For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 GT SQUAD: টি ২০ বিশ্বকাপে হ্য়াটট্রিক করা বোলারকে সবচেয়ে বেশি দামে কিনল গুজরাত টাইটান্স

IPL 2023 GT SQUAD: টি ২০ বিশ্বকাপে হ্য়াটট্রিক করা বোলারকে সবচেয়ে বেশি দামে কিনল গুজরাত টাইটান্স

Google Oneindia Bengali News

আইপিএলে আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স। রিটেনশন লিস্ট চূড়ান্ত হওয়ার পর দেখা যায় চ্যাম্পিয়ন দলে খুব বেশি রদবদল করেনি এই ফ্র্যাঞ্চাইজি। লকি ফার্গুসন ও রহমানুল্লাহ গুরবাজকে ট্রেডিংয়ের মাধ্যমে দিয়েছিল কেকেআরে। এদিন নিলামে তাই পর্যাপ্ত পুঁজি নিয়ে খালি জায়গাগুলি ভরাট করে নিল গুজরাত টাইটান্স।

IPL 2023 GT SQUAD: টি ২০ বিশ্বকাপে হ্য়াটট্রিক করা বোলারকে সবচেয়ে বেশি দামে কিনল গুজরাত টাইটান্স

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে চমক দিয়েছিলেন আয়ারল্যান্ডের পেসার জোশুয়া লিটল। তাঁকেই এদিন দলে নিয়েছে গুজরাত টাইটান্স। তিনি এর আগে চেন্নাই সুপার কিংসে ছিলেন নেট বোলার হিসেবে। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। গুজরাত টাইটান্স তাঁকে নেওয়ার জন্য শুরুতেই ঝাঁপায়। লখনউ সুপার জায়ান্টসও আগ্রহ দেখায়। দর কষাকষি কোটির গণ্ডি স্পর্শ করে এগিয়ে যেতে থাকে। শেষ অবধি ৪.৪ কোটি টাকায় লিটলকে নিতে সক্ষম হয় গুজরাত টাইটান্স।

জোশুয়া লিটল আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেলেন। টি ২০ বিশ্বকাপে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। কুর্টিস ক্যাম্ফারের পর দ্বিতীয় আইরিশ ক্রিকেটার হিসেবে। অ্যাডিলেডে নিউজিল্যান্ড ইনিংসের ১৯তম ওভারে তিনি আউট করেছিলেন কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে। ২২ রানের বিনিময়ে তিনি ৩ উইকেট নেন। তাঁর হ্যাটট্রিকের অন্যতম শিকার কেন উইলিয়ামসন এখন গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ হবেন।

গুজরাত টাইটান্সে উইকেটকিপার হিসেবে আগে থেকেই ছিলেন ম্যাথু ওয়েড ও ঋদ্ধিমান সাহা। এবার সেই তালিকায় যোগ হলো কেএস ভরতের নাম। ৬ কোটি টাকায় শিবম মাভিকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স। একনজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে কাদের ঘরে তুলল গুজরাত টাইটান্স- কেন উইলিয়ামসন (২ কোটি টাকা), ওডেন স্মিথ (৫০ লক্ষ টাকা), কেএস ভরত (১ কোটি ২০ লক্ষ টাকা), শিবম মাভি (৬ কোটি টাকা), উর্ভিল প্যাটেল (২০ লক্ষ টাকা), জোশুয়া লিটল (৪.৪ কোটি টাকা), মোহিত শর্মা (৫০ লক্ষ টাকা)। এ ছাড়াও গুজরাত টাইটান্সে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, আলজারি জোসেফ, বি সাই সুদর্শন, দর্শন নালকাণ্ডে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, নূর আহমেদ, প্রদীপ সাঙ্গওয়ান, আর সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, যশ দয়াল। সবমিলিয়ে আইপিএল চ্যাম্পিয়নরা যে দল গড়ল তাতে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন দলের শক্তি বাড়ল নিশ্চিতভাবেই।

IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের? IPL 2023 SRH Squad: সানরাইজার্স হায়দরাবাদের ছিল সবচেয়ে বেশি অর্থ, আইপিএল নিলাম থেকে নিল কাদের?

English summary
IPL 2023 Auction Joshua Little Most Expendive Buy For Gujarat Titans Check The Full Squad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X