For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: পাকিস্তানে চমকপ্রদ টেস্ট অভিষেকে নজির গড়া বোলার আইপিএল নিলামে ম্যাকালামের বাজি

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম কোচিতে শুক্রবার। অনেক ফ্র্যাঞ্চাইজিই চাইছে ভালো মানের স্পিনারকে দলে নিতে। এই পরিস্থিতিতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন হেড কোচ তথা বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের বাজি, ১৮ বছরের এক লেগ স্পিনার।

আইপিএল নিলামে চমক দেখাতে পারেন ইংল্যান্ডের এই স্পিনার

পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে অভিষেক হয়েছে রেহান আহমেদের। অভিষেক টেস্টেই নিয়েছেন পাঁচ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট দখল করার নজিরও গড়ে ফেলেছেন। প্রথম ইনিংসে ২২ ওভারে ২টি মেডেন-সহ ৮৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ১৪.৫ ওভার ১ মেডেন ৪৮ রান খরচ করে ৫ উইকেট। এই টেস্টটি ৮ উইকেটে জিতে পাকিস্তানকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

এরই মধ্যে বিসিসির টেস্ট ম্যাচ স্পেশ্যাল অনুষ্ঠানে ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, রেহান আহমেদ আইপিএলে খেলার সুযোগ পেলে তা দারুণ ব্যাপার হবে। বিভিন্ন কোচের প্রশিক্ষণে, নানাবিধ ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ মিলবে। সেই অভিজ্ঞতা কার্যকরী হবে। ১৮ বছরের কতজন ক্রিকেটার এমন সুযোগ পান? আমি মনে করি রেহানকে আইপিএলে খেলার জন্য উৎসাহিত করা উচিত।

রেহানের প্রশংসা করে ম্যাকালাম বলেন, ওঁর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেট মহলেও অনেক দিন ধরেই তাঁর উপর সকলের বজর রয়েছে। বেন স্টোকসরা তাঁর দক্ষতার উপর আস্থা রেখে সুযোগ দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এমনটা যত বেশি হবে তত এমন প্রতিভা আমরা তুলে আনতে পারব। তাঁদের বড় মঞ্চে নিজেদের প্রতিভা ও দক্ষতা মেলে ধরার সুযোগ দিতে পারব। রেহানের মতো ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে সমৃদ্ধ হয়ে উঠতে পারবেন বলে নিশ্চিত ম্যাকালাম।

প্রাক্তন নাইট কোচের কথায়, রেহানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি হয়তো সব সময় দলে থাকবেন না। তবে আমি তাঁকে যত বেশি সম্ভব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পরামর্শ দেব। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলার অভিজ্ঞতা হবে তাঁর। বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন কোচের প্রশিক্ষণে আলাদা আলাদা পরিস্থিতিতে। স্কিল নিয়ে কোনও সমস্যা নেই। অ্যাটিটিউড অনবদ্য। এখন দরকার যত বেশি সম্ভব তাঁকে অভিজ্ঞ করে তোলা। সেটা টেস্ট পর্যায়ে যেমন হয়, তেমনই লিগেও হয়। বিভিন্ন লিগে খেললে তা ইংল্যান্ডের অল্পবয়সি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। কঠোর পরিশ্রম করলে, দক্ষতা, খেলার প্রতি প্যাশন থাকলে প্রত্যাশার চেয়ে অনেক আগে কোনও কিছু অর্জন যে করা যায়, সেই বিশ্বাসটাই জন্মাবে সকলের মধ্যে। এখন দেখার ম্যাকালামের এই তুরুপের তাস আইপিএলে কোন দলে খেলার সুযোগ পান বা আদৌ পান কিনা।

অনুষ্টুপের অপরাজিত শতরান, যোগ্য সঙ্গত শাহবাজ-আকাশের! হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে বাংলাঅনুষ্টুপের অপরাজিত শতরান, যোগ্য সঙ্গত শাহবাজ-আকাশের! হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে বাংলা

English summary
IPL 2023 Auction: It Would Be Awesome For Rehan Ahmed To Play In IPL Feels Brendon McCullum. Rehan Became The Youngest Man To Take A Five-Wicket Haul On Test Debut.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X