইটার

৭ বছর পর আইপিএলের আকাশে ফের তেন্ডুলকরের উদয়, ২০ লক্ষ টাকায় মুম্বইয়ে অর্জুন৭ বছর পর আইপিএলের আকাশে ফের তেন্ডুলকরের উদয়, ২০ লক্ষ টাকায় মুম্বইয়ে অর্জুন

English summary
IPL Auction 2021 Chris Morris leading the expensive cricketers list 57 plyers picked by 8 teams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X