For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: কারানকে অল্পের জন্য ধরতে পারলেন না চমক দেখানো গ্রিন, অলরাউন্ডারদের কে কোথায়?

Google Oneindia Bengali News

আইপিএল মিনি অকশনে ব্যাটারদের তালিকায় ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে তার পরের সেটে টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের সতীর্থকে টপকে গেলেন স্যাম কারান। আইপিএল নিলামের ইতিহাসে এখনও অবধি তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার। অলরাউন্ডারদের তালিকায় আকাশছোঁয়া দর উঠবে ভাবাই গিয়েছিল। হলোও সেটাই।

এদিনের আইপিএল নিলামে দ্বিতীয় সেটটি ছিল অলরাউন্ডারদের জন্য। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানকে নিতে আগ্রহী হননি কোনও ফ্র্যাঞ্চাইজি কর্তারা। তিনি আপাতত অবিক্রিত থেকে যান। যদিও এরপরই টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার ইংল্যান্ডের স্যাম কারানের সর্বকালীন রেকর্ড দর ওঠে। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় পাঞ্জাব কিংস। এর আগে, ২০২১ সালের মিনি অকশনে ক্রিস মরিসের দর উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। তিনি টপকে গিয়েছিলেন যুবরাজ সিংকে। ২০১৫ সালে তাঁকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০২০ সালে প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের আইপিএল নিলামে ১৫ কোটি টাকা দর উঠেছিল কাইল জেমিসনের। তাঁকে নিয়েছিল আরসিবি।

কারানকে অল্পের জন্য ধরতে পারলেন না গ্রিন

ক্যামেরন গ্রিনকে নিতেও জোরদার লড়াই চলতে থাকে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁর জন্য দর ঝড়ের গতিতে উঠতে থাকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই চলতে থাকে মুম্বই ইন্ডিয়ান্সের। একটা সময় মনে হচ্ছিল তিনি বোধ হয় ভেঙেই দেবেন কারানের রেকর্ড। যদিও সেটা আর হয়নি। শেষ অবধি ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট বেন স্টোকসকে কিনেছিল ১৪.৫ কোটি টাকায়। সেই নজির টপকে স্টোকস গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট বেন স্টোকসকে কিনেছিল ১৪.৫ কোটি টাকায়। স্টোকসের এবার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে নিতে প্রথমেই ঝাঁপায় রাজস্থান রয়্যালস। আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর হঠাৎই এই লড়াইয়ে ঢুকে পড়ে ৭ কোটি টাকা দর দেয় লখনউ সুপার জায়ান্টস। আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দরাবাদও। লখনউয়ের সঙ্গে হায়দরাবাদের জোর টক্কর চলতে থাকে। এরপর আসরে নামে চেন্নাই সুপার কিংস। সিএসকে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দর হাঁকে। শেষ অবধি লখনউকে পিছনে ফেলে সিএসকে ১৬.২৫ কোটি টাকায় স্টোকসে নিয়ে নেয় মহেন্দ্র সিং ধোনির দল। দীপক চাহারকে টপকে স্টোকসই এখন চেন্নাই সুপার কিংসের সবচেয়ে দামি ক্রিকেটার।

এ ছাড়া বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় ওডেন স্মিথকে নিয়েছে গুজরাত টাইটান্স। একই পরিমাণ টাকায় জিম্বাবোয়ের সিকান্দর রাজাকে নিয়েছে পাঞ্জাব কিংস। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। জেসন হোল্ডারকে ৫.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

English summary
IPL 2023 Auction: Mumbai Indians Buy Cameron Green By 17.5 Cr. Curran In PBKS, Stokes Will Play For CSK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X