For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: ব্র্যাভোর বিকল্প হিসেবে কাদের ভাবছে চেন্নাই সুপার কিংস? নিলামে ধোনিদের রণকৌশল কী?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে এ বছর ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। ২০২০ সালেও চেন্নাই সুপার কিংস প্লে অফে যেতে পারেনি, কিন্তু ২০২১ সালে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালের পর মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আগামী কয়েক বছরের জন্য সিএসকের কোর টিম তৈরি করাই এবারের বড় চ্যালেঞ্জ।

ব্র্যাভোহীন সিএসকে দলে কারা?

ব্র্যাভোহীন সিএসকে দলে কারা?

ডোয়েইন ব্র্যাভো আইপিএল থেকে অবসর নিয়েছেন। ডেথ ওভারে তাঁর বোলিং মহেন্দ্র সিং ধোনির বড় অস্ত্র ছিল। আইপিএলে ব্র্যাভো সর্বাধিক উইকেটশিকারীও। এবারের আইপিএলে ব্র্যাভো দলের সঙ্গে থাকছেন বোলিং কোচ হিসেবে। বিতর্ক ও জল্পনায় ইতি টেনে রবীন্দ্র জাদেজাকেও ধরে রেখেছে সিএসকে। আইপিএল নিলামের আগে চেন্নাই সুপার কিংসে কারা রয়েছেন একনজরে তা দেখে নেওয়া যাক: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ুডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি, শিবম দুবে, রাজ্যবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমরজিৎ সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা।

চেন্নাই সুপার কিংসের পুঁজি

চেন্নাই সুপার কিংসের পুঁজি

আইপিএলের নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে চেন্নাই সুপার কিংস। তাঁদের মধ্যে ২ জন বিদেশিকে নেওয়ার সুযোগ রয়েছে। নিলামে ধোনির দলের পুঁজি রয়েছে ২০.৪৫ কোটি টাকা।

কোন কোন বিভাগে জোর?

কোন কোন বিভাগে জোর?

চেন্নাই সুপার কিংসের হাতে থাকা অর্থের বেশিরভাগটা লাগতে পারে ব্র্যাভোর পরিবর্ত ঠিক করতে। সেই সঙ্গে দুজন ভারতীয় ব্যাটার নেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকে-র। এই দুজনের মধ্যে একজন ধোনির ব্যাক আপ উইকেটকিপার হতে পারেন। একইসঙ্গে ভারতীয় এবং বিদেশি জোরে বোলারদের দলে নিয়ে বোলিং আক্রমণ বৈচিত্র্যপূর্ণ ও শক্তিশালী করা হতে পারে। কেন না, গত মরশুমে মুকেশ চৌধুরী ছাড়া সেভাবে কেউই ধারাবাহিকভাবে ভরসা দিতে পারেননি। যদিও তরুণ বোলারদের প্রতি আস্থা দেখিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কোনও ভারতীয় রিস্টস্পিনারকেও দলে নেওয়া হতে পারে।

ব্র্যাভোর বদলি কারান?

ব্র্যাভোর বদলি কারান?

ডোয়েইন ব্র্যাভোর বিকল্প হিসেবে সিএসকের প্রথম টার্গেট হতে পারেন স্যাম কারান। টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার আইপিএলে ২০২০ ও ২০২১ সালে সিএসকের জার্সিতে ২৩টি ম্যাচ খেলেছিলেন। ব্র্যাভো না থাকায় ডেথ ওভারে ধোনির আস্থাভাজন বোলারের দায়িত্ব পালন করতে পারবেন কারান। লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকরী ভূমিকাও পালন করতে পারবেন। ২০২০ সালে সিএসকে ৫.৫ কোটি টাকায় কারানকে নিয়েছিল। ২০২২ সালের আইপিএলে রবিন উথাপ্পা সিএসকের হয়ে ভালো খেলেছিলেন। মিডল অর্ডারে তাঁর বিকল্প হিসেবে ময়াঙ্ক আগরওয়ালকেও নিতে পারে সিএসকে। ময়াঙ্ক ওপেন করলেও গত আইপিএলে তিনি মিডল অর্ডারে নিজেকে নামিয়ে এনেছিলেন। টি ২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের জস লিটল ৭ ম্যাচে ৭ ইকনমি রেট রেখে ১১ উইকেট নেন। হ্যাটট্রিকও করেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাঁকে সিএসকে নিলামে টার্গেট করতে পারে। ভারতীয় জোরে বোলারদের মধ্যে সিএসকে নিতে পারে জয়দেব উনাদকাটকে।

English summary
IPL 2023 Auction: Chennai Super Kings Will Try To Bring Back Sam Curran. CSK Have 9 Slots Available Including Two Overseas Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X