For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023: শার্দুল ঠাকুর এবার নাইট! দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে চমক কেকেআরের

Google Oneindia Bengali News

আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা কাল বিকেল ৫টা পর্যন্ত। তার আগে চমক দিল কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন ও রহমানুল্লাহ গুরবাজকে কিনে নিয়েছিল কেকেআর। একইভাবে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল ঠাকুরকে দলে নিল আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

শার্দুল ঠাকুর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে

শার্দুলকে দিল্লি ক্যাপিটালস থেকে কিনে নেওয়ার বিষয়টি আজই চূড়ান্ত হয়েছে বলে দাবি ইএসপিএন ক্রিকইনফোর। ঠাকুর এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে রয়েছেন। টি ২০ বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও নিউজিল্যান্ডে ভারতের একদিনের সিরিজের দলে রয়েছেন শার্দুলকে মেগা অকশন থেকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। সেবার শার্দুলকে নিতে ঝাঁপিয়েছিল তাঁর আগের দল চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স এবং পাঞ্জাব কিংস। শেষ অবধি শার্দুলকে নেয় দিল্লি ক্যাপিটালস।

চলতি বছরের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে মুম্বইয়ের এই অলরাউন্ডার ১৫টি উইকেট দখল করেন। ইকনমি ৯.৭৯, গড় ৩১.৫৩। ২০১৭ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন। গত আইপিএলেই তাঁর বোলিং পারফরম্যান্স সবচেয়ে খারাপ। আইপিএলে ৭৫টি ম্যাচ খেলেছেন শার্দুল। ৮২টি উইকেট নিয়েছেন ২৮.৫৪ গড় ও ৯.০৬ ইকনমি রেখে। ২০২০ ও ২০২১ সালের আইপিএলে তিনি যথাক্রমে ১০টি ও ২১টি উইকেট নিয়েছিলেন ৮.৫০ ও ৮.৮০ ইকনমিতে। ব্যাট হাতে গত আইপিএলে শার্দুল ১২০ রান করেন, স্ট্রাইক রেট প্রায় ১৩৮। শার্দুল ঠাকুর অবশ্য এবার টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করতে পারেননি। নিশ্চিতভাবেই তিনি আইপিএলে ভারতীয় দলে জায়গা পাকা করার সুযোগ পেতে চাইবেন আইপিএলে ভালো খেলেই।

ট্রেডিং উইন্ডো বন্ধ হচ্ছে আগামীকাল। এখনও অবধি অন্য দল থেকে প্লেয়ার কেনার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকেই। শার্দুল ঠাকুর হলেন তৃতীয় কোনও ক্রিকেটার, যাঁকে ট্রেডিংয়ের মাধ্যমে অন্য দল থেকে নিজেদের শিবিরে আনল কেকেআর। উল্লেখ্য, আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স থেকে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছে কেকেআর। এদিনই আবার কেকেআরের উইকেটকিপার-ব্যাটার, ইংল্যান্ডের স্যাম বিলিংস জানিয়ে দিয়েছেন, আগামী আইপিএলে তিনি খেলবেন না। প্যাট কামিন্স, টিম সাউদি, উমেশ যাদবদের সঙ্গে লকি ফার্গুসসন ও শার্দুল ঠাকুর আসায় নাইটদের বোলিং শক্তি বাড়ল নিশ্চিতভাবেই। শার্দুলকে নিয়ে ৭.২৫ কোটি টাকায় কেনা শিবম মাভিকে কেকেআর ছেড়ে দেবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

English summary
IPL 2023 Kolkata Knight Riders Have Traded India Allrounder Shardul Thakur From Delhi Capitals. He Is The Third Player Whom KKR Have Acquired Via A Trade.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X