For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023: গুজরাত টাইটান্সের দুই তারকাকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স, তাঁদের একজন আবার ঘরে ফিরলেন

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের মিনি অকশনের আগে রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর। অর্থাৎ সেই দিনের মধ্যেই জানিয়ে দিতে হবে কোন দল কাকে ধরে রাখছে, কাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চালানোর মধ্যেই ঘর গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্সও। আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স থেকে দুই ক্রিকেটারকে দলে নিয়েছে কেকেআর।

গুজরাত থেকে দুই ক্রিকেটার কেকেআরে

গুজরাত থেকে দুই ক্রিকেটার কেকেআরে

সম্প্রতি কলকাতায় এসে শুভমান গিল জানিয়েছিলেন তিনি কেকেআর ছাড়তে চাননি। এমনকী কেকেআর চাইলে তিনি যে তাতে আগ্রহী সেটাও বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পরিস্থিতিগত কারণেই তাঁকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে গুজরাত টাইটান্সে গিয়ে তিনি নিজের খেলায় যে খুশি সেটাও স্পষ্ট করে দেন। ভবিষ্যতে কেকেআরে ফিরবেন কিনা তা নিয়ে গিল বলেছিলেন, এত আগে সেটা বলা সম্ভব নয়। তবে কলকাতার ক্রিকেটভক্তদের তিনি যে ভালোবাসেন সেটা গিল তাঁদের অটোগ্রাফ দিতে গিয়ে বা সেলফি তোলার আবদার মেটানোর ফাঁকে বলেছিলেন। কিন্তু আপাতত গুজরাত টাইটান্স থেকে যে দুই ক্রিকেটারকে কেকেআর নিয়েছে তাতে নেই গিলের নাম।

লকি ফিরলেন কলকাতায়

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন আগে কেকেআরে খেলেছেন। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর। মেগা নিলামে ফার্গুসনের বেস প্রাইস ছিল ২ কোটি, তাঁকে ১০ কোটি টাকায় দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। তিনি গুজরাত টাইটান্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নেন, তার মধ্যে ইনিংসে চার উইকেট একবার। সেরা বোলিং ২৭ রানে ৪ উইকেট। ইকনমি ছিল ৮.৯৫। ফাইনালে জস বাটলারকে লক্ষ্য করে তিনি ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন, সেটি ছিল টুর্নামেন্টের দ্রুততম ডেলিভারি। ফলে ফার্গুসন আসায় এবার কেকেআরের পেস বোলিং শক্তি বেশ জোরদার হলো। রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের উমেশ যাদবরা। ২০১৯ থেকে ২০২১ অবধি কেকেআরে খেলা ফার্গুসন রাইজিং পুনে সুপারজায়ান্টেও খেলেছেন। চলতি টি ২০ বিশ্বকাপে ফার্গুসন ৫ ম্যাচে ৭ উইকেট দখল করেন।

রহমানুল্লাহ গুরবাজ নাইট শিবিরে

ফার্গুসনের সঙ্গেই কেকেআর গুজরাত টাইটান্স থেকে নিয়েছে আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের পরিবর্ত হিসেবে গুরবাজকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স। তবে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। সূত্রের খবর, কেকেআর অ্যারন ফিঞ্চ, অজিঙ্ক রাহানেকে ছেড়ে দিতে চলেছে। এই আবহে গুরবাজকে দলে নেওয়া ওপেনারের সমস্যা মেটাতেই। শেল্ডন জ্যাকসন ও বাবা ইন্দ্রজিতের মতো দুই উইকেটকিপার-ব্যাটারই গত আইপিএলে ভরসা দিতে পারেননি। গত মেগা নিলামে গুরবাজের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ। তিনি অবিক্রিত ছিলেন। পরে রয়ের পরিবর্ত হিসেবে তিনি ঋদ্ধিমান সাহা ও ম্যাথু ওয়েডের সঙ্গী হন। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন গুরবাজ ৯৯টি টি ২০ ম্যাচে ১৫২.৪৮ স্ট্রাইক রেটে ২৪৮১ রান করেছেন। একটি শতরান ও ১৬টি অর্ধশতরান রয়েছে।

আরসিবি ছেড়ে মুম্বইয়ে

এদিকে, গতকালই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে জেসন বেহরেনডর্ফের। ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার এই বোলারকে দলে নিলেও তাঁকে একটি ম্যাচেও খেলায়নি আরসিবি। ক্রিকেটারদের অন্য দলে বিক্রি করার ফলে নিলামের পার্সে স্বাভাবিকভাবেই অর্থের পরিমাণ বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির।

English summary
IPL 2023: Kolkata Knight Riders Traded Lockie Ferguson And Rahmanullah Gurbaz From Gujarat Titans. Lockie Played 13 Matches For Gujarat Titans And Picked 12 Wickets That Included A 4-Wicket Haul.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X