For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২২ : হাতের পাঁচ শুধু আইপিএল, খড়কুটো আঁকড়ে নিজেকে প্রমাণে মরিয়া অজিঙ্ক রাহানে

Google Oneindia Bengali News

তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন। শেষ আশার মতো দাঁড়িয়ে ছিল টেস্ট ক্রিকেট। সেটাও গিয়েছে। জায়গা নিয়েছেন শ্রেয়স আইয়ার। সেই শ্রেয়সই আবার তাঁর ফ্র্যাঞ্চাইজি লিগের অধিনায়ক। তিনি অজিঙ্ক রাহানে। তিনি ফর্ম ফেরাতে রঞ্জি খেলছিলেন। একবার ভালো খেললেও আবার শুরু হয়ে গিয়েছে তাঁর খারাপ ব্যাটিং। ব্যাটে রানই নেই। এমন অবস্থায় অনেকেই ভেবেছিলেন তাঁকে কেউ আইপিএলে নেবে না। দিল্লি আগেই ছেড়েছে। এবার তাঁকে কে দলে নেবে সেই প্রশ্ন উঠছিল নিলামের আগে। তাঁর জন্য ভাগ্যদয় ঘটায় কলকাতা নাইট রাইডার্স। তাঁকে দলে নেয় তাঁরা।

আইপিএল ২০২২ : হাতের পাঁচ ২০২২ আইপিএল, খড়কুটো ধরে খেলতে মরিয়া রাহানে

এবার ঘটনা হল জাতীয় দল আজিঙ্কা রাহানে রঙিন জার্সিতে শেষ খেলেছেন ২০১৮ সালে। তাও সে ছিল ৫০ ওভারের ম্যাচ। টি-২০ থেকে ব্রাত্য হন তারও আগেই। হাতের পাঁচ ছিল সম্মান ও ইতিহ্যের টেস্ট জার্সি এবং সহ অধিনায়কত্ব। চরম খারাপ ব্যাটিংয়ে সহ অধিনায়কত্ব এবং দলে জায়গা দুই গিয়েছে। অজিদের মাঠে টেস্ট সিরিজ জেতানো অধিনায়কত্বও তাঁর জায়গা বাঁচাতে পারেনি। এবার কেরিয়ার বাঁচিয়ে রাখতে তাঁর শেষ অপশন আইপিএল ২০২২। এটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ভালো খেললে অস্তমিত রাহানের কেরিয়ার সূর্য আবার আশার কিরণ দেখতে পারে।

প্রশ্ন হল তিনি কী দলে জায়গা পাবেন? দিল্লি দলে থাকাকালীন তাঁরা টিম কম্বিনেশনে তাঁর জায়গা হয়নি। ওপেন করালেও তিনি রান পাননি। দল থেকে বাদ গিয়েছেন। এবার কেকেআর। সেখানে হয় চার নম্বর , নয় ওপেন। জায়গা হতে পারে। তবে সেটা ধরে রাখতে গেলে তাঁকে খেলতে রাজস্থান রয়্যালদের রাহানের মতো। যেখানে প্রত্যেক ম্যাচে তিনি ও রাহুল দ্রাবিড় দারুণ শুরু করতেন। প্রত্যেক ম্যাচে রাহানের ৪০ টা রান বাঁধা থাকত। সেই সব ইনিংস হত আক্রমনাত্মক।

এবার এখন রাহানের ব্যাটে যে পরিমাণ রানের খড়া চলছে সেখানে তিনি ধরে খেলবেন না মেরে খেলবেন সেটা একটা চাপ থাকবে। পাশাপাশি টিম ম্যানেজমেন্টের একটা চাহিদা থাকবে। তাঁরা নিশ্চয় কিছ্য প্ল্যান করে তাঁর দলে ব্যাটিং বিভাগে তাঁর ভূমিকা বুঝিয়ে দেবে। পরিস্থিতি অনুযায়ী তাঁর ব্যাটিং ক্রম বদল ও দলের ভাবনা বদল হতে পারে। সেই অনুযায়ী তাঁকে পারফর্মেন্স করতে হবে তাঁকে। বলা যেতে পারে অনেকগুলো বিষয় রাহানের কেরিয়ার এগিয়ে যাওয়ার উপর নির্ভর করছে।

আর তা পুরোপুরি দাঁড়িয়ে এই আইপিএলের উপর। সেই সমস্ত চাপ নিয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান কতটা ঘুরে দাঁড়াতে পারেন সেদিকেই নজর থাকবে সবার। তিনি কতটাই বা কেকেআর ব্যাটিং লাইন আপকে ভরসা দিতে পারে সেটাও দেখার থাকবে, কারণ তাঁকে কেনার পরেই বিভিন্ন মিম হয়েছিল সোশ্যাল মাধ্যমে কেকেআর বিডিং টিমকে নিয়ে। তাঁদের ভাবনাকে কতটা পূর্ণ করতে পারেন আজিঙ্কা রাহানে সেটাও নজরে থাকবে। শেষ এবং সবথেকে বড় প্রশ্ন আক্রমনাত্মক ব্যাটসম্যান ম্যাককুলামের প্ল্যানে রাহানে থাকবেন তো ? নাকি শুধুই দলে নেওয়ার জন্য নেওয়া? উত্তর দেবে আজ সন্ধ্যা ও তাঁর পরবর্তী সময়।

English summary
ipl 2022 is the acid test for ajinkya rahane to stay alive in indian crcicket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X