For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সের স্বল্প পুঁজি, ভরাট করতে হবে অনেক ফাঁক

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলামের আসর বসছে কোচিতে। শুক্রবার। সব দলই নিজেদের পুঁজি অনুযায়ী রণকৌশল সাজানোর পরিকল্পনায় ব্যস্ত। কলকাতা নাইট রাইডার্স আসন্ন মরশুমে শক্তিশালী দল নিয়েই নামতে চলেছে। ইতিমধ্যেই দলে রয়েছেন ১৪ জন ক্রিকেটার। যদিও নিলামে অনেক জায়গা ভরাট করতে হবে কেকেআরকে। সামলাতে হবে স্বল্প পুঁজির চ্যালেঞ্জ।

কেকেআরে আছেন কারা?

কেকেআরে আছেন কারা?

রিটেনশন পর্ব থেকেই কলকাতা নাইট রাইডার্স এগিয়ে চলেছে সুপরিকল্পিতভাবে। ছেড়ে দিয়েছে অনেক ক্রিকেটারকে। ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিয়েছে শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজকে। ফেরানো হয়েছে লকি ফার্গুসনকেও। ১৪ জন ক্রিকেটারের দলে রয়েছেন চার পেসার ও দুই স্পিনার। টপ অর্ডার ব্যাটিং নিয়েও তেমন চিন্তা নেই। একনজরে দেখে নেওয়া যাক কেকেআর দলে কারা রয়েছেন: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম সাউদি, নীতীশ রানা, হর্ষিত রাণা, অনুকূল রায়, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব

অল্প পুঁজি

অল্প পুঁজি

আইপিএলে নিলামে ১০টি দলের মধ্যে সবচেয়ে কম অর্থ রয়েছে কেকেআরের ঝুলিতে। মাত্র ৭.০৫ কোটি টাকা পড়ে রয়েছে। এখনও ১১ জন ক্রিকেটারের জায়গা খালি। তাঁদের মধ্যে তিনজন বিদেশি।

কোন জায়গাগুলিতে বিকল্প জরুরি?

কোন জায়গাগুলিতে বিকল্প জরুরি?

বিশেষজ্ঞরা মনে করছেন, নিলামে কেকেআর একজন ভালো মানের ভারতীয় ওপেনিং ব্যাটার নিতে চাইবে। কেন না, আপাতত যা দল রয়েছে তাতে উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ওপেন করবেন। ভেঙ্কটেশ আইয়ার ওপেনিংয়ের বিকল্প হতে পারেন। তবে নিলাম থেকে কোনও অভিজ্ঞ ওপেনিং ব্যাটারকে নিতে চাইবে কেকেআর। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকেও নেওয়া হতে পারে। কেন না, বাবা ইন্দ্রজিৎ ও শেল্ডন জ্যাকসনকে ছেড়ে দেওয়া হয়েছে। স্যাম বিলিংস সরে দাঁড়িয়েছেন। ডেথ বোলিং ভালো করেন এমন বোলার প্রয়োজন। তাছাড়া আন্দ্রে রাসেল চোটপ্রবণ, ফর্মের ধারাবাহিকতাও নেই। ফলে তাঁর ব্যাক আপ হিসেবেও কাউকে নিলাম থেকে ঘরে তুলতে পারে নাইট শিবির। প্রথম একাদশে নিশ্চিত ক্রিকেটারদের ব্যাক আপ হিসেবে কতজনকে কেকেআর স্বল্প পুঁজির মধ্যে নিতে পারে সেটাও দেখার।

টার্গেটে কারা?

টার্গেটে কারা?

যে ক্রিকেটারদের কেকেআর টার্গেট করতে পারে তাঁদের মধ্যে রয়েছেন কুশল পেরেরা ও ফিল সল্ট। তাঁরা টপ অর্ডারে ঝোড়ো গতিতে রান তুলতে পারেন। খুব বেশি দর উঠবে বলেও মনে করা হচ্ছে না। এন জগদীশান ও ময়াঙ্ক আগরওয়ালকেও টার্গেট করতে পারে নাইটরা, যদিও এই ক্রিকেটারদের অন্য দলগুলিও নিতে চাইবে। পাওয়ারহিটিং ও ডেথ বোলিংয়ের কথা ভেবে রাসেলের ব্যাক আপ হিসেবে নেওয়া হতে পারে ডেভিড উইসেকে। যেহেতু কেকেআরের হাতে বেশি অর্থ নেই তাই আনক্যাপড বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়া হতে পারে। নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ছোট দলগুলিকে রঞ্জি চ্যাম্পিয়ন করানো চন্দ্রকান্ত ভারতীয় ক্রিকেটের খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল। তাই জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন ভারতীয় ক্রিকেটারদের নিতে তাঁর ইনপুট গুরুত্বপূর্ণ।

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না রোহিতের, ছিটকে গিয়েছেন আরও এক IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না রোহিতের, ছিটকে গিয়েছেন আরও এক

English summary
IPL 2023: Kolkata Knight Riders Auction Strategy, Not Much Money Left But Lot Of Gaps To Fill. They Currently Have A 14-Man Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X