
IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ৫ পরিবর্তন আনা কেকেআরকে ব্যাট করতে পাঠাল, টুর্নামেন্টে নেই সূর্য
আইপিএলের ম্যাচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের আশা জিইয়ে রাখতে নাইটদের বাকি তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আজ জিতলে টানা তিনটি ম্যাচ জিতবে, সেই সঙ্গে শ্রেয়সদের বিরুদ্ধে মধুর প্রতিশোধও নিতে চাইবেন রোহিতরা। টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নাইটরা যে পাঁচটি পরিবর্তন এনেছে তাতে পাওয়ারপ্লে-র ৬ ওভারে উইকেট না হারিয়ে বড় রান তোলার লক্ষ্যে কেকেআর কতটা সফল হয় সেটা দেখার।
|
ছিটকে গেলেন সূর্য
এদিন ম্যাচ শুরুর আগেই ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর বাঁ হাতের পেশিতে চোট লেগেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সূর্য চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ম্যাচে ৩০৩ রান করেছেন। গড় ৪৩.২৯, তিনটি অর্ধশতরানও করেছেন।

পারস্পরিক দ্বৈরথে
আইপিএলে পারস্পরিক দ্বৈরথে ৩০টি ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২২টিতে, কেকেআর ৮টিতে। শেষ পাঁচটি সাক্ষাতের নিরিখেও রোহিতরা এগিয়ে ৩-২ ব্যবধানে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে কেকেআর হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে।
|
টস জিতলেন রোহিত
টসের সময় নিজের পকেটে কয়েক সেকেন্ডের জন্য মুদ্রাটি রেখেছিলেন রোহিত শর্মা। যদিও শ্রেয়স কল করলেও টস রোহিতই জেতেন। ফিল্ডিং নেওয়ার প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, বিশেষ কোনও কারণ নেই। আমরা আমাদের পরিকল্পনা প্রতি ম্যাচেই বদলাব। এই ম্যাচে রান তাড়া করাই আমাদের লক্ষ্য। টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন বলে জানিয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য, যাতে পর্যাপ্ত রানের পুঁজি নিয়ে বোলারদের সুবিধা হয়। নাইটদের প্রথম একাদশে এদিন পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।
|
মুম্বইয়ে ১ ও কেকেআরে ৫ পরিবর্তন
মুম্বই ইন্ডিয়ান্সে একটিই পরিবর্তন। সূর্যকুমারের জায়গায় খেলছেন রামনদীপ সিং। কেকেআর দল থেকে বাদ পড়েছেন শিবম মাভি, অনুকূল রায়, অ্যারন ফিঞ্চ, বাবা ইন্দ্রজিৎ ও হর্ষিত রানা। ফলে একটি বিষয় পরিষ্কার, উমেশ যাদব এখনও চোট সারিয়ে ফিট হননি। ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা কামব্যাক ম্যাচে নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর থাকবেন। এমনিতেই গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রিকেটার খেলানো বা সবচেয়ে বেশি পরিবর্তন করার রেকর্ডটিও কেকেআরের দখলেই।
কলকাতা নাইট রাইডার্স- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেল্ডন জ্যাকসন (উইকেটকিপার), প্যাট কামিন্স, টিম সাউদি, বরুণ চক্রবর্তী
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, রামনদীপ সিং, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, রাইলে মেয়ারডিথ