For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Player Auction: আইপিএলের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ, কোন দলের কত পুঁজি?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। বেলা আড়াইটে থেকে। ভাগ্যপরীক্ষা ৪০৫ জন ক্রিকেটারের।

বিসিসিআইয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে দেখা যাচ্ছে তালিকায় নাম রয়েছে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের। বিদেশির সংখ্যা ১৩২। চারজন অ্যাসোসিয়েট দেশের।

আইপিএলের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ

আইপিএলের ১০টি দল এবারের নিলাম থেকে সর্বাধিক ৮৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। এই ৮৭ জনের মধ্যে আবার ৩০ জন বিদেশি। আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করে ৯৯১ জন ক্রিকেটার নাম নথিবদ্ধ করিয়েছিলেন। এরপর ঝাড়াই-বাছাই শেষে ৩৬৯ জন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়। এর সঙ্গেই ১০টি দল যে ক্রিকেটারদের রাখার অনুরোধ জানিয়েছিল, এমন ৩৬ জন ক্রিকেটারের নামও মূল তালিকায় রাখা হলো।

যে ৪০৫ জন ক্রিকেটারের নাম নিলামের মূল তালিকায় রাখা হয়েছে তাঁদের মধ্যে নিজেদের দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ১১৯। আনক্যাপড অর্থাৎ আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন ক্রিকেটারের সংখ্যা ২৮২। অ্যাসোসিয়েট দেশগুলি থেকে মোট চারজনের বেশি ক্রিকেটারের নাম নেই তালিকায়।

২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে ১৯ জন বিদেশি ক্রিকেটারের। ভারতীয়দের কেউ ২ কোটি টাকার ব্র্যাকেটে নিজেদের নাম রাখেননি। দেড় কোটি টাকার বেস প্রাইস রয়েছে ১১ জন ক্রিকেটারের। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা, তাঁদের মধ্যে রয়েছেন মণীশ পাণ্ডে ও ময়াঙ্ক আগরওয়াল। দ্বিতীয় সেটে নাম রয়েছে স্যাম কারান, বেন স্টোকস, ক্যামেরন গ্রিনদের। এই ক্রিকেটাররা এবারের নিলামে ঈর্ষণীয় দর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় সেটে নাম রয়েছে শাকিব আল হাসান, জেসন হোল্ডার, সিকান্দর রাজা, ওডেন স্মিথেরও। নিলাম শুরু হবে ব্যাটারদের সেট দিয়ে। এতে ময়াঙ্ক ছাড়াও রয়েছেন জো রুট, হ্যারি ব্রুক, অজিঙ্ক রাহানে, রাইলি রুসো ও কেন উইলিয়ামসন। প্রথম সেটে একমাত্র অজিঙ্ক রাহানের বেস প্রাইসই সবচেয়ে কম (৫০ লক্ষ টাকা)।

চেন্নাই সুপার কিংস ২০.৪৫ কোটি টাকার বিনিময়ে ২ বিদেশি-সহ ৭ জন ক্রিকেটার নিতে পারবে। দিল্লি ক্যাপিটালস ১৯.৪৫ কোটি টাকার বিনিময়ে নিতে পারবে ৫ জন ক্রিকেটার, ২ বিদেশি-সহ। গুজরাত টাইটান্স নিলামে সর্বাধিক ১৯.২৫ কোটি টাকা খরচ করতে পারবে, ৩ বিদেশি-সহ ৭ জন ক্রিকেটার নিতে পারবে। কলকাতা নাইট রাইডার্স ৩ বিদেশি-সহ ১১ জনকে নিতে পারবে, ঝুলিতে রয়েছে ৭.০৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টস ৪ বিদেশি-সহ ১০ জনকে নিতে পারবে ২৩.৩৫ কোটি টাকা খরচ করে।

মুম্বই ইন্ডিয়ান্সের ২০.৫৫ কোটি টাকা রয়েছে, তারা ৩ বিদেশি-সহ ৯ জনকে নিতে পারবে। পাঞ্জাব কিংসের পুঁজি অবশিষ্ট রয়েছে ৩২.২ কোটি টাকার, তিন বিদেশি-সহ ৯ জনকে নিতে পারবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮.৭৫ কোটি টাকা খরচ করে ২ বিদেশি-সহ ৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। ৪ বিদেশি-সহ ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে রাজস্থান রয়্যালস, তাঁদের হাতে রয়েছে ১৩.২ কোটি টাকা। সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। ৪ বিদেশি-সহ তাদের দলের ১৩টি জায়গা ফাঁকা রয়েছে। সবমিলিয়ে নিলামে মোট ২০৬.৫ কোটি টাকার পুঁজি নিয়ে ক্রিকেটারদের নিতে যাবে দশটি দল।

Mukesh Ambani: আর্সেনাল কেনার ইচ্ছা প্রকাশ ভারতীয় ধন কুবেরের Mukesh Ambani: আর্সেনাল কেনার ইচ্ছা প্রকাশ ভারতীয় ধন কুবেরের

English summary
IPL 2023 Player Auction: 405 Cricketers Set To Go Under The Hammer In Kochi On December 23rd. 273 Are Indians And 132 Are Overseas Players Of Which 4 Players Are From Associate Nations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X