For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বিরাট কোহলি আউটের সিদ্ধান্তে অগ্নিশর্মা! সচিনকে দেখে রাগ গলে জল, গাইড প্রতিপক্ষ দলকেও

Google Oneindia Bengali News

বিরাট কোহলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছিলেন। ডিআরএস নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি ভারত তথা আরসিবির প্রাক্তন অধিনায়ক। বিরাট যেভাবে খেলছিলেন তাতে ম্যাচ জিতিয়েই ফিরতে পারতেন। মাঠ ছাড়ার সময় ব্যাট দিয়ে সজোরে মাঠে আঘাত করেন। ক্যামেরায় ধরা পড়ে তিনি কতটা রেগে গিয়েছিলেন!

সচিনকে দেখে রাগ গলে জল, কোহলি গাইড করলেন প্রতিপক্ষ দলকেও

(ছবি- বিরাট কোহলির ইনস্টাগ্রাম)

যদিও কিছুক্ষণ পরেই সেই রাগ গলে জল। একই ফ্রেমে ধরা পড়লেন দুই কিংবদন্তি। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন তেন্ডুলকর ও আরসিবি তারকা বিরাট কোহলি। আজ নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজে সেই ছবি পোস্ট করে লেখেন, সচিন পাজি-র সঙ্গে সাক্ষাত সব সময়ই উপভোগ করি। দুটি ইমোজিও ব্যবহার করেছেন। একটি তারার, অপরটি গ্রেটেস্ট অব অল টাইম (GOAT)-এর।

সচিনকে দেখে রাগ গলে জল, কোহলি গাইড করলেন প্রতিপক্ষ দলকেও

উল্লেখ্য, বিরাট কোহলি ২০১৯ সালের পর থেকে কোনও ফরম্যাটেই শতরান পাননি। এমনকী অফ স্টাম্পের বাইরের দিকের বল তাড়া করতে দিয়ে দক্ষিণ আফ্রিকায় লাগাতার আউট হচ্ছিলেন। কভার ড্রাইভ মারা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে সুনীল গাভাসকর পরামর্শ দিয়েছিলেন, সচিনের সঙ্গে কথা বলার জন্য। বিরাট তা করেছিলেন কিনা জানা নেই। এমনকী গতকালও সচিনের সঙ্গে সে ব্যাপারে কথা হয়েছে তা কেউই জানাননি। তবে ক্রিকেটমহলের ধারণা সচিনকে কাছে পেয়ে নিশ্চিতভাবেই বিরাট ধারাবাহিকভাবে রান করার প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন।

টি ২০ বিশ্বকাপ চলাকালীন দেখা গিয়েছিল বিরাট কোহলি প্রতিপক্ষের ক্রিকেটারদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন ম্যাচের শেষে। আইপিএলে সেটা হামেশাই হয়। তারকা ক্রিকেটারদের কাছে পরামর্শ নিতে ছুটে যান তরুণ ক্রিকেটাররা, সেখানে দেখা যায় নামীদেরও। গতকাল বিরাট ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের নানা পরামর্শ দিয়েছেন। সেই ছবি আইপিএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে।

গতকালের ম্যাচে বিরাট কোহলি ডেওয়াল্ড ব্রেভিসের প্রথম বলেই লেগ বিফোর হয়েছিলেন। আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন আউট দিতেই বিরাট ডিআরএসের দ্বারস্থ হন। মাঠের জায়ান্ট স্ক্রিনে বিরাট দেখেন, বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাট স্পর্শ করেছিল। সেই আওয়াজের প্রমাণ থাকা সত্ত্বেও বিরাটকে আউট দিতেই অনন্তপদ্মনাভনকে নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার উল্লাস গান্ধে।

এরপরই বিরাট ক্ষোভে ফেটে পড়েন। ডাগ আউটের দিকে ফেরার সময় তিনি সজোরে ব্যাট দিয়ে মাঠে আঘাত করেন। এমনকী বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়ার পরও তাঁর অভিব্যক্তিতে স্পষ্ট কতটা রেগে গিয়েছেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশে বিরাটকে অবশ্য শাস্তির মুখে পড়তে হয়নি। এই ধরনের টুর্নামেন্টে ভালো মানের আম্পায়ার রাখার দাবিও তোলেন বিরাট-ভক্তরা। এমসিসির লেগ বিফোর সংক্রান্ত নিয়মকানুন তুলে ধরে আরসিবিও খোঁচা দিতে ছাড়েনি।

English summary
IPL 2022: Virat Kohli Caught Up With Sachin Tendulkar After Getting Dismissed By Controversial Decision. Kohli Was Also Spotted Interacting With Youngsters After RCB's Win In Pune.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X