For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: সানরাইজার্স হায়দরাবাদের কাছে সর্বাধিক পুঁজি, কাদের টার্গেট করা হচ্ছে আইপিএল নিলামে?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম শুক্রবার কোচিতে। আজ থেকেই সেখানে পৌঁছে যাওয়ার কথা ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। সব দলই নিলামের আগে শেষ মুহূর্তের রণকৌশল তৈরিতে ব্যস্ত। গত আইপিএলের ব্যর্থতা কাটিয়ে গোটা দল ঢেলে সাজাতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিলামে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়েই যাচ্ছে নিজামের শহর।

কারা রয়েছেন অরেঞ্জ আর্মিতে?

কারা রয়েছেন অরেঞ্জ আর্মিতে?

সানরাইজার্স হায়দরাবাদ চলতি বছরের আইপিএলে শেষ করেছিল অষ্টম স্থানে থেকে। টুর্নামেন্টের মাঝামাঝি অবধি ভালো জায়গায় থেকেও শেষরক্ষা হয়নি। অধিনায়ক কেন উইলিয়ামসন-সহ বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বেশি অঙ্কের গত নিলাম থেকে তারা কিনেছিল নিকোলাস পুরাণকে, তাঁকেও রিটেন করেনি এসআরএইচ। একনজরে দেখে নেওয়া যাক এখনও অবধি সানরাইজার্স হায়দরাবাদ দলে কারা রয়েছেন- আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।

সবচেয়ে বেশি পুঁজি

সবচেয়ে বেশি পুঁজি

সানরাইজার্স হায়দরাবাদ তারকা-সহ বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় নিলামে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে পারবে। তাদের ঝুলিতে রয়েছে ৪২.২৫ কোটি টাকা। চার বিদেশি-সহ ১৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে অরেঞ্জ আর্মি।

বাছতে হবে অধিনায়ক

বাছতে হবে অধিনায়ক

সানরাইজার্স হায়দরাদকে নিলাম থেকে এমন একজন ক্রিকেটারকে নিতে হবে যিনি নেতৃত্ব দিতে পারবেন। যদি না, সানরাইজার্স ভুবনেশ্বর কুমারের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয়। তবে ভুবিকে ক্যাপ্টেন করা না হলে সানরাইজার্স চাইবে এমন একজন টপ অর্ডার ব্যাটারকে নিতে যিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন। উইকেট তুলে নিতে দক্ষ এমন একজন রিস্টস্পিনারের সন্ধানও চালাবে হায়দরাবাদ। প্রয়োজন রয়েছে পেস বোলিং অলরাউন্ডারেরও। গ্লেন ফিলিপস থাকলেও একজন বিশেষজ্ঞ উইকেটকিপারও নিতে হবে হায়দরাবাদকে।

ব্যাটারদের দিকে নজর

ব্যাটারদের দিকে নজর

সানরাইজার্স হায়দরাবাদ নিলামে বড় অঙ্কে তারকাদের কিনে নেওয়ার পরিস্থিতিতে রয়েছে। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস থাকবেন হায়দরাবাদের নজরে। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্টোকস পাওয়ারপ্লে ও মাঝের ওভারে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তাঁকে নিয়ে ক্যাপ্টেন করতেই পারে সানরাইজার্স, তবে নিলামে অন্য দলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াইও চালাতে হবে। সেই সঙ্গে নিকোলাস পুরাণকে কম অর্থের বিনিময়ে দলে ফেরানোর চেষ্টা চালাবে অরেঞ্জ আর্মি। পুরাণ এলে উইকেটকিপিং নিয়েও চিন্তা থাকবে না। স্টোকস ও পুরাণকে নিলে রাহুল ত্রিপাঠীকে ওপেন করতে পাঠানো হতে পারে অভিষেক শর্মার সঙ্গে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে ব্যাটিং অর্ডারে ভারসাম্য আসবে। মিডল অর্ডারে নেমে ঝোড়ো ব্যাট করতে পারেন এমন কাউকে নিতে চাইবে সানরাইজার্স। বিদেশিদের মধ্যে রাইলি রুসো বা হ্যারি ব্রুকের মধ্যেও কাউকে টার্গেট করা হতে পারে।

বোলিং বৈচিত্র্য

বোলিং বৈচিত্র্য

সানরাইজার্সে ইতিমধ্যেই তিন বাঁহাতি জোরে বোলার রয়েছেন। টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার সেরা ক্রিকেটারও থাকবেন সানরাইজার্সের নজরে। মাঝের ওভারে উইকেট তুলে নিতে ইংল্যান্ড আদিল রশিদ ও অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পার উপর নির্ভর করে। এই দুই ক্রিকেটারের মধ্যে অন্তত একজনকে নিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিলামে জোর টক্কর হতে পারে সানরাইজার্সের। সৌরাষ্ট্রের পেস বোলিং অলরাউন্ডার প্রেরক মাঁকড় থাকতে পারেন সানরাইজার্সের পরিকল্পনায়। প্রেরকের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। উইকেটকিপার হিসেবে এন জগদীশান ও কেএস ভরতের মধ্যে একজনকে নিতে পারে সানরাইজার্স। জম্মু ও কাশ্মীরের জোরে বোলার শাহরুখ দার সানরাইজার্সে নেট বোলার হিসেবে ছিলেন। তাঁকেও নিলাম থেকে কিনতে পারে অরেঞ্জ আর্মি। দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগ এসএ২০-তে সানরাইজার্সের দলে রয়েছেন ইয়র্কার বিশেষজ্ঞ ওটনিয়েল বার্টম্যান। তার ইকনমিও ভালো। তাঁকেও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে দেখা যেতে পারে।

English summary
IPL 2023 Auction: Sunrisers Hyderabad Have Most Money To Spend, 13 Places To Fill. SRH Can Buy 4 Overseas Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X