For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: দিল্লি ক্যাপিটালসের হাতে ৫ ক্রিকেটার নিতে পর্যাপ্ত অর্থ, অলরাউন্ডারের খোঁজ পন্থের দলের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের মিনি অকশন কাল হবে কোচিতে। ১০টি দল সর্বাধিক ৮৭ জন ক্রিকেটারকে নিতে পারবে। মিনি অকশনেও অনেক ক্রিকেটার আকাশছোঁয়া দর পেয়ে থাকেন। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং ও বোলিং শক্তি যথেষ্টই ভালো। তবে ভালো মানের অলরাউন্ডার নিতে চাইবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল।

দিল্লি ক্যাপিটালস মূল দল ধরে রেখেছে

দিল্লি ক্যাপিটালস মূল দল ধরে রেখেছে

চলতি বছরের আইপিএলে প্লে অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তবে দলে খুব বড়সড় রবদলের পথে হাঁটেনি তারা। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারই ওপেন করবেন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন অভিজ্ঞ ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলের সঙ্গে রয়েছেন যশ ঢুল, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। সরফরাজ দারুণ ছন্দে রয়েছেন, মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চারজন ক্রিকেটারকে দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে। এ ছাড়া ট্রেডিংয়ের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সে শার্দুল ঠাকুরকে পাঠিয়ে দলে নিয়েছে জোরে বোলার আমন খানকে। দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস দলে কারা রয়েছেন- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিডি, মুস্তাফিজুর রহমান, আমন খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্টওয়াল।

নিলামের পুঁজি

নিলামের পুঁজি

আইপিএল নিলাম থেকে দুই বিদেশি-সহ ৫ জন ক্রিকেটারকে নিতে পারবে দিল্লি ক্যাপিটালস। তাদের কাছে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা।

অলরাউন্ডারের প্রয়োজনীয়তা

অলরাউন্ডারের প্রয়োজনীয়তা

দিল্লি ক্যাপিটালস নিলাম থেকে একজন ভালো মানের বিদেশি অলরাউন্ডার নিতে চাইবে। মিচেল মার্শ থাকলেও তিনি চোট সমস্যায় ভোগেন। বিগ ব্যাশ লিগেও খেলতে পারছেন না গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে। ফলে এমন কোনও অলরাউন্ডারকে দিল্লি নিতে চাইবে যিনি টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি কয়েক ওভার বোলিংও করতে পারবেন। এ ছাড়া টিম সেইফার্ট ও কে এস ভরতকে ছেড়ে দেওয়ায় দিল্লি ক্যাপিটালস অন্তত একজন উইকেটকিপার নিতে চাইবে। যদিও পন্থ উইকেটকিপিং করবেন, সরফরাজও মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কিপিং করেছেন। আনরিখ নরকিয়ার মতো জোরে বল করতে পারেন এমন কোনও বোলারকেও নিতে চাইবে দিল্লি।

গ্রিন টার্গেট?

গ্রিন টার্গেট?

দিল্লি ক্যাপিটালসও নিশ্চিতভাবেই স্যাম কারান ও ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে। বিশেষ করে গ্রিনের জন্য। দিল্লি ক্যাপিটালসের ঠিক যেমন অলরাউন্ডার দরকার তাঁর সমস্ত গুণই রয়েছে গ্রিনের মধ্যে। যদিও নিলামে অন্য দলগুলির সঙ্গে বিড যুদ্ধে নামতে হবে ক্যাপিটালসকে। মিডল অর্ডারে বিগ হিটার নিতে চাইলে এন জগদীশান ও হ্যারি ব্রুককে নেওয়ারও চেষ্টা চালাতে পারে দিল্লি। নরখিয়ার ব্যাক-আর হিসেবে রাইলে মেয়ারডিথকে নেওয়ার চেষ্টা চালাতে পারে তারা। ভারতীয় জোরে বোলার নিতে চাইলে কেএম আসিফকে টার্গেট করা হতে পারে।

English summary
IPL 2023 Auction: Delhi Capitals Need Five Spots To Fill. They Will Look For Allrounders And Indian Pacer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X