For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বিধ্বংসী হাসারঙ্গা, জ্বলে উঠলেন আকাশ-হর্ষল! কেকেআরের বিরুদ্ধে আরসিবির দরকার ১২৯

Google Oneindia Bengali News

আইপিএলের দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ভরাডুবি কলকাতা নাইট রাইডার্সের। প্রথম ম্যাচে বোলিং আর ক্যাচ মিসের জন্য ২ উইকেটে ২০৫ তুলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১ ওভার বাকি থাকতে হেরেছিল আরসিবি। আজ ফাফ দু প্লেসির দলের বোলাররা জ্বলে উঠলেন। আর তাতেই কলকাতা নাইট রাইডার্স পুরো ২০ ওভারও টিকল না। ১৮.৫ ওভারে তুলল ১২৮ রান। কেকেআরের হয়ে সর্বাধিক ১৮ বলে ২৫ রান আন্দ্রে রাসেলের। তিনি একটি চার ও তিনটি ছয় মেরেছেন। ওয়ানিন্দু হাসারঙ্গা চারটি উইকেট পেয়ে পার্পল ক্যাপের দখল নিলেন। আকাশ দীপ তিনটি উইকেট নিয়েছেন।

বল হাতে বিধ্বংসী হাসারঙ্গা, জ্বলে উঠলেন আকাশ-হর্ষল

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। মহম্মদ সিরাজ, আকাশ দীপের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে। পাওয়ারপ্লের ৬ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় শ্রেয়স আইয়ারের দল। ৩.১ ওভারে দলের ১৪ রানের মাথায় ভেঙ্কটেশ আইয়ার আকাশ দীপের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আইয়ার ১৪ বলে করেন ১০। পঞ্চম ওভারের শেষ বলে ৩২ রানে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। ১০ বলে ৯ রান করে মহম্মদ সিরাজের বলে শাহবাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অজিঙ্ক রাহানে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে নীতীশ রানা আকাশ দীপের দ্বিতীয় শিকার। দুরন্ত ক্যাচ ধরেন ডেভিড উইলি। রানা করেন ৫ বলে ১০। ৪৪ রানে তৃতীয় উইকেটটি পড়ে কেকেআরের।

বল হাতে বিধ্বংসী হাসারঙ্গা, জ্বলে উঠলেন আকাশ-হর্ষল

এরপরই নাইটদের খাদের কিনারায় ঠেলে দেয় ওয়ানিন্দু হাসারঙ্গার বিধ্বংসী বোলিং। তিনি চার ওভারে ২০ রানের বিনিময়ে চার উইকেট নেওয়ায় ১৪.৩ ওভারে ১০১ রানে নবম উইকেট হারায় কেকেআর। নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (১০ বলে ১৩), সুনীল নারিন (৮ বলে ১২), শেল্ডন জ্যাকসন (১ বলে ০) ও টিম সাউদি (৫ বলে ১) হাসারঙ্গার শিকার। ম্যাচের নবম ওভারে নারিন ও জ্যাকসনকে পরপর দুই বলে ফেরান হাসারঙ্গা। স্যাম বিলিংস (১৫ বলে ১৪) ও আন্দ্রে রাসেল (১৮ বলে ২৫) হর্ষল প্যাটেলের শিকার।

বল হাতে বিধ্বংসী হাসারঙ্গা, জ্বলে উঠলেন আকাশ-হর্ষল

কলকাতা নাইট রাইডার্সের লজ্জা কিছুটা এড়াল উমেশ যাদব ও বরুণ চক্রবর্তীর জুটি। দশম উইকেট জুটিতেই সর্বাধিক রান উঠল কেকেআরের। ওয়ানিন্দু হাসারঙ্গা বল হাতে বিধ্বংসী মেজাজে থাকলেও ফিল্ডিংয়ে বেশ কয়েকটি জঘন্য মিস করেন। উমেশ-বরুণের জুটি ভাঙেন আকাশ দীপ। এই জুটিতে ওঠে ২৭ রান। উমেশ যাদব ১২ বলে ১৮ রান করেন। বরুণ চক্রবর্তী ১৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। আকাশ দীপ এদিন ৩.৫ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। হর্ষল প্যাটেলের ৪ ওভারে ২টি মেডেন, ১১ রানের বিনিময়ে তিনি নেন ২ উইকেট। মহম্মদ সিরাজ ৪ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট দখল করেছেন। শাহবাজ আহমেদ ১৩তম ওভারে বল করতে এসে ১৬ রান দেন, যার মধ্যে আন্দ্রে রাসেলের দুটি ছক্কা রয়েছে। হাসারঙ্গা তাঁর চারটি উইকেটের মধ্যে শ্রেয়সের উইকেটটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন।

English summary
IPL 2022: Wanindu Hasaranga Bags 4 Wickets As RCB Need 129 Runs To Win Against KKR In Mumbai. Bengal Pacer Akash Deep Gets Three Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X