For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রজত ধরালেন বিরাটের কোন ভুল? ইডেনে পাটীদার-ঝড়ে উচ্ছ্বসিত কোহলি-কার্তিকরা কী বলছেন?

Google Oneindia Bengali News

রজত পাটীদার। আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন। চলতি আইপিএলে দুটি ম্যাচ হয়ে যাওয়ার পর চোটের কারণে ছিটকে যাওয়া লাভনিথ সিসোদিয়ার জায়গায় রজতকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় আরসিবি। কেরিয়ারের সেরা ইনিংস খেলে সেই রজতই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেতাবের আশা জিইয়ে রাখলেন। তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিরাট কোহলি ও দীনেশ কার্তিক। ম্যাচের শেষে বিরাট কোহলি ইন্টারভিউ নিলেন রজতের।

পাতিদার নয় পাটীদার!

সঞ্চালক বিরাট কোহলির ছোট একটি ভুল শুরুতেই সংশোধন করে দেন মধ্যপ্রদেশের রজত পাটীদার। বিরাট রজতের পদবি পাতিদার বলে উল্লেখ করেছিলেন। রজত তা সংশোধন করে বলেন পাটীদার হবে। বিরাট এরপর তাঁর সাক্ষাৎকার নেন। কোহলির কথায়, চাপের মুখে এটি তাঁর দেখা অন্যতম সেরা ইনিংস। বিরাট বলেন, আমি অনেক ইম্প্যাক্ট ইনিংস বা চাপের মুখে খেলা ইনিংস দেখেছি। রজত যেভাবে খেলেছেন তার চেয়ে ভালো ইনিংস খুব বেশি দেখিনি। এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি ছিল। আমি নিজেও কিছুটা টেনশন অনুভব করছিলাম, দলগতভাবে লক্ষ্য পূরণ করতে পারার বিষয়ে। বিরাট জানান, প্রথম ওভারে ফাফ দু প্লেসি আউট হওয়ার পর যখন পাটীদার নামেন তখন লক্ষ্য করা গিয়েছিল তিনি রিল্যাক্সড ও আত্মবিশ্বাসী হয়েই ব্যাট করছেন। সবচেয়ে বড় কথা, আনক্যাপড অর্থাৎ জাতীয় দলে অভিষেক হয়নি, এমন প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল প্লে অফে শতরান করলেন রজত। যে ইনিংস খেলেছেন তা প্রশংসনীয় এবং উপভোগ্য।

পার্টনারশিপ গড়ার লক্ষ্যে জোর

বিরাটের প্রশ্নের উত্তরে রজত পাটীদার জানান, ব্যাট করতে নামার সময় চাপ অনুভব করিনি। নিজের উপর ভরসা ছিল যে প্রথমদিকে কিছু বল ডট হলেও তা পরে পুষিয়ে নিতে পারব। ডট হলে চাপ অনুভব করব না, এটা নিজেকে বুঝিয়েছিলাম। আগে ১৪-১৫ ওভার অবধি ব্যাট করেছি। আজ শেষ অবধি থাকলাম। কয়েকটি উইকেট হারালেও বড় রান তুলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া লক্ষ্য ছিল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অর্ধশতরান চলতি আইপিএলে তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়েছে বলেও জানান রজত। তাঁর ইনিংস দলের জয়ে কাজে লাগায় তৃপ্ত এই ব্যাটার।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রজত পাটীদার করেন ১৬ বলে ১৬ রান। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩২ বলে অপরাজিত ৫২। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচে নেমে করেন ১৫ বলে ২১। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফের তিনে নেমে খেলেন ৩৮ বলে ৪৮ রানের ইনিংস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ বলে ২৬ করার পর টাইটান্সের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে ব্যাট করতে নামতে হয়নি। এরপর কোয়ালিফায়ারে বিস্ফোরক শতরান। চলতি আইপিএলে সাতটি ম্যাচে একবার অপরাজিত থেকে ২৭৫ রান করেছেন পাটীদার। গড় ৩৮.৪৪, স্ট্রাইক রেট ১৪৫.৩৮। একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। ২৬টি চার ও ১৮টি ছয় মেরেছেন।

রজতের কেরিয়ার

রজতের কেরিয়ার

পাটীদারের প্রশংসা করেছেন দীনেশ কার্তিকও। তিনি বলেন, রজত যেভাবে বাউন্ডারি মারতে শুরু করেছিলেন তাতে আমার উপর চাপটা অনেক কমিয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, পাটীদার ও কার্তিক শেষ ৫ ওভারে ৮৪ রান তোলেন। সেটাই ম্যাচে ফারাক গড়ে দিয়েছে। ২৯ বছর পূর্ণ করার এক সপ্তাহ আগে টি ২০ কেরিয়ারের প্রথম শতরানটি পেলেন পাটীদার। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮৮ রান করেছেন, সাতটি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে ১৩৯৭ রান করেছেন, তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন। ৩৮টি টি ২০ ম্যাচে গতকালের ইনিংসটি খেলার সুবাদে তাঁর রান হলো ১১৩৬, স্ট্রাইক রেট ১৪২-এর উপর। একটি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে। গত বছরের আইপিএলে চারটি ম্যাচে তিনি ৭১ রান করেছিলেন, সর্বাধিক স্কোর ছিল ৩১। ২০২০ সাল থেকে আরসিবি শিবিরে থাকলেও প্রথন সুযোগটি এসেছিল গত বছর।

বিরাট যখন শিখর

বিরাট কোহলি ড্রেসিংরুমেও স্বগতোক্তি করেছিলেন আর দুটি ম্যাচ জিততে হবে বলে। শিখর ধাওয়ানের মতো সেলিব্রেট করতেও দেখা গিয়েছে তাঁকে। রজতের ইন্টারভিউ নেওয়ার সময়ও বিরাট বলেন, শুক্রবার ও রবিবার বাকি দুটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। আশা করি, খেতাব জয় সম্ভব হবে। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল যেভাবে ব্যাট করছিলেন তাতে আরসিবি যে চাপ অনুভব করছিল সেটা স্বীকার করছে আরসিবি শিবির। ফলে রাহুলের উইকেটটিই টার্নিং পয়েন্ট বলে ধরছে তারা। বিরাট বলেন, এমন বড় ম্যাচে চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে মাঝের ওভারে ওয়ানিন্দু হাসারঙ্গার স্পেল, শেষের দিকে জশ হ্যাজলউডের পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি হর্ষল প্যাটেলের অবিশ্বাস্য বোলিং, নতুন বলে সিরাজের বোলিংয়ের প্রশংসা করেছেন বিরাট। ওয়ানিন্দু হাসারঙ্গা যেভাবে ফিল্ডিংয়ে ১৫-২০ রান বাঁচিয়েছেন তা আরসিবির জয়ে অবদান রেখেছে বলে উল্লেখ করেছেন কার্তিক। আরসিবি এবার তৈরি মিশন আমেদাবাদের জন্য।

English summary
IPL 2022: Virat Kohli And Dinesh Karthik Lauded Rajat Patidar’s Match Winning Knock. According To Virat, Patidar's Innings Is One Of The Best He Has Ever Seen Under Pressure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X