For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতল রে কলকাতা নাইট রাইডার্স! অভিনন্দন মমতার

  • By Super
  • |
Google Oneindia Bengali News

কলকাতা
বেঙ্গালুরু, ২ জুন: করল, লড়ল, জিতল রে!

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাবকে হার মানতেই হল। সপ্তম আইপিএলে চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের বেঁধে দেওয়া ১৯৯ রানের লক্ষ্যমাত্রা তারা ছাড়িয়ে গেল ১৯.৩ ওভারে, সাত উইকেটে। হাসি চওড়া হল শাহরুখ খানের। নাইটদের বিজয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Congratulations... KKR Congratulations...shahrukh <a href="https://twitter.com/iamsrk">@iamsrk</a> Congratulations to Wriddhiman for his brilliant performance.</p>— MAMATA BANERJEE (@MATI_KI_MAMATA) <a href="https://twitter.com/MATI_KI_MAMATA/statuses/473180307655368704">June 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পাঞ্জাব চার উইকেট খুইয়ে ২০ ওভারে তুলেছিল ১৯৯ রান। কলকাতা নাইট রাইডার্স যখন ব্যাট করতে নামে, তখনও বুক কাঁপছিল সমর্থকদের। কী জানি, কী হয়!

শেষ দু'ওভারে দরকার ছিল ১৫ রান। হাতে চার উইকেট। তখন জয়ের আশা দেখতে শুরু করেছেন অনেকে। কিন্তু মণীশ পাণ্ডে হঠাৎ আউট হয়ে যাওয়ায় উদ্বেগ চেপে বসে। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচটা জেতালেন পীযূষ চাওলা। গতকালের আইপিএল ফাইনাল এমন একটা ম্যাচ ছিল, যেখানে স্নায়ুর চাপ ওঠানামা করেছে শেষ ওভার পর্যন্ত!

লড়েও পাঞ্জাব কিন্তু হারল প্রথম ছ'ওভারের জন্য। প্রথম ছ'ওভারে তারা দুই উইকেট খুইয়ে তোলে ৩২ রান। অথচ নাইটদের দেখুন! তারা তাদের ভরসা রবীন উত্থাপ্পাকে খুইয়েও এক উইকেটে তোলে ৫৯ রান। এটা যদি একটা কারণ হয়, তা হলে আর একটা কারণ অবশ্যই মণীশ পাণ্ডে। ৫০ বলে যেমন উল্কাগতিতে ৯৪ রান তুলে দিলেন, তাতে উজাড় করা প্রশংসা তাঁর প্রাপ্য বৈকি! ২০১২ সালের ফাইনালে মনবিন্দর বিসলা যে ভূমিকা পালন করেছিলেন, এ বার সেটা করে দেখালেন মণীশ।

তবে পাঞ্জাব হারলেও যিনি উজ্জ্বল হয়ে রইলেন, তিনি হলেন খাস বাঙালি ঋদ্ধিমান সাহা। তাঁর ৫৫ বল খেলে ১১৫ রানের নট আউট ইনিংস অবশ্যই ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও পড়ুন: মঙ্গলবার ইডেনে নাইটদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার

সে যাক! জয় সব সময় জয়ই। তার কোনও তুলনা চলে না। তাই খেলা শেষ হওয়ার পর একগাল হেসে কেকেআর মালিক শাহরুখ খান বললেন, "সকালে ঘুম থেকে উঠেই আমি মেয়েকে বলেছিলাম, দেখিস মণীশই আমাদের ফাইনাল জেতাবে। হলও তাই। কংগ্র্যাচুলেশন টু মণীশ।" কলকাতা জেতায় উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, "অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স। অভিনন্দন শাহরুখ। চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানাচ্ছি ঋদ্ধিমান সাহাকেও।" আর গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া, "প্রথম সাতটা ম্যাচের পর অনেকেই ভাবেননি, আমরা চ্যাম্পিয়ন হব। ছেলেরা যথেষ্ট চাপ নিয়ে খেলেছে। ওদের অভিনন্দন।"

আরও দেখুন: (ছবি) সপ্তম আইপিএল জিতল নাইট রাইডার্স: আনন্দের চিত্রমালা

English summary
IPL-7: Kolkata Knight Riders becomes champion after crushing Kings Eleven Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X