For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023: ক্যামেরন গ্রিনকে চড়া দামে কিনে বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স, চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের ঘোষণাও

Google Oneindia Bengali News

আইপিএলের আগে অস্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি এবং বিসিসিআইয়ের এক ঘোষণায় চিন্তা বেড়েছে আইপিএলে সবচেয়ে সফল দলের। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁকে সাড়ে ১৭ কোটি টাকায় এবারের মিনি অকশন থেকে কিনেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। যদিও তিনি কটি ম্যাচে বল করতে পারবেন তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

গ্রিনকে নিয়ে জল্পনা

গ্রিনকে নিয়ে জল্পনা

ক্যামেরন গ্রিন এই মুহূর্তে আঙুলের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তবে ফেব্রুয়ারিতে ভারতে এসে প্রথম টেস্ট খেলতে নামার আগে গ্রিন সুস্থ হয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়া ভারতে এসে প্রথম টেস্ট নাগপুরে খেলবে, ৯ ফেব্রুয়ারি থেকে সেই টেস্ট শুরু। ১৭ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট দিল্লিতে। ১ মার্চ থেকে ধরমশালায় তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে চতুর্থ টেস্ট আমেদাবাদে। এরপর ১৯, ১৯ ও ২২ মার্চ যথাক্রমে মুম্বই, ভাইজাগ ও চেন্নাইয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। তারপর শুরু হবে আইপিএল।

আইপিএলের প্রথমে বোলিং করতে পারবেন না

আইপিএলের মিনি অকশন যেদিন হয় সেদিন সকালেই বিসিসিআইয়ের সিইও তথা আইপিএলের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন লিখিতভাবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিসিসিআইকে জানানো হয়েছে আইপিএলের পুরোটাই ক্যামেরন গ্রিন খেলবেন। তবে তিনি যদি বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্টেই খেলেন, তবে চতুর্থ টেস্ট শেষ হওয়ার দিন থেকে চার সপ্তাহ অবধি বোলিং করবেন না। এতে একটি বিষয় স্পষ্ট, ক্রিকেট অস্ট্রেলিয়া যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যবস্থা করেছে তাতে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেললেও ক্যামেরন গ্রিন বল করবেন না। গ্রিন যে ছন্দে রয়েছেন তাতে নিশ্চিতভাবেই তিনি ভারতের বিরুদ্ধে একদিনের দলে থাকবেন। যদি না আইপিএলের কথা ভেবে তাঁকে ওই সিরিজে বিশ্রাম দেওয়ার প্রয়োজন অনুভব করে অস্ট্রেলিয়া। যদিও চোটের কারণে এখন গ্রিন এমনিতেই মাঠের বাইরে, রিহ্যাব চলছে। তাতে ভারত সফরে এসে ওডিআই সিরিজে আদৌ তাঁকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটাই প্রশ্ন। অন্তত তার কয়েক মাস পর যখন ভারতেই বিশ্বকাপ।

ব্যাটার হিসেবে কি প্রথম একাদশে?

ব্যাটার হিসেবে কি প্রথম একাদশে?

গ্রিন ১৮টি টেস্টে ২৩টি, ১৩টি ওডিআইয়ে ১১টি ও ৮টি টি ২০ আন্তর্জাতিকে ৫টি উইকেট পেয়েছেন। টেস্টে ৬টি, ওডিআইয়ে ১টি ও টি ২০ আন্তর্জাতিকে ২টি অর্ধশতরান রয়েছে গ্রিনের। গ্রিন যদি বোলিং না করেন তবে তাঁকে শুধু ব্যাটার হিসেবেই আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে খেলানো হবে কিনা সেটাও দেখার। তবে বোলিং নিয়ে খুব একটা উদ্বেগ থাকার কথা নয়। কারণ, জসপ্রীত বুমরাহ চোট সারিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতের হয়ে মাঠে নামছেন। অন্যদিকে, ইংল্যান্ডের তারকা জোফ্রা আর্চারও দেশের জন্য খেলতে প্রস্তুত। তাঁরা থাকায় রোহিত শর্মার দলের বোলিং আক্রমণ যথেষ্টই সমীহযোগ্য।

বিসিসিআইয়ের ঘোষণাও চিন্তা বাড়াল

বিসিসিআইয়ের ঘোষণাও চিন্তা বাড়াল

রোহিত শর্মা, ঈশান কিষাণ, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব-সহ ভারতীয় দলের একঝাঁক তারকা রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁরা বিশ্বকাপের দলেও থাকবেন। এরই মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের এক ঘোষণা। প্রতি বছরই আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা বিভিন্ন ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে চলে। এবার বিসিসিআই জানিয়েছে, ভারতের যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলবেন তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সরাসরি নজরদারি চালাবে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি। অর্থাৎ সবাই যে সব আইপিএল ম্যাচ খেলতে পারবেন না সেটা স্পষ্ট। এনসিএ-কে এভাবে যোগ করার বিষয়টি বিসিসিআই নিলামের আগে স্পষ্ট করলে ভালো হতো বলেই মনে করছে মুম্বই-সহ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি।

English summary
IPL 2023: Australian Allrounder Cameron Green Will Not Be Able To Bowl Till April 13. Cricket Australia's Workload Management Policy Let Mumbai Indians In Trouble.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X