For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল খেলতে পারবেন না, তবু কেন ঋষভ পন্থকে ডাগআউটে চাইছেন রিকি পন্টিং?

আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তবে তাঁকে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে সব সময় চাইছেন হেড কোচ রিকি পন্টিং।

  • |
Google Oneindia Bengali News

ঋষভ পন্থ গত মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে, আবারও হবে। চলতি বছরের বেশিরভাগ সময়টাই পন্থকে কাটাতে হবে মাঠের বাইরে। ফলে স্বাভাবিকভাবেই আইপিএলে খেলতে পারবেন না। কিন্তু তবুও আইপিএল চলাকালীন সব সময় ঋষভকে পাশে চাইছেন হেড কোচ রিকি পন্টিং।

পন্থকে চান পন্টিং

পন্থকে চান পন্টিং

ঋষভ পন্থের পরিবর্তে কে দিল্লি ক্য়াপিটালসকে নেতৃত্ব দেবেন তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। ডেভিড ওয়ার্নার বা পৃথ্বী শ-র মতো ক্রিকেটারদের নাম ঘুরপাক খাচ্ছে। তবে পন্থকে না পাওয়া যে দিল্লি ক্যাপিটালসের পক্ষে বড় ধাক্কা তা স্পষ্ট পন্টিংয়ের কথাতেই। তিনি আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পন্থের মতো ক্রিকেটারদের কোনও বিকল্প হয় না। এই ধরনের ক্রিকেটার গাছের ফলের মতো পরিপক্ক হন না। আমরা নিশ্চিতভাবেই পন্থের পরিবর্তে একজন উইকেটকিপার-ব্যাটার খুঁজছি। পন্থ মাঠে নেমে খেলতে না পারলেও আমরা তাঁকে দলের সঙ্গেই রাখতে চাই।

ঋষভের প্রশংসা

ঋষভের প্রশংসা

পন্থের অধিনায়কত্বের স্বভাবসিদ্ধ দক্ষতা, তাঁর আচার-আচরণ এবং সর্বোপরি হাসি মুখ যে তাঁদের খুবই পছন্দের তা জানিয়েছেন পন্টিং। তিনি বলেন, পন্থ যদি ট্রাভেল করার মতো অবস্থায় থাকেন তাহলে তাঁকে আমি ডাগআউটে নিজের পাশের আসনে বসাব। প্রত্যেক সপ্তাহে, প্রতিটি দিনেই। মার্চের মাঝামাঝি দিল্লিতে সকলের সঙ্গে মিলিত হব। আমাদের শিবির শুরু হবে। পন্থ যদি শিবিরে আসার মতো পরিস্থিতিতে থাকেন, তখন থেকেই তাঁকে দলের পাশে পেতে চাই।

টেস্টে অভাব অনুভব করবে ভারত

টেস্টে অভাব অনুভব করবে ভারত

আইপিএলে দিল্লি ক্যাপিটালস যেমন পন্থের অভাব অনুভব করবে, তেমনই বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ঋষভের না থাকা ভারতের কাছেও বড় ধাক্কা বলে মনে করেন পন্টিং। তিনি বলেন, তিনি এই বিশ্বের প্রথম সাতে রয়েছেন। পন্থের খেলা দেখে শুরুর দিকে মনে হতো তিনি টেস্টের চেয়েও একদিনের আন্তর্জাতিক বা টি ২০ আন্তর্জাতিকে বেশি কার্যকরী। কিন্তু সেই ভাবনা ভুল প্রমাণ করে দিয়েছেন পন্থ। তাঁর টেস্ট ক্রিকেটের পারফরম্যান্স অনবদ্য। আমাদের সকলেরই মনে আছে আগের অস্ট্রেলিয়া সফরেই তিনি কীভাবে ব্যাট করেছিলেন। ফলে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে তিনি যেমন মুখিয়ে ছিলেন, তেমনই বিশ্ব ক্রিকেটও পন্থের খেলা দেখার প্রতীক্ষা করছিল।

বিকল্প নিয়ে চর্চা

বিকল্প নিয়ে চর্চা

ঋষভ পন্থের বিকল্প হিসেবে দিল্লি ক্যাপিটালস কাকে বেছে নেবে তা নিয়ে চর্চা চলছে। এবারের মিনি অকশন থেকে পাঁচজন ক্রিকেটারকে নিলেও কোনও বিশেষজ্ঞ উইকেটকিপার নেয়নি দিল্লি ক্যাপিটালস। একমাত্র ইংল্যান্ডের ফিল সল্ট দলে রয়েছেন, যিনি বিশেষজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। সল্ট এসএ টি ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন। ভারতীয়দের মধ্যে সরফরাজ খান রয়েছেন যিনি মাঝেমধ্যে মুম্বইয়ের হয়ে কিপিং করেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তেও পার্ট-টাইম উইকেটকিপারের ভূমিকায় দেখা গিয়েছে সরফরাজকে।

English summary
IPL 2023: Delhi Capitals Coach Ricky Ponting Wants Rishabh Pant Sitting Beside Him In Dugout Every Day Of Week. Pant Has Been Ruled Out Of The IPL After Surviving A Horrific Car Accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X