For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ, দুই দলের প্রথম একাদশে কারা?

Google Oneindia Bengali News

আইপিএলে মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লোকেশ রাহুলের লখনউ একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে। কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ এখনও এবধি একটিই ম্যাচ খেলেছে এবং সেটিতে বড় ব্যবধানে পরাস্ত হয়েছে। লখনউ চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। সানরাইজার্স নামছে প্রথম জয়ের সন্ধানে।

আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ

টস জিতে ফিল্ডিং নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্স দল অপরিবর্তিত। দুষ্মন্ত চামিরার জায়গায় আজ লখনউয়ের হয়ে প্রথম ম্যাচ খেলবেন জেসন হোল্ডার। আজ নতুন পিচে খেলা হচ্ছে। দেখা গিয়েছে, উইকেটে ঘাস রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জোরে বোলাররা এখানকার পিচ দেখে খুশি হতেই পারেন। প্রতিটি ম্যাচেই শিশিরের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে দলগুলিকে। ভেজা বলে তাই অনুশীলনও করতে হচ্ছে। যদিও শেষ তিনটি ম্যাচে রান তাড়া করা দল পরাস্ত হয়েছে। শনিবার রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩ রানে, গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ও গতকাল কিংস ইলেভেন পাঞ্জাব চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৪ রানে জিতেছে। ফলে টস জিতে ফিল্ডিং নিলেই যে জেতা যাচ্ছে, বিষয়টি মোটেই আর তা নয়। তবুও আজকের ম্যাচ কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে।

আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ

লোকেশ রাহুল জানিয়েছেন, তিনিও টস জিতে ফিল্ডিংই নিতেন। এটাই এখন আইপিএলে ট্রেন্ডিং! চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১১ রানের টার্গেট তাড়া করে জেতায় দলের আত্নবিশ্বাস বেড়েছে বলেও মেনে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। দুষ্মন্ত চামিরা আজ প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন। বল হাতে তিনি আহামরি পারফরম্যান্সও করতে পারছিলেন না। আজ প্রথমবার ক্যারিবিয়ান অলরাউন্ডার হোল্ডার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের হয়ে। রাহুল বলেন, টপ অলরাউন্ডার বলেই তাঁকে আমরা নিলাম থেকে দলে নিয়েছি। নতুন বলে স্যুইং করাতে পারেন হোল্ডার। ব্যাটিও ভালোই করেন। উল্লেখ্য, হোল্ডার দলে আসায় নিশ্চিতভাবেই বাড়ল লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং গভীরতা। চাপের মুখে আয়ুষ বাদোনি যেভাবে খেলছেন তার প্রশংসাও শোনা গিয়েছে রাহুলের গলায়।

আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন চাইছেন, পিচে ঘাস থাকার ফায়দা তুলতে সক্ষম হোন জোরে বোলাররা। উইলিয়ামসনের কথায়, আগের ম্যাচগুলিতে দেখেছি একইরকম পরিস্থিতিই থাকছে। বিশেষ তারতম্য ঘটছে না। তাই উইকেট থেকে প্রথমদিকে যতটা পারা যায় সুবিধা আদায় করে নিতে হবে। পরের দিকে শিশিরও পড়বে।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, এভিন লুইস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই, আবেশ খান

সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), এইডেন মার্করাম, আবদুল সামাদ, রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

English summary
IPL 2022: Sunrisers Hyderabad Have Won The Toss And Elected To Bowl Against Lucknow Super Giants. LSG Have Won One And Lost One Match, RR Have Lost Their Only Match In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X