For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়েই! জগদীশান ও বৈভব শাহরুখের দলে

Google Oneindia Bengali News

আইপিএল নিলামে মনে করা হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স অন্তত এবার বাংলার ক্রিকেটারদের নিতে চেষ্টা করবে। কিন্তু কোথায় কী? আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া যখন নিলানে অভিমন্যু ঈশ্বরনের নাম তুললেন তখন কেকেআর কর্তারা আগ্রহই দেখালেন না।

কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়েই

শিবম মাভিকে নেওয়ার চেষ্টা অল্প সময়ের জন্য চালালেও মুকেশ কুমারকে নেওয়ার কোনও চেষ্টাই তাঁরা করলেন না। অথচ বাংলার পেসার মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে ভারতীয় দলে কড়া নাড়ছেন। শেষ অবধি মুকেশকে সাড়ে ৫ কোটি টাকায় নিয়ে দিল্লি ক্যাপিটালস বুঝিয়ে দিল কতটা ভুল করল কেকেআর। অন্তত এবার যখন ইডেনে হোম ম্যাচ খেলবে নাইটরা, সেখানে চেনা পরিবেশে নাইটদের নায়ক হতেই পারতেন মুকেশ।

কলকাতা নাইট রাইডার্স নিলামে গিয়েছিল ৭.০৫ কোটি টাকা নিয়ে। ১১টি জায়গা খালি, তিন বিদেশিকে নেওয়ার সুযোগ। নিলাম প্রক্রিয়া কোচিতে শুরু হয়েছে বেলা আড়াইটেয়। সান্ধ্যকালীন ব্রেকের আগে অবধি কেকেআর সাকুল্যে ২ ক্রিকেটারকে নিতে পেরেছে। তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার এন জগদীশানকে ৯০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে কেকেআর। তিনি আসায় কেকেআরের ওপেনিং জুটির সমস্যা মিটতে পারে। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজও উইকেটকিপার এবং ওপেনার। ফলে কেকেআরে এমন দুই উইকেটকিপার রইলেন যাঁরা ওপেন করতে পারেন।

এ ছাড়া হিমাচল প্রদেশের পেসার বৈভব অরোরাকে দলে নিয়েছে কেকেআর। ২০ লক্ষ টাকার বিনিময়ে। কলকাতা নাইট রাইডার্স বৈভবকে নেওয়ার চেষ্টা করলে আসরে নামে লখনউ সুপার জায়ান্টস। বৈভবের বলে গতি যেমন রয়েছে, তেমনই দুই দিকেই স্যুইং করাতে পারেন। শেষ অবধি লখনউকে টেক্কা দিয়ে বৈভবকে দলে নিতে সক্ষম হয় কেকেআর।

জগদীশানের ক্ষেত্রেও কেকেআর প্রথমে আগ্রহ দেখায়। চেন্নাই সুপার কিংসও তামিলনাড়ুর ছেলেকে ধরে রাখতে চেয়েছিল। জগদীশানকে নিলামের আগে ছেড়ে দিয়েছিল সিএসকে। দর কষাকষি অবশ্য থেমে যায় ১ কোটির আগেই। চেন্নাই সুপার কিংস সরে দাঁড়াতেই কেকেআর জগদীশানকে নিশ্চিত করে ফেলে।

একনজরে দেখে নেওয়া যাক এখনও অবধি কেকেআর দল- কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অনুকূল রায়, হর্ষিত রানা, লকি ফার্গুসন, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীশান, বৈভব অরোরা।

English summary
IPL 2023: Kolkata Knight Riders Not Interested For Bengal Players. KKR Buy N Jagadeesan And Vaibhav Arora.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X