For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: রাজস্থান রয়্যালস ব্যাটিং অলরাউন্ডারের খোঁজে, নিলামের আগে সঞ্জুরা দাঁড়িয়ে কোথায়?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের সর্বশেষ সংস্করণে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজস্থান রয়্যালকে। ফাইনালে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। আগামী আইপিএলের জন্য ঘর গুছিয়ে নিতে সকলেই তাকিয়ে ২৩ ডিসেম্বরের নিলামের দিকে। রাজস্থান রয়্যালস কোর টিমটাকে ধরে রেখেছে, তবে নিলামে ভালো প্লেয়ার তোলার জন্য পর্যাপ্ত পুঁজি নেই।

রাজস্থান রয়্যালস ধরে রেখেছে প্রধান প্লেয়ারদের

রাজস্থান রয়্যালস ধরে রেখেছে প্রধান প্লেয়ারদের

২০০৮ সালের পর এবারই প্রথম রাজস্থান রয়্যালসের সেরা মরশুম গিয়েছে। রানার-আপ দল থেকে রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগে ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এখনও অবধি রাজস্থান রয়্যালসে কারা রয়েছেন- সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা।

নিলামের পুঁজি

নিলামের পুঁজি

রাজস্থান রয়্যালস নিলামে যাচ্ছে ১৩.২ কোটি টাকার পুঁজি নিয়ে। এখনও দলে ৯টি জায়গা খালি রয়েছে। চার বিদেশিকে নিতে পারবে রাজস্থান রয়্যালস। ভালো মানের ক্রিকেটার নিতে গেলে অবশ্য রাজস্থানের পকেটে যা রয়েছে তা পর্যাপ্ত নয় বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ব্যাটিং অলরাউন্ডারে জোর

ব্যাটিং অলরাউন্ডারে জোর

রাজস্থান রয়্যালসের মূল শক্তি হলো টপ অর্ডার। জস বাটলার, যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন থাকায় প্রথম তিন শক্তিশালী। তবে এরপর দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ গত মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেননি। পরাগ ছাড়া কেউ বল করতেও পারেন না। ফলে ব্যাটিং অলরাউন্ডারের জন্য নিলামে ঝাঁপাতে পারে রাজস্থান রয়্যালস। জিমি নিশামকে ছেড়ে দিয়েছে রাজস্থান, তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে যেমন ভূমিকা পালন করতে দক্ষ, তেমনই কাউকে চাইবেন এই ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণর পাশাপাশি অশ্বিন-চাহাল জুটি রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণকে সমীহযোগ্য করে তুলেছে। তবে এই বোলারদের ব্যাক আপ হিসেবে কয়েকজন বোলারকেও রাজস্থান নিতে পারে। এই দলের হয়ে খেলে অনেক ক্রিকেটারই অখ্যাত থেকে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। ফলে দেশের কোনও অনামী ক্রিকেটারকে নিয়েও চমক দিতে পারে রাজস্থান রয়্যালস।

নজরে কারা?

নজরে কারা?

অলরাউন্ডারদের মধ্যে স্যাম কারান, বেন স্টোকস ও ক্যামেরন গ্রিনের মধ্যে কোনও একজনকে নিতে পারে রাজস্থান রয়্যালস। তবে কেকেআর, আরসিবির পরেই সবচেয়ে স্বল্প পুঁজি বড় নাম নেওয়ার ক্ষেত্রে রাজস্থান রয়্যালসকে সমস্যায় ফেলতে পারে। ফলে শাকিব আল হাসান, দাসুন শনাকা, জেসন হোল্ডার, সিকান্দর রাজার মতো ক্রিকেটারদের টার্গেট করা হতে পারে। ব্যাক আপ ব্যাটারও তারা নিতে চাইবে। সেক্ষেত্রে টপ ও মিডল অর্ডারে ব্যাটিংয়ে কার্যকরী হ্যারি ব্রুককে নেওয়ার চেষ্টা করা হতে পারে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসে খেলা নাজিবুল্লাহ জাদরানকে আইপিএলের দলে নিতে পারে রাজস্থান। ভারতীয় ব্যাটারদের মধ্যে রোহন কুন্নুম্মল, বিক্রমকুমার দাস, চিরাগ গান্ধীদের টার্গেট করা হতে পারে। ওবেদ ম্যাককয় রয়েছেন, তাঁর সঙ্গে রিস টপলে, ক্রিস জর্ডন, জশ লিটলদের মধ্যে কাউকে নিতে দলকে শক্তিশালী করা হতে পারে। মুম্বইয়ের বাঁহাতি স্পিনার শামস মুলানি, হিমাচল প্রদেশের ব্যাটিং অলরাউন্ডার সুমিত ভার্মার জন্যও ঝাঁপাতে পারে রয়্যালস।

English summary
IPL 2023 Auction Strategy: Rajasthan Royals Need Batting Allrounders. There Are Nine Places To Fill Including Four Overseas Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X