For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শীর্ষস্থানের হাতছানি! আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গুজরাত টাইটান্স

Google Oneindia Bengali News

আইপিএলের ৪০তম ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি গুজরাত টাইটান্স। বদলার ম্যাচে জয় ছিনিয়ে এবার প্রথম দল হিসেবে ১৪ পয়েন্টে পৌঁছে যেতে চাইবে হার্দিক পাণ্ডিয়ার দল। কেন উইলিয়ামসনের দল গুজরাতকে ফের হারালে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে ফেলবে, সেক্ষেত্রে টানা ৬টি ম্যাচ জেতার নজিরও গড়ে ফেলবে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের সামনেও থাকছে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গুজরাত টাইটান্স

চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে সানরাইজার্স হায়দরাবাদ গুজরাত টাইটান্সকে গত ১১ এপ্রিল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হারিয়েছিল ৮ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্স তোলে ৭ উইকেটে ১৬২। ৪২ বলে অপরাজিত ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২১ বলে ৩৫ করেছিলেন অভিনব মনোহর। ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন ২টি করে উইকেট দখল করেন। জবাবে ৫ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স। কেন উইলিয়ামসন ৪৬ বলে ৫৭ রান করেছিলেন। ১৮ বলে ৩৪ করে অপরাজিত থাকেন নিকোলাস পুরাণ। ওপেনার অভিষেক শর্মা করেন ৩২ বলে ৪২, ৮ বলে ১২ রানে অপরাজিত ছিলেন এইডেন মার্করাম। হার্দিক ও রশিদ খান নিয়েছিলেন একটি করে উইকেট।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গুজরাত টাইটান্স

সানরাইজার্স হায়দরাবাদ এখনও অবধি ওয়াংখেড়েতে সাতটি ম্যাচ খেলে জয়লাভ করেছে একটিতে। সেই রেকর্ড ভালো করতে মুখিয়ে থাকবেন উইলিয়ামসনরা। দুই দলের বোলিং শক্তি বেশ শক্তিশালী। একদিকে রয়েছেন ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, মার্কো জানসেন, টি নটরাজন। অন্যদিকে, লকি ফার্গুসন, মহম্মদ শামি, আলজারি জোসেফ, রশিদ খান। তবে এখনও অবধি বোলিং গড় ও ইকনমি রেটের নিরিখে গুজরাতের চেয়ে এগিয়ে। অভিষেক, উইলিয়ামসন, পুরাণ, মার্করাম, রাহুল ত্রিপাঠীরা ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। গুজরাতের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল হার্দিক ও শুভমান গিলের উপর। তবে পাঁচ থেকে সাতে অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খানরা ঝোড়ো ব্যাটিং চালিয়ে ম্যাচের মোড় ঘোরাতে পারেন।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সামনে গুজরাত টাইটান্স

সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই অপেক্ষা। দুই দলের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ নেই।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল

সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), শশাঙ্ক সিং, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন।

English summary
IPL 2022: Sunrisers Hyderabad vs Gujarat Titans Preview With Stats And Predicted XI. Both The Teams Have Played 7 Matches, GT Have 12 And SRH Have 10 Points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X