For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: হাসারঙ্গার দাপটে সানরাইজার্সের স্বপ্নভঙ্গ! ৫ উইকেট নিয়ে চাহালের ঘাড়ে নিঃশ্বাস

Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯.২ ওভারে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। চার ওভার বল করেছেন ১টি মেডেন, ১৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হওয়ার দৌড়ে এবার চলে এলেন যুজবেন্দ্র চাহালের খুব কাছে।

হাসারঙ্গা ম্যাজিক

ম্যাচের নবম ওভারে হাসারঙ্গাকে আক্রমণে আনেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। দ্বিতীয় বলেই তুলে নেন এইডেন মার্করামের উইকেট। প্রথম ওভারে দেন ৭ রান। নিজের দ্বিতীয় তথা সানরাইজার্সের ইনিংসের ১৩তম ওভারে দেন ৪ রান। এই ওভারের প্রথম বলে ফেরান নিকোলাস পুরাণকে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে হাসারঙ্গার বলে স্টাম্প আউট হন জগদীশা সুচিথ, এই ওভারে তিনি দেন ৮ রান। ১৭তম ওভারটি দুর্দান্ত। একে মেডেন, তার উপর তৃতীয় ও চতুর্থ বলে হাসারঙ্গার শিকার হন শশাঙ্ক সিং ও উমরান মালিক।

চাহালের ঘাড়ে নিঃশ্বাস

চাহালের ঘাড়ে নিঃশ্বাস

এই ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে সর্বাধিক উইকেটশিকারীর দৌড়ে কুলদীপ যাদব ও কাগিসো রাবাডাকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন তিনি। কুলদীপ যাদব আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কোনও উইকেট পাননি। ফলে তিনি ১১টি ম্য়াচ খেলে দাঁড়িয়ে রইলেন ১৮ উইকেটে। ১০ ম্যাচে ১৮টি উইকেট রয়েছে পাঞ্জাব কিংসের কাগিসো রাবাডার। কুলদীপের ইকনমি ৮.৮৭, রাবাডার ৮.৭২। হাসারঙ্গা ১২ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন, তাঁর ইকনমি ৭.৮৫। রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ১১ ম্যাচে ২২টি উইকেট নিয়ে কমলা টুপি নিজের দখলে রেখেছেন। তাঁর ইকনমি ৭.২৫। তবে সেরা বোলিং ফিগারে এবার বাকিদের চেয়ে এগিয়ে রইলেন হাসারঙ্গা, ১৮ রানে ৫ উইকেট নিয়ে। চাহাল ৫ উইকেট নিয়েছিলেন ৪০ রানের বিনিময়ে।

সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরে

সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরে

আইপিএলে ইনিংসে ৬ উইকেট নেওয়ার নজির রয়েছে আলজারি জোসেফ, সোহেল তনভীর ও অ্যাডাম জাম্পার। ৫ উইকেট নেওয়ার নিরিখে সবার আগে অনিল কুম্বলে। তিনি আরসিবির হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ১৮ রানে ৫ উইকেট নিয়ে হরভজন সিংয়ের কীর্তি স্পর্শ করলেন হাসারঙ্গা। ভাজ্জি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১১ সালে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে পাঁচ উইকেট নেন চার ওভারে। তবে সেবার হাসারঙ্গার মতো ভাজ্জির কোনও মেডেন ওভার ছিল না। আইপিএলে সেরা বোলিং ফিগারের নিরিখে হাসারঙ্গার এদিনের নজির রইল ১৪ নম্বরে।

চারেই আরসিবি

চারেই আরসিবি

টানা পাঁচটি ম্যাচ জেতার পর আজ নিয়ে টানা চারটি ম্যাচ হারল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সাক্ষাতে আরসিবিকে ৬৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছিল কেন উইলিয়ামসনের দল। আজ ফিরতি সাক্ষাতে অরেঞ্জ আর্মির পরাজয়ের ব্যবধান ৬৭ রানের। ২০১৬ সালের পর সবুজ জার্সিতে এই প্রথম ম্যাচ জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১২ ম্যাচে ফাফ দু প্লেসির দলের পয়েন্ট ১৪। তবে বড় ব্য়বধানে জেতায় নেট রান রেট মাইনাস (-)০.৪৪৪ থেকে চলে এসেছে মাইনাস (-)০.১১৫। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আরসিবি ধরে রাখল চতুর্থ স্থান। অন্যদিকে, ১১ ম্যাচে ১০ পয়েন্ট সানরাইজার্সের, তাদের নেট রান রেট চলে গেল মাইনাসে (-০.০৩১)। ছয়ে থাকা অরেঞ্জ আর্মির কাছে সব ম্যাচই এখন কার্যত ডু অর ডাই।

English summary
IPL 2022: RCB Spinner Wanindu Hasaranga Claims Five Wickets Against Sunrisers Hyderabad And Gets Man Of The Match Award. He Needs Two Wickets More To Overtake Yuzvendra Chahal In The Race For Orange Cap.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X