For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ বল বাকি থাকতেই কেকেআরকে ৭ উইকেটে হারাল আরসিবি

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ মে : বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ৩৩ তম ম্যাচে ফের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার চেন্নাইয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়ে আবার ঊর্ধ্বগতিতে ছুটছিল কেকেআরের বিজয়রথ। তবে ফের একবার বৃষ্টির কাছে ম্যাচ হারল কেকেআর। বৃষ্টির কারণে ম্যাচ কমে দাঁড়ায় ১০ ওভারে। প্রথমে ব্যাট করে ১১১ তোলে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই জয় তুলে নিল আরসিবি। ফলে এখন লিগ টেবিলে চার নম্বরে নেমে গেল কেকেআর। কোহলির আরসিবি উঠে এল তিন নম্বরে।

(LIVE) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক কোহলি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ আপডেট দেখুন নিচে

রাত ৮ টা ৪২ মিনিট : ২ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতল বেঙ্গালুরু।

রাত ৮ টা ৪১ মিনিট : শেষ ওভার বল করছেন আন্দ্রে রাসেল।

রাত ৮ টা ৩৯ মিনিট : ৯ ওভারের শেষে বেঙ্গালুরুর রান ৩ উইকেটে ১০০ রান। শেষ ওভারে আরসিবির জয়ের জন্য চাই আর ১২ রান।

রাত ৮ টা ৩৩ মিনিট : ৮ ওভারের শেষে বেঙ্গালুরুর রান ৩ উইকেটে ৮৭ রান।

রাত ৮ টা ২৯ মিনিট : ৩৪ রান করে আউট হলেন বিরাট কোহলি।

রাত ৮ টা ২৭ মিনিট : ৭ ওভার শেষ হল। বেঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৮০ রান।

রাত ৮ টা ২৫ মিনিট : ৬ ওভার শেষ হল। বেঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও মনদীপ সিং।

রাত ৮ টা ২০ মিনিট : ৫ ওভার শেষ হল। বেঙ্গালুরুর সংগ্রহ ২ উইকেটে ৫২ রান।

রাত ৮ টা ১৯ মিনিট : আরসিবি ৫ ওভারে ২ উইকেটে ৫১। আউট ডেভেলিয়ার্স।

রাত ৮ টা ১৬ মিনিট : ৪ ওভারের শেষে বেঙ্গালুরুর রান ১ উইকেটে ৪৯ রান।

রাত ৮ টা ১৪ মিনিট : ২১ রান করে আউট হলেন ক্রিস গেইল।

রাত ৮ টা ০৮ মিনিট : বিধ্বংসী শুরু করল আরসিবি। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার পথে ক্রিস গেইল, বিরাট কোহলি। ৩ ওভারের শেষে বেঙ্গালুরুর রান বিনা উইকেটে ৩৬ রান।

রাত ৮ টা ০৪ মিনিট : ২ ওভার শেষ হল। বেঙ্গালুরুর সংগ্রহ বিনা উইকেটে ২১ রান।

রাত ৮ টা : বল করছেন উমেশ যাদব। হাত খুলতে শুরু করলেন আরসিবি ব্যাটসম্যানরা।

সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিট : ১ ওভারের শেষে বেঙ্গালুরুর রান বিনা উইকেটে ৪ রান।

সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিট : ব্যাট করতে নামল আরসিবি। ক্রিজে রয়েছেন গেইল ও বিরাট কোহলি।

সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট : ১০ ওভার শেষ হল। নাইটদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১১১ রান।

সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট : ১২ রান করে আউট টেন ডেসকাটে।

সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিট : ৯ ওভার শেষ হল। নাইটদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১০২ রান।

সন্ধ্যা ৭ টা ৩২ মিনিট : তৃতীয় উইকেটের পতন। ৪৫ রান করে প্যাভিলিয়নের পথে আন্দ্রে রাসেল।

সন্ধ্যা ৭ টা ২৭ মিনিট : ৮ ওভারের শেষে কলকাতার সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান।

সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট : ৭ ওভারের শেষে কলকাতার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।

সন্ধ্যা ৭ টা ২১ মিনিট : দ্বিতীয় উইকেটের পতন। ২৩ রান করে প্যাভিলিয়নের পথে উথাপ্পা।

সন্ধ্যা ৭ টা ১৮ মিনিট : ৬ ওভারের শেষে কলকাতার সংগ্রহ ১ উইকেটে ৬১ রান।

সন্ধ্যা ৭ টা ১২ মিনিট : ৫ ওভারের শেষে কলকাতার রান ১ উইকেটে ৪৪।

সন্ধ্যা ৭ টা ০৮ মিনিট : ৪ ওভার শেষ হল। নাইটদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান।

সন্ধ্যা ৭ টা ০৭ মিনিট : ১২ রান করে ওয়েসের বলে আউট হলেন গৌতম গম্ভীর।

সন্ধ্যা ৭ টা ০২ মিনিট: ৩ ওভারের শেষে কলকাতার সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান।

সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিট : ২ ওভারের শেষে কলকাতার সংগ্রহ ২০। গৌতম গম্ভীর ৬ রানে ও উথাপ্পা ১২ রানে ব্যাট করছেন।

সন্ধ্যা ৬ টা ৫১ মিনিট : ১ ওভারের শেষে কলকাতার রান ৮।

সন্ধা ৬ টা ৪৫ মিনিট : শুরু হল ম্যাচ। ব্যাট হাতে নামলেন রবীন উথাপ্পা ও গৌতম গম্ভীর।

সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট : ম্যাচ শুরু হবে ৬ টা ৪৫ মিনিটে। ১০ ওভারের ম্যাচ হবে। পাওয়ার প্লে হবে ৩ ওভারের।

সন্ধ্যা ৬ টা ২৫ মিনিট : প্রবল বৃষ্টিতে মাঠে প্রচুর জল জমে গিয়েছে। সুপারসপার দিয়ে জল বের করার চেষ্টা করছেন গ্রাউন্ড স্টাফরা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তখনই জানা যাবে ঠিক কত ওভারের ম্যাচ হবে আজ।

বিকেল ৫ টা ০৫ মিনিট : বৃষ্টি থেমেছে বেঙ্গালুরুতে। মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। ২০ থেকে কমিয়ে কম ওভারের ম্যাচ হবে বলে আইপিএল সূত্রে জানা গিয়েছে।

বিকেল ৪ টে : বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিতে ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিকেল ৩ টে ৩০ মিনিট : টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক কোহলি।

English summary
(LIVE) IPL 8 : Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X